১৭ বছরের এক জার্মান তরুণকে আটক করেছে ইটালির পুলিশ। তার সঙ্গে এক শিক্ষকও ছিলেন।
বিজ্ঞাপন
এই নিয়ে একমাসে তৃতীয়বার কলোসিয়াম নষ্ট করার জন্য় কাউকে আটক করল ইটালির পুলিশ। রোববার ইটালির এএনএসএ সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার রোমে ঐতিহাসিক কলোসিয়াম দেখতে এসেছিল ১৭ বছরের এক জার্মান যুবক এবং তার শিক্ষক। তারা সেখানে থাকা অবস্থাতেই কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। কারণ, তারা দেখতে পায়, ওই তরুণ কলোসিয়ামের গায়ে আঁচড় কাটছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে আটক করে। তবে তার শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি।
ইতিহাসের চিহ্ন ছড়িয়ে রোমে, কী কী দেখবেন বেড়াতে গেলে?
ইটালির ঐতিহ্যপ্রাচীন শহর রোম৷ কলোসিয়াম নাকি সিস্টিন চ্যাপেল, কীভাবে ঘুরবেন রোমে, দেখে নেওয়া যাক ছবিঘরে..
ছবি: Paolo Gallo/Zoonar/picture alliance
সুপ্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর বহনকারী কলোসিয়াম
১৭০০ বছরের প্রাচীন স্টেডিয়াম কলোসিয়াম৷ গ্ল্যাডিয়েটররা যুদ্ধ করতেন এখানেই৷ বছরের যে কোনও সময়ে বেড়ানোর জন্য আদর্শ৷ তবে বৃষ্টি হলে সাবধানে পা ফেলুন৷ প্রাচীন আমলের পাথরের রাস্তার উপর দিয়ে হাঁটতে হবে আপনাকে৷ কলোসিয়ামের টিকিট কিনুন প্যালাটিন হিল থেকে৷ কলোসিয়ামের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই৷
ছবি: Imago/robertharding
আইকনিক ট্রেভি ফাউন্টেন
এই মাস্টারপিস সারা বিশ্বের ঝরনাধারার অন্যতম৷ লা ডলচে ভিটা সিনেমায় দেখেছেন নিশ্চয়ই৷ রোমের অন্যতম প্রাচীন এই জলধারার জল পান অবশ্য বর্তমানে নিরাপদ নয়৷ সৌভাগ্য ঘিরে থাকবে এমন বিশ্বাস থেকে এ ঝরনায় পয়সা ফেলেন কেউ৷ তবে সেই পয়সা চুরি ফৌজদারি অপরাধ৷
ছবি: picture-alliance/Bildagentur-online/Rossi
আধুনিক শিল্পের প্রথম সংগ্রহশালা
সমসাময়িক শিল্পের ক্ষেত্রে ইটালির প্রথম জাতীয় সংগ্রহশালা প্রমাণ করে যে এই শহর শুধু প্রাচীন স্থাপত্যে থেমে নেই৷ জাহা হাদিদ আর্কিটেক্টস সংস্থা নির্মিত এই সংগ্রহশালা দেখতে খানিকটা কৌণিক৷ ২০১০ সালে এটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়৷ আধুনিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন৷
ছবি: Iwan Baan/Zaha Hadid Architects
রোমান খাবার চাখতেই হবে
কেউ পিত্জা, কেউ বা সুস্বাদু জেলাটো খেতে চান৷ কিন্তু পাস্তা কাচো-ই-পেপে না খেলে হবে? এটা যে বহু পুরনো একটা পদ৷ ক্রিমের একটা সস, স্থানীয় এক ধরনের পনির এবং অল্প এক চিমটে নুন দিয়ে পাস্তা - শুনে জিভে জল এল তো নাকি!
ছবি: Natalia Gdovskaia/Zoonar/picture alliance
শহরের মধ্যে শহর
ভ্যাটিকান বিশ্বের ক্ষুদ্রতম শহর৷ তবে সেখানে যেতে পাসপোর্ট লাগবে না৷ রোমের প্রাণকেন্দ্রে অবস্থিত এ শহরে থাকেন পোপ৷ বিশ্বের অন্যতম ক্ষমতাবান ব্যক্তি তিনি৷ এখানে এলে ভ্যাটিকান সেনার উর্দি, সুইস রক্ষীদের অসামান্য পোশাক এবং সেন্ট পিটার ব্যাসিলিকার সামনে চিত্তাকর্ষক প্লাজাটি দেখতে ভুলবেন না যেন৷
ছবি: Chun Ju Wu/Zoonar/picture alliance
শিল্পপ্রেমীদের আকর্ষণ করবে সিস্টিন চ্যাপেল
সিলিংয়ে রেনেসাঁ যুগের শিল্পী মিকেলাঞ্জেলোর আঁকা ছবি৷ গিনেস বুকের কাহিনি আঁকা সেখানে৷ বতিচেল্লি, কারাভাজ্জো-সহ একাধিক কিংবদন্তি শিল্পীদের আঁকা ছবি রয়েছে ভ্যাটিকান মিউজিয়াম কমপ্লেক্সে৷ তিন হাজার বছরের সুপ্রাচীন সে ছবি দেখতে হলে সংগ্রহশালার ওয়েবসাইটে টিকিট প্রি-বুকিং করুন৷
ছবি: Alessandra Tarantino/AP/picture alliance
পিয়াৎসা নাভোনা
ছবির মতো পিয়াৎসা দেখুন পাশের ক্যাফেতে বসে৷ বারোক-রোমান স্থাপত্যের অন্যতম নিদর্শন পিয়াৎসা নাভোনা৷ পাশে রয়েছে বিখ্যাত ঝরনাধারা৷ এখানকার চার মূর্তি বিশ্বের অন্যতম প্রধান চার নদী গঙ্গা, দানিউব, নীল নদ এবং রিও দে লা প্লাতাকে মনে রেখেই নির্মিত৷
ছবি: Paolo Gallo/Zoonar/picture alliance
গান শুনবেন কোথায়?
তারকা স্থপতি রেনসো পিয়ানো পার্কো ডে লা মুজিকা কমপ্লেক্স নির্মাণ করেন৷ এখানে রয়েছে তিনটি কনসার্ট হল, দুটি সংগ্রহশালা৷ সর্বোত্কৃষ্ট ধ্বনিকে মাথায় রেখে তৈরি ২,৮০০ আসনবিশিষ্ট সালা সান্টা সেসিলিয়া৷ সবচেয়ে বড় এই হলে সেরা সংগীতশিল্পীরা অর্কেস্ট্রার আয়োজন করেন, সংগীত পরিবেশন করেন৷
ছবি: Richard Bryant/Arcaid/picture alliance
সেরা সবুজের হাতছানি
রোমের তৃতীয় বৃহত্তম উদ্যানে হেঁটে বেড়ানোর পাশাপাশি গালেরিয়া বরগেজে যান৷ কিংবদন্তি শিল্পীদের আঁকা ছবি রয়েছে সেখানে৷ শাস্ত্রীয় সংগীত যেমন ওট্টোরিনো রেসপিগির অর্কেস্ট্রা (পাইনস অফ রোম) শুনতে পারেন৷ রয়েছে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারের প্রতিলিপিও৷
পৃথিবীর অন্যতম রোম্যান্টিক শহরে হেঁটে বেড়ান৷ আলতো হাওয়ার স্পর্শ সঙ্গে নিয়ে প্রিয়জনের পাশে দাঁড়িয়ে পন্টে সিস্টো কিংবা পন্টে সান্ট’আঞ্জেলোতে যান সূর্যাস্ত দেখতে৷ ট্রাস্টেভেরের পাশে কোনও পানশালায় গেলে স্ন্যাকসের সঙ্গে খাবারের আগে একটা বিশেষ পানীয় দেয়, তার আস্বাদও নিতে পারেন৷
ছবি: Chun Ju Wu/Zoonar/picture alliance
প্রার্থনার আদর্শ স্থান-দ্য প্যান্থেয়ন
২৫ থেকে ২৭ খ্রিস্টপূর্বের মাঝামাঝি সময়ে রোমান ঈশ্বরের উদ্দেশে প্যান্থেয়ন নির্মিত৷ পরবর্তীতে এটি সম্প্রসারিত হয় রাজা হাদ্রিয়ানের আমলে৷ সাধারণ নাগরিকদের জন্য নির্মিত প্রথম মন্দির এটি৷ প্যান্থেয়নের ভিতরে অকিউলাস দেখতে উপরে তাকালে খেয়াল করুন৷ নয় মিটার ব্যাসের এই ছিদ্র এই স্থাপত্যের আলোর উত্স৷
ছবি: DPR/picture alliance
11 ছবি1 | 11
কর্তৃপক্ষ জানিয়েছেন, একতলায় একটি ইঁটের কার্ভিংয়ে আঁচড় কাটছিল ওই যুবক। জায়গাটির সামান্য ক্ষতি হয়েছে। কেন সে এ কাজ করছিল, তা এখনো স্পষ্ট নয়।
শুক্রবার এক সুইস তরুণীকে ওই একই কাজ করতে দেখা গেছিল কলোসিয়ামে। নিজের নামের আদ্যাক্ষর লেখেরা চেষ্টা করছিল সে। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আপাতত কয়েকদিনের জেল এবং ১৫ হাজার ইউরো জরিমানা হয়েছে তার।
চলতি মাসে আরো এক ব্যক্তিকে ওই একই কারণে কলোসিয়ামে আটক করা হয়েছিল। তাকেও একই শাস্তি দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি সংবাদ সংস্থাকে জানিয়েছে, কলোসিয়ামের ইতিহাস নিয়ে সে সচেতন ছিল না। এটি যে এত পুরনো অ্যাম্পিথিয়েটার তা সে জানতো না। সে কারণেই তার উপর নাম লেখার চেষ্টা করেছিল সে।