1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবোট মালি সাফ করবে বাগান

২৮ মার্চ ২০১৩

বাড়ির বাগান আগাছায় ভরে গেছে? সাফাই করতে হলে বিশাল লন-মোয়ার যন্ত্র নিয়ে গোটা বাগান ঘুরতে হবে৷ স্বেচ্ছায় কে আর এমন পরিশ্রম করতে চায়! চিন্তা নেই, এবার রোবোটই সেই কাজ করে দেবে৷

aus der "Futurando 19" Sendung, Beitrag über Roboter Haushalt Assistent. ***Bitte beachten, dass die Verwendung der brasilianischen Redaktion und nur in Zusammenhang mit der Sendung "Futurando 19" vorbehalten ist.***
ছবি: DW

নাম – ‘রোবোমো আরএস৬৩০'৷ ফ্রেন্ডলি রোবোটিক্স নামের এক ইসরায়েলি সংস্থা এই যন্ত্র তৈরি করেছে৷ পরিশ্রম করতে ভয় পায় না এই রোবোট৷ ৩,০০০ বর্গ মিটার পর্যন্ত এলাকায় ঘাস কেটে সমান করার ক্ষমতা রাখে মানুষের এই বাহন৷ দায়িত্বজ্ঞানও কম নয়৷ শুধু বলে দিন, কবে কখন ঘাস কাটতে হবে – ব্যস, সে ঠিক কাজে বেরিয়ে পড়বে৷ শুধু তাই নয়, কাজ শেষ হলে বাধ্য ছেলের মতো আবার নিজের ব্যাটারি নিজেই চার্জ করে নেবে৷ অতএব মালিকের কোনো চিন্তাই নেই বললে চলে৷

রোবোটের বিভিন্ন ধরনের ব্যবহার বাড়ছে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

বাগান সাফাই করা মোটেই সহজ কাজ নয়৷ মানুষও প্রথমে থতমত খেয়ে ভাবতে বসে, ‘কোথায় যে শুরু করি!' কারণ এক জায়গায় ঘাস কাটা শুরু করলে অন্য জায়গার ঘাস যদি পরে সমান না হয়, তাহলে আর কিছু করার থাকে না৷ রোবোমো-র তেমন কোনো চিন্তা নেই৷ সে বাগানে ঠিক একটি উপযুক্ত জায়গা চিহ্নিত করে৷ তারপর কাজে লেগে পড়ে৷ ফলে শেষ পর্যন্ত ঘাস আর অসমান থাকবে না৷ এমনকি ‘দুর্গম' জায়গায়ও ঠিক পৌঁছে যায় রোবোমো৷

এত যে ঘাস কাটা হলো, সেগুলি নিয়েও তো সমস্যা৷ রোবোমো যে ঘাস-পাতা সংগ্রহ করে, সেগুলি ভালো করে কেটে আবার মাটিতেই পুঁতে দেয়৷

তাহলে কি এমন রোবোট একবার কিনে ভুলে গেলেই হবে? সব কাজ সে ঠিক সময়ে করে দেবে? নির্মাতা কোম্পানি বলছে, না – কাজ সে করে দেবে ঠিকই, তবে তার উপর নজর রাখলেই ভালো৷ যন্ত্র তো, তাই তার কোনো আবেগ নেই৷ ধরুন সাধের ফুলগাছের চারা পুঁতেছেন, ফুলের জন্য অপেক্ষা করছেন৷ রোবোট সেগুলিকে ঘাস ভেবে কেটে সাফ করে দিলো৷ তখন আপনার মেজাজ যাবে বিগড়ে৷ তাই আগেই সেই সব জায়গা ঘিরে দিতে হবে, যাতে তা রোবোমো-র কাজের আওতার বাইরে থাকে৷

এখনো বাজারে আসে নি এই যন্ত্র৷ জার্মানিতে তার দাম স্থির করা হয়েছে প্রায় ২,৮০০ ইউরো৷

এসবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ