1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাক করছে ভারত

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৯ অক্টোবর ২০১৭

বাংলাদেশ ও ভারতের সাতক্ষীরা সীমান্তে রোহিঙ্গাদের পুশব্যাক ও পাল্টা পুশব্যাকের ঘটনা ঘটেছে৷ ভারত যাতে সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাক করতে না পারে, সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে৷

Bangladesch Rohingya Flüchtlinge
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

বাংলাদেশ ও ভারতের সাতক্ষীরা সীমান্তে রোহিঙ্গাদের পুশব্যাক ও পাল্টা পুশব্যাকের ঘটনা ঘটেছে৷ ভারত যাতে সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাক করতে না পারে, সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে৷

চলতি মাসের প্রথম সপ্তাহে কয়েক দফায় ৩৯ জন রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে সাতক্ষীরার সীমান্ত থেকে বাংলাদেশে পুশব্যাক করে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ৷ তাদের মধ্যে ১৯ জন রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি একই সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠায় ১১ অক্টোবর৷ পরের দিন, অর্থাৎ ১২ অক্টোবর বিজিবি তাঁদের মধ্য থেকে ১৮ জনকে আবার বাংলাদেশে ফেরত পাঠায়৷ এরপর নতুন করে এই পুশব্যাকের ঘটনা না ঘটলেও বাংলাদেশের সীমান্ত রক্ষীরা সতর্ক অবস্থায় রয়েছেন৷ তাঁরা ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বড় আকারের পুশব্যাকের আশঙ্কা করছেন৷ যাঁদের পুশব্যাক করা হচ্ছে তাঁদের মধ্যে কয়েক বছর আগে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাও আছেন৷

লে. কর্নেল আরমান হোসেন

This browser does not support the audio element.

ভারত থেকে পুশব্যাক হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের একজন আব্দুর রহিম৷ তিনি বাংলাদেশে পুশব্যাক হয়ে আসার পর সংবাদ মাধ্যমকে জানান, ‘‘মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার হারিদং এলাকায় আমার বাড়ি-ঘর৷ ২০১৪ সালে মিয়ানমারে সহিংসতা হলে আমরা জীবন বাঁচাতে পালিয়ে ভারতে চলে যাই৷ সম্প্রতি মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দেওয়ার খবর শুনে ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের বলেছে, ‘তোমরা এই দেশের না, তোমরা পরদেশি, তোমাদের এদেশে ঠাঁই হবে না৷ তোমরা বাংলাদেশে চলে যাও৷' আমি আমার স্ত্রী ও কন্যাকে নিয়ে ওখানে (ভারতে) তিন বছর অবস্থান করেছি৷ সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতাম৷ শুনেছি, আমার বাবা-মা বর্তমানে বাংলাদেশে চলে এসেছেন৷''

রহিম আরও বলেন, ‘‘১০ অক্টোবর গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়৷ এপাড়ে আসার পর বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী আটক করে৷''

 বাংলাদেশের সাতক্ষীরা জেলার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত৷ সাতক্ষীরা ৩৮ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন ডয়চে ভেলেকে জানান, ‘‘সীমান্তের ওপারে বিএসএফ রোহিঙ্গাদের জড়ো করছে৷ তাঁদের বাংলাদেশে পাঠানোর হয়তো চেষ্টা করছে বিএসএফ৷ আমরা তাই সীমান্তে নজরদারী বাড়িয়েছি৷ সীমান্তে অতিরিক্ত ফোর্স সোতায়েন করেছি৷ আর স্থানীয় লোকজনও আমাদের সহায়তা করছে৷ যেখানে আমাদের ফোর্স নাই সেখানে স্থানীয় লোকজন পাহারা দিচ্ছে৷'' 

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের পুশব্যাক করছে ভারত৷ কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এ পর্যন্ত ২২ জন রোহিঙ্গাকে ধরে স্থানীয় বিজিবি ক্যাম্পে দিয়েছি৷ সেখান থেকে তাঁদের কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে৷ অন্যান্য এলাকা থেকেও পুশব্যাক করা হচ্ছে৷'' 

আমিনুল ইসলাম লাল্টু

This browser does not support the audio element.

তিনি জানান, ‘‘পুশব্যাকের শিকার রোহিঙ্গারা জানিয়েছেন, ভারতে প্রবেশের পর বিএসএফ তাঁদের আটক করে৷ আটকের পর বলে তোমাদের থাকা-খাওয়ার অনেক ভালো ব্যবস্থা আমরা বাংলাদেশে করেছি৷ সেখানেই তোমরা ভালো থাকবে৷ এইভাবে বুঝিয়ে বাংলাদেশে পাঠায়৷''

বিএসএফ-এর একজন কর্মকর্তা এএফপিকে জানান, ‘‘যেসব রোহিঙ্গা প্রথমদিকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে, আমরা তাঁদের আটক করে স্থানীয় পুলিশের হেফাজতে দিয়েছি৷ কিন্তু এখন আমাদের পরিস্কার নির্দেশনা হলো, কোনো রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করলে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে৷''

বাংলাদেশে সর্বশেষ যে ১৮ জন রোহিঙ্গাকে ভারত পুশব্যাক করেছে, তাঁরা এখন কোথায় আছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে একটি সূত্র জানায়, তাঁদের ফের ভারতে পুশব্যাক করা হয়েছে৷ স্থানীয় সূত্র জানায়, যাঁদের বিএসএফ পুশব্যাক করেছে, তাঁদের সবাইকে যে আবার ভারতে পুশব্যাক করা হয়েছে, তা নয়৷ স্থানীয় হিসেবে এ পর্যন্ত ভারত ৫৭ জন রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বাংলাদেশে৷ তাঁদের মধ্যে ১৮ জনকে বিজিবি আবার ভারতে পাঠিয়ে দিয়েছে৷ বাকিদের কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে৷ যাঁদের বিএসএফ পুশব্যাক করেছে, তাঁদের মধ্যে ২৫ আগস্টের পরেই শুধু নয়, তার আগে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গারাও আছেন৷

বাংলাদেশে এখন প্রায় সাড়ে নয় লাখ রোহিঙ্গা শরণার্থী আছে৷ তাঁদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ ২৪ আগস্ট চেকপোস্টে হামলার পর মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের মুখে পালিয়ে এসেছে৷ বাকি চার লাখ আগে এসেছিলো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ