প্রাণীদের চলার ভঙ্গি নকল করে রোবট তৈরির প্রচেষ্টা আগেই শুরু হয়ে গেছে৷ ভিডিও এক্স-রে সেই কাজ আরও নিখুঁত করে তুলতে পারে৷ শুধু মুভমেন্ট নয়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নিজস্ব বৈশিষ্ট্যও যন্ত্রের মধ্যে আনার চেষ্টা চলছে৷
বিজ্ঞাপন
আসলে মুভমেন্ট বা মোশন ব্যাপারটা কী? প্রাণিবিদ প্রো. মার্টিন ফিশার বিষয়টি বুঝিয়ে বললেন৷‘‘মুভমেন্ট হলো চিন্তা ও মস্তিষ্কের ভাবের বহিঃপ্রকাশ৷ যা ভাবা হয়, তা গতিতে পরিণত হয়৷ যেমন ভাষার ক্ষেত্রে এটা ঘটে৷ কোনো জীবকে বুঝতে চাইলে তার মুভমেন্ট সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হয়৷ তাছাড়া মুভমেন্ট আসলে অত্যন্ত মুগ্ধ করার মতো বিষয়৷''
কুকুরের বিবর্তন এই প্রাণিবিদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়৷ প্রজননের মাধ্যমে কয়েক'শ রকমের কুকুরের জাত সৃষ্টি হয়েছে৷ এ এক অসাধারণ প্রাকৃতিক এক্সপেরিমেন্ট৷ কুকুরের এগিয়ে চলার উপর তার কতটা প্রভাব পড়েছে? এক্স-রে ভিডিও দেখিয়ে দিচ্ছে, যে ছোট-বড় সব জাতের কুকুরের হাঁটার কায়দা একেবারে এক৷ শুধু একটি প্রশ্নের উত্তর জানা নেই৷ এমনকি শিকারের সময়েও কুকুর কখনো কেন পড়ে যায় না?
এক্স-রে ভিডিও দিয়ে নিখুঁত এক কম্পিউটার অ্যানিমেশন তৈরি হয়৷ ফলে কঙ্কাল ও পেশি সঞ্চালনের সবটাই স্পষ্ট দেখা যায়৷ কিন্তু শরীরের এই জটিল ক্রিয়া কীভাবে চলে? মস্তিষ্ক অথবা পায়ের মধ্যে কি এক কনট্রোল রুম রয়েছে?
মানুষের মতো রোবট
আজকাল কিছু কিছু রোবট দেখতে অনেকটা মানুষের মতো হয়৷ আবার যারা দেখতে মানুষের মতো নয়, তারা আবার কাজে পুরোপুরি মানুষের মতো৷ সেরকম কয়েকটি রোবটের কথাই থাকছে আজকের ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa
হাত মেলায়, কথাও বলে রোবট
এই রোবটটির নাম ‘রোবয়’৷ এর ত্বক এবং মাংসপেশি মসৃণ৷ রোবয় হ্যান্ডশেক করলে মনে হয় যেন কোনো মানুষের সঙ্গেই হাত মেলানো হলো৷ এই রোবট কথা বলতে পারে এবং অনেক ক্ষেত্রে মানুষের মতো আবেগও প্রকাশ করে৷
ছবি: Getty Images/Afp/John MacDougall
যে রোবট জানালা পরিষ্কার করে
জার্মানির তৈরি এই রোবটটির নাম ‘জাস্টিন’৷ ওকে তৈরি করা হয়েছিল মহাকাশযানের জন্য৷ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঁচ বছর ছিল সে৷ পৃথিবীতে ফিরে তাকে মানুষের মতো অনেক কাজই করতে হয়৷ ঘরের জানালা পরিষ্কার করায় সে ওস্তাদ৷
ছবি: DW/F. Schmidt
‘লেখক’ রোবট
‘বায়োস’ নামের এই রোবটটি পেশাদার লেখকদের চেয়েও দ্রুত লিখতে পারে৷ তার বাহুর সঙ্গে লাগানো আছে কলম৷ সেই কলমে প্রয়োজন মতো কালি জোগান দেয়ার ব্যবস্থাও আছে৷ কালি-কলম হাতে সদাপ্রস্তুত ‘বায়োস’ ৮০ মিটার কাগজে মাত্র দশ সপ্তাহে হিব্রুতে ৩ লাখ ৪ হাজার ৮০৫টি অক্ষর লিখে দেখিয়েছে৷
ছবি: robotlab
রেস্তোরাঁয় অর্ডার নেয়ার কাজও রোবটের
চীনের রেস্টুরেন্টে এ ধরনের রোবট ইতিমধ্যে কাজে নেমে পড়েছে৷ কয়েকটি রেস্টুরেন্টে খাবারের ‘অর্ডার’ নেয় এমন রোবট৷
ছবি: picture-alliance/epa/P. Hilton
খাবার পরিবেশনে মানুষের চেয়েও দক্ষ
এই রোবটগুলো রেস্টুরেন্টে ঘণ্টার পর ঘণ্টা খাবার পরিবেশন করতে পারে৷ ‘ওয়েটার’ মানুষ হলে এক সময় তো ক্লান্ত হয়, কিন্তু রোবট কখনোই ক্লান্ত হয় না৷
ছবি: picture-alliance/dpa/ChinaFotoPress/MAXPPP
খাবার গরম করে রোবট
রেস্টুরেন্ট বা ঘরে রান্নার কাজটুকু একবার করে দিলে তারপর যতবার খুশি সেই খাবার গরম করতে পারবে রোবট৷ খাবার গরম করার কাজে এই রোবট আসলেই খুব দক্ষ৷
ছবি: picture-alliance/dpa/ChinaFotoPress/MAXPPP
6 ছবি1 | 6
এই প্রশ্নের উত্তর পেতে গবেষকরা বিশেষ এক কৌশল অবলম্বন করে এক্সপেরিমেন্ট চালান৷ প্রথম পরীক্ষা ছিল ইঁদুর দিয়ে৷ সেটিকে ট্রেডমিলের উপর ছেড়ে দিয়ে একটি ফাঁদের দিকে পাঠানো হয়৷ উল্কার গতিতে সে প্রতিক্রিয়া দেখায়৷ একমাত্র পায়ের মধ্যে সরাসরি কোনো ‘ইন্টেলিজেন্ট মেকানিস্ক' না থাকলে এত দ্রুত মুভমেন্ট সম্ভব নয়৷ প্রো. ফিশার বলেন, ‘‘ইঁদুরকে ফাঁদের মধ্য দিয়ে দৌঁড়াতে দেবার পরীক্ষা চালিয়ে আমরা প্রমাণ করতে পারলাম, যে মস্তিষ্ক থেকে নির্দেশ আসার আগেই পায়ের নিজস্ব প্রতিক্রিয়া সত্যি ঘটে৷ এর মাধ্যমে প্রমাণ হয়, যে পায়ের মধ্যে স্থানীয় বুদ্ধিমত্তা রয়েছে৷''
গবেষকদল ইঁদুরের মই বেয়ে ওঠার কায়দার রহস্যও উন্মোচন করেছে৷ রোবট তৈরির ক্ষেত্রে সেই কায়দা কাজে লাগাচ্ছেন ইঞ্জিনিয়াররা৷ ফলে ক্যামেরা ও সেন্সর-সহ এমন এক রোবট তৈরি করা সম্ভব হয়েছে, যা সরু পাইপ বা তার বেয়ে দিব্যি উঠে যেতে পারে৷ প্রো. মার্টিন ফিশার বলেন, ‘‘বেশিরভাগ ক্ষেত্রেই রোবট মানেই কোনো এক জায়গা থেকে তা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করতে হয়৷ ইংরিজিতে যাকে কন্ট্রোল বলা হয়৷ অর্থাৎ উপর থেকে নির্দেশ আসতে হবে৷ সেই নির্দেশ পাঠালে তা পালন করতে হয়৷ কিন্তু প্রকৃতিতে এমনটা হয় না৷ প্রকৃতিতে মুভমেন্ট কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণে ঘটে না৷ পায়েদের নিজস্ব বুদ্ধি রয়েছে৷ একে ‘ইন্টেলিজেন্ট মেকানিক্স' বলা চলে৷ রোবট তৈরির ক্ষেত্রে এই বৈশিষ্ট্য যোগ করা একজন বায়োলজিস্টের অন্যতম প্রধান দায়িত্ব৷''
মার্টিন ফিশার তাঁর স্বপ্ন পূরণ করেছেন৷ এমন এক অসাধারণ জগতে তিনি প্রবেশ করতে পেরেছেন, যা এতকাল আমাদের চোখের আড়ালে ছিল৷
রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট?
রোবট, যন্ত্রের তৈরি মানুষগুলো শুধু যে চোখ পিটপিট তাকাতে আর শব্দ করতে পারে, তা নয়৷ চীনের বেশ কিছু রোস্তোরাঁয় আজকাল অতিথি আপ্যায়নেও কোমর বেঁধেছে তারা৷ চলুন যন্ত্রমানবের কাজ দেখতে ঘুরে আসা যাক সেরকমই একটি রেস্তোরাঁ থেকে৷
ছবি: picture-alliance/dpa/D. Zhang
আপনার অর্ডার, প্লিজ...
শুধু প্রযুক্তিগত চমক দেখানোই নয়, বেশিরভাগ ক্ষেত্রে এ ব্যাপারে একেবারে সামনের সাড়িতে রয়েছে চীন৷ তবে সেই সব আধুনিক প্রযুক্তি আদৌ ব্যবহারযোগ্য কিনা – সেটা অবশ্য দেখার বিষয়৷ ছবিতে দেখুন অতিথিদের খাওয়ার অর্ডার নোওয়াসহ হাজারো কাজ নিয়ে মেতেছে রোবট৷
ছবি: picture-alliance/epa/P. Hilton
খাবার তৈরি!
এই ছোট্ট হিউম্যানয়েড রোবটগুলো খাবার পরিবেশনের ক্ষেত্রে খুবই পারদর্শী৷ এদের সুবিধা হলো এই যে, এরা ক্লান্ত হয় না আর কাজ করতেও কোনো ঝামেলা করে না৷ বরং ওরা শুধুই নিজেদের দায়িত্ব পালন করতে জানে৷ অবশ্য রোবটের পরিবেশিত খাদ্য খেতে অতিথিদের কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন ব্যাপার৷
ছবি: picture-alliance/dpa/ChinaFotoPress/MAXPPP
শেফকুক রোবট
রোবট শুধু অতিথিদের অর্ডারই নেয় না, তারা উনুনের সামনে দাঁড়িয়ে খাবার গরমও করে৷ ছবিতে দেখুন আগে থেকে তৈরি করা খাবার গরম করছে রোবট৷ তবে তরকারি কাটাবাছা বা এ ধরনের কাজগুলো মানুষ সহকর্মীদেরই আগে থেকে করে দিতে হয়৷
ছবি: picture-alliance/dpa/ChinaFotoPress/MAXPPP
নানা ধরনের রোবট
তবে সব রেস্তোরাঁর রোবট কিন্তু এই গ্যালারির ছবিগুলোর মতো দেখতে যন্ত্রমানবের মতো নয়৷ এখানে যে কাজটা করা হচ্ছে, সে অংশটুকুই দেখানো হচ্ছে৷ অর্থাৎ শুধু মাথাটাই দেখানো হচ্ছে, হাত বা পা নয়৷ রেস্তোরাঁর রান্নাঘরের রোবটগুলো, অর্থাৎ যে রোবটগুলো রেস্তোরাঁর অতিথিদের সামনে যায় না, সেগুলো এরকমই হয়৷
ছবি: picture-alliance/dpa
বিনোদনেও রোবট
সাংহাই-এর কাছে এই রোবট-রেস্তোরাঁতে খাবারের চেয়ে কিন্তু বিনোদন অনুষ্ঠানই বেশি আনন্দদায়ক৷ ইন্টারনেটে করা মন্তব্য থেকে অন্তত এ তথ্যই জানা যায়৷ অর্থাৎ এই রেস্তোরাঁয় অতিথিরা খাবারের চেয়ে বিনোদনটাই বেশি উপভোগ করেন৷