1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ ইউরো’র কনসার্ট

২৭ অক্টোবর ২০১২

পাঁচ বছর আগে শেষ কনসার্ট করেছিল ব্রিটিশ ব্যান্ড রোলিং স্টোনস৷ এবার দলের ৫০ বছর পূর্তিতে ব্রিটেন ও অ্যামেরিকায় চারটি কনসার্ট করার ঘোষণা দিয়েছে তারা৷

The Rolling Stones 'pop' group from left Brian Jones, Keith Richard, Mick Jagger, Charlie Watts and Bill Wyman, board a New York bound Airliner at London Airport October 23, 1964. They were off on a U.S. Tour. (ddp images/AP Photo/Victor Boyton)
ছবি: AP

তারই প্রস্তুতি চলছে প্যারিসে৷ এতোদিন পর বড় কনসার্ট করার আগে নিজেদের ঝালাই করে নিতে বৃহস্পতিবার প্যারিসের একটি ছোট্ট ক্লাবে কনসার্টে অংশ নিয়েছেন মিক জ্যাগাররা৷

মাত্র সাড়ে তিনশো দর্শক সেই কনসার্ট উপভোগ করতে পেরেছেন৷ এবং মাত্র ১৫ ইউরোর টিকিট কেটে! যেখানে ব্রিটেনে অনুষ্ঠেয় দুটি কনসার্টের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ ইউরো করে৷

বৃহস্পতিবার রাতে কনসার্টটি করার ঘোষণা দেয়া হয় সেদিন সকালে, দলের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে৷ জানানো হয় দুপুর ১২ টা থেকে টিকিট দেয়া হবে৷ কিন্তু কীভাবে কীভাবে যেন বুধবার থেকেই কনসার্টের গুজব শুনতে পায় ফ্যানরা৷ ফলে বুধবার রাত থেকেই টিকিটের জন্য তারা নির্দিষ্ট দোকানের সামনে অপেক্ষা করতে থাকে৷ এক পর্যায়ে লাইন এতো বড় হয়ে যায় যে দুপুর বারোটা থেকে টিকিট দেয়ার কথা থাকলেও দুঘণ্টা আগেই সেই কাজটা শুরু করতে হয়েছিল৷

শুরুতে আধাঘণ্টা কনসার্ট করার কথা থাকলেও শেষ পর্যন্ত এক ঘণ্টা ২০ মিনিট ধরে দর্শক মাতিয়ে রেখেছিলেন রোলিং স্টোনসের ‘বুড়ো' শিল্পীরা৷ কেননা তাদের সর্বকনিষ্ঠের বয়স ৬৫৷ আর ভোকালিস্ট জ্যাগারের বয়স ৬৯৷

কনসার্টে উপস্থিত এক দর্শক বলেছেন, মাত্র ১৫ ইউরোতে রোলিং স্টোনসের কনসার্ট - অসাধারণ!

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ