1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের বিরুদ্ধে কিশোর অপহরণের অভিযোগ

৭ অক্টোবর ২০২২

টেকনাফে রোহিঙ্গা বন্দুকধারীরা এক কিশোরকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ সময় অপহরণকারীদের হাত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন আরেক যুবক৷

ছবি: Zobaer Ahmed/DW

এর আগে পাঁচ বাংলাদেশিকে অপহরণের সময় তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এলেও দুইজনকে অপহরণ করে বন্দুকধারী ‘রোহিঙ্গা'রা৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম৷

‘অপহৃত' আব্দুর রহমান ওরফে আবছার (১৬) ওই এলাকার মোহাম্মদ উল্লাহের ছেলে৷ গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ (৩০) একই এলাকার সোনা আলীর ছেলে৷

ইউপি সদস্য সদস্য নুরুল ইসলাম বলেন, সকালে বড়ডেইল পাহাড়ি এলাকায় পানের বরজে কাজ করতে যান আবছার ও শরীফ৷ এ সময় গহীন পাহাড় থেকে একদল ‘রোহিঙ্গা' অস্ত্রধারী অতর্কিতে তাদের ওপর হামলে পড়ে৷

‘‘এক পর্যায়ে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা' কিশোর আবছারকে অস্ত্রের মুখে জিন্মি করে৷  এ সময় শরীফ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে  অপহরণকারীরা৷ এতে তিনি গুলিবিদ্ধ হন৷ পরে কিশোর আবছারকে অপহরণ করে নিয়ে যায়৷

‘‘স্থানীয়রা গুলিবিদ্ধ শরীফকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা৷’’ ঘটনার ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান এই ইউপি সদস্য৷

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ‘‘ ঘটনার ব্যাপারে জনপ্রতিনিধিসহ স্থানীয়রা পুলিশকে অবহিত করেছেন৷ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে৷’’

গত ২৯ সেপ্টেম্বর পাঁচ জন স্থানীয় বাংলাদেশিকে অপহরণের সময় তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এলেও দুই জনকে অপহরণ করে ‘রোহিঙ্গা' অস্ত্রধারীরা৷ পরে অপহৃত দুইজন ‘মুক্তিপণ দিয়ে' ছাড়া পান৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ