1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের ‘মগজ ধোলাই’ করা হচ্ছে: মন্ত্রী

৪ ডিসেম্বর ২০১৮

মিয়ানমারের দিকে ‘ছুটে চলতে’ বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের ‘মগজ ধোলাই’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের ধর্মমন্ত্রী থুরা অং কো৷ গত ২৭ নভেম্বর এক বৌদ্ধ ধর্মগুরুর শেষকৃত্য অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন৷

Bangladesch Rohingya Flüchtlinge in Kutupalong Flüchtlingslager
ছবি: picture-alliance/NurPhoto/T. Chowdhury

তাঁর মন্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে ‘রেডিও ফ্রি এশিয়া’৷ সাবেক সামরিক কর্মকর্তা অং কো বলেন, ‘‘তাদের ফিরে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য হুমকি স্বরূপ হবে৷''

২০১৬ সালে সু চি ক্ষমতায় আসার পর মন্ত্রীত্ব পাওয়া এই ধর্মমন্ত্রী বলেন, ‘‘মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যেখানে দুই বা এক সন্তান নীতিতে বিশ্বাসী, সেখানে একটি চরমপন্থি ধর্ম তিন থেকে চারটি বিয়ে ও ১৫ থেকে ২০টি করে সন্তান নিতে উৎসাহ দিয়ে থাকে৷ মুসলিম জনসংখ্যা বাড়তে থাকলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হুমকির মুখে পড়বে৷ তারাই সংখ্যালঘু হয়ে পড়বে৷’’ পরবর্তীতে ‘চরমপন্থি ধর্ম’ বলতে তিনি ‘বাঙালিদের’ বুঝিয়েছেন বলে জানিয়েছেন৷

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসেমিয়ানমারের সেনা তাণ্ডবের মুখে প্রায়সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে৷ পরবর্তীকালে দুই দেশের সরকারের আলোচনা সাপেক্ষে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে আড়াই হাজারের বেশি শরণার্থীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে রোহিঙ্গা শরণার্থীরা ফিরতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত কার্যকর করা এখনও সম্ভব হয়নি৷ ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা তাদের নিরাপত্তা ও নাগরিকত্ত্বের নিশ্চয়তা দাবি করেছে৷ তাই পুনর্বাসন প্রকল্প আপাতত স্থগিত আছে৷ 

এফএ/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ