1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট যখন রক্ষাকর্তা

মার্টিন রিবে/এসবি২৩ অক্টোবর ২০১৫

কলকারখানা, গবেষণাগার, পরিষেবা – অনেক ক্ষেত্রেই মানুষের কাজ করছে রোবট৷ এবার বিপজ্জনক উদ্ধার অভিযানেও রোবট কাজে লাগানোর লক্ষ্যে অগ্রসর হয়েছেন জার্মান বিজ্ঞানীরা৷ উদ্দেশ্য সফল হলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে৷

Eurathlon in Berchtesgaden Telob-Roboter schließt Drehventil
ছবি: DW/F. Schmidt

একটি গুদামঘরের ছাদের অংশবিশেষ ভেঙে পড়েছে৷ উদ্ধারকারী দল জীবিত মানুষের খোঁজ করছে৷ দমকল ও অ্যামবুলেন্স কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করেই সেখানে কাজ করতে পারেন৷ কারণ যে কোনো সময় নতুন করে বাড়ির অংশ ভেঙে পড়তে পারে৷ উদ্ধারকর্মীরা একটি রোবট পাঠিয়ে আহত মানুষের খোঁজ করছেন৷ রোবট এমন সব জায়গায়ও যেতে পারছে, উত্তাপ, বিকিরণ বা ধ্বংসলীলার কারণে যেখানে উদ্ধারকর্মীদের যাবার উপায় নেই৷

এমন পরিস্থিতি এখনো পর্যন্ত শুধু কল্পনা করা সম্ভব৷ কিন্তু বন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের এক বিশেষজ্ঞ দল একটি ‘হিউম্যানয়েড' বা মানুষের মতো দেখতে উদ্ধারকারী রোবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ এই টিম এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে৷ আজ তাঁরা ‘নিমব্রো'-র ক্ষমতা পরীক্ষা করতে চান৷

গন্তব্যে পৌঁছানোর জন্য আজ এই রোবট লিফট ব্যবহার করছে৷ টিমের প্রধান টোবিয়াস রোডেহুটকর্স বলেন, ‘‘এই প্রকল্পের পেছনে আইডিয়া হলো, অনেক বিপর্যয় ও বিপজ্জনক পরিস্থিতির ক্ষেত্রে উদ্ধারকর্মী পাঠানো যায় না৷ যেমন বাড়ি ধসে পড়া বা গ্যাস লিকের আশঙ্কা থাকলে৷ তখন মানুষের বদলে রোবট পাঠিয়ে পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব৷ রোবট সক্রিয়ভাবে কিছু পদক্ষেপও নিতে পারে৷''

ধসে পড়া গুদামঘরে প্রবেশ করতে রোবট নিজেই পথ খালি করে এগিয়ে যাচ্ছে৷ এখনো সে পুরোপুরি স্বাধীন বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না, তার সহায়তার প্রয়োজন পড়ে৷ রোবটের শরীরে সাতটি ক্যামেরা, একটি লেজার স্ক্যানার এবং বিভিন্ন জয়েন্ট ও চাকার মধ্যে ৬০টি মোটর রয়েছে৷ রোডেহুটকর্স বলেন, ‘‘আমার পেছনে অপারেটররা রোবট-টি নিয়ন্ত্রণ করছে৷ একজন শুধু গতিবিধি, আরেকজন পদক্ষেপ নিয়ন্ত্রণ করেন৷ অন্য এক জন রোবটের হাতের নড়াচড়া স্থির করেন৷''

উদ্ধার অভিযানের সময় দেখা গেল, পাইপের মধ্যে ত্রুটির ফলে গ্যাস লিক করছে৷ ফলে বিস্ফোরণের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে৷ এ ক্ষেত্রেও রোবট পাঠিয়ে সেই পাইপ বন্ধ করা হলো৷ দূরে বসে একজন এই কাজে রোবটের হাত নিয়ন্ত্রণ করছেন৷ বন বিশ্ববিদ্যালয়ের সেবাস্টিয়ান শ্যুলার বলেন, ‘‘আমি রোবটের হাত নিয়ন্ত্রণ করি৷ রোবট যা দেখছে, এই চশমার মাধ্যমে আমিও তা দেখতে পাই৷ চারিপাশের ত্রিমাত্রিক জগত ফুটে ওঠে৷ ক্যামেরায় তোলা ছবিগুলি মিলিয়ে আমার ওরিয়েন্টেশন স্থির হয়৷ তাছাড়া কন্ট্রোলার দিয়ে আমি রোবটের হাত নাড়াতে পারি, একটি মডেলের সাহায্যে হাত নাড়াতে, মুঠো খোলা বা বন্ধ করতে পারি৷''

গ্যাসের সরবরাহ বন্ধ করার ভাল্ভ নাগালের বাইরে হলেও রোবট দমে যায় না৷ উপযুক্ত যন্ত্র হাতে পেলে রোবট ড্রিল বা কাটার কাজ করে নেয়৷ টিমের প্রধান রোডেহুটকর্স বলেন, ‘‘এই রোবটের বিশেষত্ব হলো, তার শরীরে উপরের অংশ হিউম্যানয়েড – অর্থাৎ মানুষের মতো দুটি হাত রয়েছে৷ স্থিতিশীলতার স্বার্থে ও সহজে চলাফেরার স্বার্থে নীচে দু'টির বদলে চারটি পা রাখা হয়েছে৷''

এই মহড়ার সময় ভবনটি ভেঙে পড়ার ঝুঁকি থাকায় উদ্ধারকর্মীরা রোবট পাঠিয়ে আহতদের খোঁজ করছেন৷ এর জন্য রোবট-কে অনেকগুলি দরজাও খুলতে হচ্ছে৷ এর প্রয়োগ শুরু হলে অনেক আহত মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে৷ তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান মাক্স শোয়ার্ৎস বলেন, ‘‘এই মুহূর্তে আমরা এমন এক পরিস্থিতি দেখছি, যেখানে একজন মাটিতে পড়ে রয়েছে৷ ক্যামেরায় তোলা থ্রিডি ছবিতে তা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে৷ সেই অনুযায়ী উদ্ধারকার্য শুরু করা যেতে পারে৷''

এখনো রোবট স্বাধীনভাবে কাজ শুরু করেনি৷ লক্ষ্য হলো, ঘটনাস্থলের পরিস্থিতি বুঝে রোবট নিজস্ব বিচারবুদ্ধি অনুযায়ী পদক্ষেপ নেবে৷ ততদিন পর্যন্ত উদ্ধারকর্মীদের একাই কাজ করতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ