রোহিঙ্গাদের নৌকা ভিড়তে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
২৩ এপ্রিল ২০২০
শিশু, নারীসহ প্রায় ৫০০ রোহিঙ্গা নিয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা দুটি ট্রলার বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
বিজ্ঞাপন
অ্য়ামনেস্টি ইন্টারন্য়াশনাল বলছে, করোনা ভাইরাস ছড়াতে পারে এই কারণ দেখিয়ে মালয়েশিয়া ঐ ট্রলার দুটি তাদের উপকূলে ভিড়তে দেয়নি।
মানবপাচারকারীদের মাধ্য়মে রোহিঙ্গারা মালয়েশিয়ায় যাচ্ছিল বলে জানা গেছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্য়ে সংঘর্ষের পর সেখান থেকে ট্রলার দুটি আসতে পারে, কিংবা ‘অন্য় কোথাও' থেকেও আসতে পারে। আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না বলেও জানান তিনি।
তবে রোহিঙ্গাদের উদ্ধার করতে বাংলাদেশের প্রতি আহ্ৱান জানিয়েছে অ্য়ামনেস্টি ইন্টারন্য়াশনাল।
রোহিঙ্গা নিয়ে কী বলছেন বিশ্ব নেতারা?
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্যতম অ্যাজেন্ডা রোহিঙ্গা ইস্যু৷ অধিবেশনের পাশাপাশি চলা বিভিন্ন সেমিনারে ইতোমধ্যে এ নিয়ে কথা বলছেন বিশ্ব নেতারা৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
দ্রুত সমাধান চান মাহাথির
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ৷ এটি একটি আন্তর্জাতিক ইস্যু বলে মন্তব্য করেন তিনি৷
ছবি: Reuters
টেকসই প্রত্যাবাসন চায় চীন
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যেন নিরাপদে ও স্থায়ীভাবে নিজ দেশে বাস করতে পারে সে পরিস্থিতি চায় চীন৷ বাংলাদেশ ও মিয়ানমারের কূটনীতিকদের সাথে এক আলোচনা শেষে গণমাধ্যমকে একথা জানান চীনের কূটনীতিকরা৷
ছবি: Reuters/L. Jackson
আলাদা জমির দাবি
রোহিঙ্গাদের জন্য শিবির বানিয়ে দিতে বাংলাদেশের কাছে জমি বরাদ্দের দাবি জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু৷ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের সমস্যার বোঝা বহনের আহ্বানও জানান তিনি৷ তিনি বলেন, ‘‘আমরা বাংলাদেশের কাছে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প তৈরি করতে জমি বরাদ্দ চেয়েছি৷ আমরা তুরস্কে অবস্থানরত সিরিয়ার শরণার্থীদের জন্য শিবির তৈরি করেছি যা এখন বিশ্বের সবচেয়ে ভালো শিবির৷’’
ছবি: AFP/A. Altan
ত্রিপাক্ষিক কমিটি গঠনের প্রস্তাব
রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে নিজেদের যুক্ত করে ত্রিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছে চীন৷ এ লক্ষে তারা বাংলাদেশ ও মিয়ানমারের কূটনীতিকদের সাথে একটি আলোচনা সভাও করেছে৷
ছবি: picture-alliance/AP Photo/V. Yu
সুনির্দিষ্ট প্রস্তাব শেখ হাসিনার
রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ে চারটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এর মধ্যে রয়েছে, জাতিগত নিধন বন্ধ করা, রাখাইনে ‘সেফ জোন’ গড়ে তোলা ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের পুনর্বাসন নিশ্চিত করা৷ শুক্রবার সাধারণ পরিষদের সভায় এ প্রস্তাব বিশ্ব নেতাদের সামনে তুলে ধরার কথা শেখ হাসিনার৷
ছবি: PID
5 ছবি1 | 5
আর রোহিঙ্গারা দারুণ ঝুঁকির মধ্য়ে আছে বলে উদ্ৱেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। তারা শরণার্থীদের জন্য় দুয়ার বন্ধ না করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্ৱান জানিয়েছে।
গত সপ্তাহে প্রায় চারশ রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার বাংলাদেশে ভিড়েছিল। দুই মাস আগে সেটি মালয়েশিয়ার উদ্দেশ্য়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু ঢুকতে না পেরে ফিরে আসে। খাবারের অভাবে ট্রলারে থাকা বেশ কয়েকজন মারা যান বলে জানিয়েছেন রোহিঙ্গারা। মরদেহগুলো সাগরে ফেলে দেয়া হয়েছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
হত্যা, নির্যাতনের মুখে মিয়ানমার ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের সবচেয়ে বড় অংশটি আশ্রয় নিয়েছে বাংলাদেশে৷ এতে স্থানীয়দের জীবনে এসেছে কিছু পরিবর্তন৷ বিভিন্ন ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছেন রোহিঙ্গাদের একাংশ৷ দেখুন ছবিঘরে...
ছবি: bdnews24.com
মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ
গত মে মাসে আন্তর্জাতিক গণমাধ্যমে খুব গুরুত্ব পেয়েছিল খবরটি৷ রমজান মাসে একাধিক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে চার ব্যক্তিকে আটক করে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী৷ আটককৃতদের মধ্যে দু’জন ছিলেন রোহিঙ্গা৷ পুলিশ জানায়, রোজার সময় কুয়ালালামপুর এবং আশেপাশের এলাকায় অনেক মানুষকে হত্যা ও সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল ওই চারজন৷ আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
ছবি: DW/V. Hölzl
জার্মান সাংবাদিকদের উপর হামলা
গত ফেব্রুয়ারিতে মা ও দুই শিশু কন্যাকে অপহরণের অভিযোগ তুলে কক্সবাজারের উখিয়ায় তিন জার্মান সাংবাদিকসহ চার ব্যক্তির ওপর হামলা চালায় রোহিঙ্গারা৷ হামলার সময় সাংবাদিকদের গাড়ি ভাংচুর করে লুটপাট চালানো হয়৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
ছবি: DW/S. Kumar Dey
মাদক পাচারে রোহিঙ্গা
দু’ দিন আগে টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করে কোস্টগার্ড জওয়ানেরা৷ এমন খবর এর আগেও এসেছে সংবাদমাধ্যমে৷ আরো জানতেক ওপরের + চিহ্নে ক্লিক করুন...
ছবি: picture alliance/JOKER
হামলা, হত্যাসহ নানা অপরাধ
রোহিঙ্গাদের হামলা, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়ানোর খবর আসছে ২০১৭ সাল থেকে৷ সে বছর এক মাসে রোহিঙ্গাদের অন্তত ৩০টি অপরাধের ঘটনা রেকর্ড করে টেকনাফ ও উখিয়া থানা৷ রোহিঙ্গাদের হামলায় তখন কমপক্ষে দু’জন পুলিশও আহত হয়৷ আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
ছবি: bdnews24.com
বৌদ্ধদের ঘরে আগুন লাগানোর চেষ্টা
এক বৌদ্ধ তরুণ ফেসবুক পোস্টে কোরানের অবমাননা করেছেন— এমন অভিযোগ তুলে ২০১২ সালে রামুতে ৩০০ বছরের পুরোনো এক বৌদ্ধ মন্দিরে হামলা চালানো হয়৷ জ্বালিয়ে দেয়া হয় সেই মন্দির৷ স্থানীয় বৌদ্ধরা তখন থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ রাতে বৌদ্ধদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে অনেকবার৷ এ অব্স্থায় বৌদ্ধঅধ্যুষিত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে৷ আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
ছবি: Reuters
ক্রসফায়ারে রোহিঙ্গা ‘সন্ত্রাসী’
সম্প্রতি পুলিশ জানায়, গত দুই বছরে কক্সবাজার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ৩৩ জন রোহিঙ্গা৷ পুলিশের দাবি, নিহতরা বিভিন্ন ধরনের অপরাধকর্মে জড়িত ছিলেন৷ তবে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস বলেছে, ওই ৩৩ জন ক্যাম্পের বাইরে নিহত হয়েছেন বলে তারা রোহিঙ্গা কিনা সে বিষয়টি নিশ্চিত নয়৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগও নিচ্ছেন অনেকে৷ ফলে কক্সবাজারে দেহব্যবসায় জড়িয়ে পড়েছেন অনেক রোহিঙ্গা মেয়ে৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
ছবি: DW/Arafatul Islam
মোবাইল ব্যবহার
রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইন-শৃংখলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গাদের আর মোবাইল ব্যবহারের সুযোগ না দেয়ার জন্য অপারেটরদের নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোহিঙ্গাদের কাছে অন্তত পাঁচ লক্ষ মোবাইল রয়েছে৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
ছবি: Reuters/M. Ponir Hossain
ধ্বংসের মুখে কক্সবাজারের বন
গত এপ্রিলে ‘অ্যামেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স' সাময়িকীতে ‘রোহিঙ্গা শরণার্থী এবং পরিবেশ' শীর্ষক এক প্রবন্ধে জানানো হয় ২০১৭ সালে সাড়ে সাত লাখ রোহিঙ্গা আসার পর টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য, হিমছড়ি ও ইনানী জাতীয় উদ্যানের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে৷ এতে দুই হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...