1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের উপর নির্যাতন হয়নি

৪ জানুয়ারি ২০১৭

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের সহিংসতা তদন্তে গঠিত একটি কমিশন রোহিঙ্গাদের উপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্যাতন চালানোর অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে৷

Children recycle goods from the ruins of a market which was set on fire at a Rohingya village outside Maugndaw in Rakhine state
রাখাইন রাজ্যের এই গ্রামের বাজারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়ছবি: Reuters/Soe Zeya Tun

বুধবার প্রকাশিত কমিশনের অন্তবর্তী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে৷ দেশটির সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কমিশন বলছে, ‘‘অশান্তি বিরাজ করা এলাকাগুলোতে ‘বেঙ্গলি’ (রোহিঙ্গাদের এভাবেই ডাকে মিয়ানমার) জনসংখ্যার পরিমাণ ও মসজিদসহ সেখানকার অন্যান্য ধর্মীয় ভবনগুলোর অবস্থা এটিই প্রমাণ করছে যে, সেখানে কোনো ধরণের গণহত্যা কিংবা ধর্মীয় নিপীড়নের ঘটনা ঘটেনি৷’’

সেনাবাহিনীর সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে গঠিত ঐ কমিশন নারী ধর্ষণের ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়া যায়নি বলেও জানিয়েছে৷ রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন লাগানো, অবৈধভাবে গ্রেপ্তার আর নিপীড়ন করার বিষয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে কমিশন৷

রোহিঙ্গাদের উপর মিয়ানমার পুলিশের নির্যাতন চালানোর একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর কমিশনের এই প্রতিবেদনটি প্রকাশিত হলো৷ ঐ ভিডিওর প্রেক্ষিতে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে৷

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে নিপীড়িত হওয়া থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে৷ তারাই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ করছেন৷ আন্তর্জাতিক সম্প্রদায়ও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে৷ তবে মিয়ানমার সরকার এখন পর্যন্ত এসব অভিযোগ অস্বীকার করে আসছে৷ তারা রোহিঙ্গাদের দেশটির সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীর অংশ মনে করে না৷ বরং তাদের (রোহিঙ্গা) বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে মনে করে মিয়ানমার সরকার৷

জেডএইচ/এসিবি (এএফপি)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ