1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপারেশন করছে রোবট!

৯ জানুয়ারি ২০১৭

জার্মানির বোখুম শহরের হাসপাতালে রোবোট একজন কর্মী৷ সার্জন কম্পিউটারে দাঁড়িয়ে রোবোট চালাচ্ছেন, রোবোট পেশেন্টের শরীরে অপারেশন করছে৷ রোবোট পেশেন্টদের খাবার নিয়ে আসছে, পেশেন্টের জ্বর মাপা হলে, তা লিখে রাখছে৷

USA CES 2017 in Las Vegas Avatar iPal Roboter
ছবি: Reuters/R. Wilking

কেমন করে অপারেশন করে রোবট?

03:22

This browser does not support the video element.

দু'ঘণ্টা ধরে অপারেশন চলছে, সার্জনরা অপারেশন টেবিলের পাশে দাঁড়িয়ে৷ পেশেন্টের অন্ত্রনালীর ক্যানসার৷ কম করে আরো চার ঘণ্টা অপারেশন চলবে৷ বেশিও লাগতে পারে৷

সিস্টার আর ডাক্তাররা ছাড়া বোখুমের আউগুস্টা হাসপাতালের অপারেশন থিয়েটারে একটি রোবোটও আছে৷ তার নাম দা ভিঞ্চি৷ সে যে কোনো মানুষের চেয়ে নিখুঁতভাবে স্কাল্পেল ইত্যাদি ব্যবহার করতে পারে৷ চিফ সার্জন বেনো মান রোবোটটিকে চালান৷ তাঁর প্রতিটি নড়াচড়া পেশেন্টের শরীরের ভিতর রোবোটের ‘হাতগুলোর' নড়াচড়ায় পরিবর্তিত হয়, এক মিলিমিটার হেরফের হয় না৷ এছাড়া রোবোট ক্লান্তি বলে কিছু জানে না৷

ছবি: AP

ড. মান বলেন, ‘‘অপারেটর সবসময়ে আমি৷ রোবোট আমার কাজটা সহজ করে দেয়; আমি যা করতে চাই, রোবোট তা পেশেন্টের শরীরে নিখুঁতভাবে করে দেয়৷ আমি যদি রোবোট ছাড়া অপারেশন করি, তাহলে সেটা দু'তিন ঘণ্টার বেশি ভালোভাবে করা সম্ভব নয় – বুঝতেই পারছেন৷ তারপর হাত নড়ে যায়, কিংবা হাত কাঁপতে শুরু করে৷ এখানে সে সব বিপত্তি নেই৷''

কিচেনে তখন চরম ব্যস্ততা৷ প্রতিদিন ১,২০০ মিলের ব্যবস্থা করতে হয়৷ বিভাগ অনুযায়ী রোবোটরা খাবারের ওয়াগনটিকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেয়৷ হাসপাতালের লম্বা করিডর ধরে খাবার পৌঁছে যায় সঠিক বিভাগে৷ মানুষের সাহায্য লাগে না৷ পেশেন্ট বা হাসপাতাল কর্মীরা পথে পড়লে খাবারের গাড়ি সেটা ঠিকমতো কাটিয়ে যায়, সঠিক রাস্তা বেছে নিয়ে আগে থেকে প্রোগ্রাম করা লক্ষ্যে পৌঁছে যায়৷ রোবোট পৌঁছালে সিস্টাররা খবর পান যে, এবার পেশেন্টদের খাবার দেবার সময় হয়েছে৷ নার্স কাটিয়া আর্নস শোনালেন, ‘‘বহু পেশেন্ট এটা দেখে অবাক হয়ে যান৷ অপেক্ষা করেন, রোবোট কখন আসবে অথবা জিগ্যেস করেন, খাবারের ট্রেগুলো কখন নিয়ে যাওয়া হবে৷ যাতে তারা সেটা দেখতে পারেন৷''

মাল-বওয়া রোবোটগুলোর কল্যাণে ২০টা লোকের কাজ বেঁচে গেছে – অবশ্য কারো চাকরি না খেয়ে৷ কেননা লক্ষ্য ছিল অন্য, আউগুস্টা হাসপাতালের মানবসম্পদ বিভাগের মোনিকা বর্গগ্রেবে যা বললেন: ‘‘একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স পাওয়া আজকাল খুব সহজ নয়৷ তার ওপর যদি এই সব নার্সদের দিয়ে এমন সব কাজ করানো হয়, যার সাথে পেশেন্টদের পরিচর্যার কোনো সম্পর্ক নেই, যেমন জিনিসপত্র আনা – তাহলে সেটা একটা অপ্রয়োজনীয় কাজ৷ সেক্ষেত্রে দেখতে হয়, কাজটা আর কারোকে দিয়ে করানো যায় কিনা৷ যা আমরা রোবোটদের দিয়ে করাচ্ছি৷''

শীঘ্রই পেশন্টদের রক্তচাপ বা জ্বর মাপার মতো দৈনন্দিন কাজে রোবোটদের সাহায্য নেওয়া হবে৷ সিস্টার টেম্পারেচার মাপবেন, কিন্তু সেটা নথিবদ্ধ করার কাজ করবে রোবোট, স্বয়ংক্রিয়ভাবে৷ কাজেই নার্সের হাতে পেশেন্টদের জন্য আরো বেশি সময় বাঁচবে৷৷

ডান  হিয়র্শফেল্ড/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ