মুসলমানদের স্বার্থ রক্ষায় গঠিত সংগঠন ওআইসি বৃহস্পতিবার মিয়ানমারে রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে আলোচনা করবে৷ সংগঠনের সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেবেন৷
বিজ্ঞাপন
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ওআইসির এই একদিনব্যাপী বিশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে৷ সম্মেলন শেষে একটি প্রজ্ঞাপন জারি করা হবে৷ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হবে৷ এছাড়া রাখাইন রাজ্যে ইতিমধ্যে মানবাধিকার পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে সেটি যেন আর না বাড়ে সেই ব্যবস্থা নিতে মিয়ানমারকে অনুরোধ করবে ৫৭টি মুসলিমপ্রধান রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ওআইসি৷ নির্যাতনের শিকার হওয়ার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা যেন নিরাপদে তাদের এলাকায় ফিরতে পারে সে ব্যবস্থা করতে দেশটির প্রতি আহ্বান জানানো হবে৷
রোহিঙ্গাদের কাছে যেন বাধাহীনভাবে মানবিক সাহায্য পৌঁছে দেয়া যায় সেজন্য মালয়েশিয়া মিয়ানমারের উপর চাপ তৈরি করবে বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমান৷
জাতিসংঘের হস্তক্ষেপ কামনা
ওআইসির সম্মেলন শুরুর আগে সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাবেন মিয়ানমার বিষয়ক ওআইসির প্রতিনিধি সৈয়দ হামিদ আলবার৷ সম্মেলনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন৷ হামিদ আলবার বলেন, ‘‘রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন, নিপীড়ন যেন আর না বাড়ে সেটি নিশ্চিত করতে জাতিসংঘের এগিয়ে আসা উচিত৷'' গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্ততপক্ষে ৮৬ জন রোহিঙ্গা নিহত হওয়া ও প্রায় ৬৬ হাজার রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘‘এটি এখন আর শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আন্তর্জাতিক উদ্বেগেরও৷''
জীবিকার তাগিদে উত্তাল সাগর পাড়ি
উত্তাল সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে আফ্রিকার অনেক নাগরিক ইউরোপে যায়৷ কিন্তু সুখের দেখা কি মেলে?
ছবি: Reuters
নড়বড়ে জলযানে উত্তাল সাগর পাড়ি
এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর গ্রীষ্মে কাজের খোঁজে হাজার হাজার আফ্রিকান নাগরিক উত্তাল সাগর পাড়ি দিয়ে ইটালির দক্ষিণাঞ্চলে পৌঁছেন৷
ছবি: picture-alliance/dpa
অস্থায়ী বাসস্থান
কোনোমতে সাগর পাড়ি দিতে পারলে অভিবাসীদের থাকার ব্যবস্থা হয় ছবির এমন পরিবেশে, একটি বস্তিতে৷ সেখানে থেকে তাঁরা সবজি বা ফল পাড়ার কাজ খোঁজেন৷ কিন্তু এসব পণ্যের মূল্য কমে যাওয়ায় ইদানীং বেশি কাজ পাওয়া যাচ্ছে না৷
ছবি: DW/J.Hahn
‘ইউরোপীয় বস্তি’
প্রায় এক হাজার আফ্রিকান নাগরিক বাস করেন দক্ষিণ ইটালির আপুলিয়ার এই বস্তিতে৷ ‘দ্য ঘেটো’ নামে পরিচিত সেই আবাসস্থলে নেই বিদ্যুৎ, নেই টয়লেট, এমনকি নেই পানিও৷ তারপরও গ্রীষ্মকাল এলেই সেখানে আগন্তুকের সংখ্যাটা বাড়ে৷ কারণ আবহাওয়া উপকূলে থাকায় ইদানীং আরও বেশি সংখ্যক আফ্রিকান সাগর পাড়ি দিতে আগ্রহী হচ্ছেন৷
ছবি: DW/J.Hahn
সাইকেলই ভরসা
‘দ্য ঘেটো’-তে বেঁচে থাকতে হলে একজনের উদ্ভাবনী ক্ষমতা থাকা প্রয়োজন৷ আর সেটা যদি হয় সাইকেল ঠিক করার দক্ষতা তাহলে ভালো৷ কেননা সাইকেলে করেই অভিবাসীরা কাজের খোঁজে বের হন৷ অনেকে সাইকেল ধারও নেন৷
ছবি: DW/J.Hahn
অর্থনৈতিক সংকট
‘দ্য ঘেটো’র সবচেয়ে কাছের বড় শহর ফোগিয়া, যেটা ১৫ কিলোমিটার দূরে অবস্থিত৷ অভিবাসীরা সাধারণত সেখানেই কাজের খোঁজ করেন৷ তবে অর্থনৈতিক সংকটের কারণে সেখানে বেকারত্বের সংখ্যা বাড়ছে৷
ছবি: DW/J.Hahn
আশা যেন নিরাশা
ইবরা এমবেকে ফল (বামে) এবং নাগর সার (ডানে)৷ সেনেগালের এই দুই নাগরিক জানেন ইটালিতে টাকা আয় করা কতটা কঠিন৷ ইবরা ঘণ্টা প্রতি সাড়ে তিনশো টাকায় টমেটো তোলার কাজ করেন৷ তবে এর একটা অংশ চলে যায় মাফিয়াদের কাছে৷
ছবি: DW/J.Hahn
বাংলাদেশিদের লক্ষ্য মালয়েশিয়া
আফ্রিকানদের যেমন ইউরোপ তথা ইটালি, বাংলাদেশিদের তেমন স্বপ্নের দেশ মালয়েশিয়া৷ কক্সবাজার থেকে ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে সেখানে যেতে আগ্রহী হন অনেক বাংলাদেশি বেকার যুবক৷ এমনটা করতে গিয়ে মারা পড়েন অনেকেই৷
ছবি: Reuters
7 ছবি1 | 7
রোহিঙ্গাদের পরিস্থিতির উন্নয়নে ওআইসির জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া উচিত বলেও মনে করেন হামিদ আলবার৷ ‘‘আমরা কম্বোডিয়া ও রুয়ান্ডার মতো গণহত্যা আর দেখতে চাই না'', বলেন তিনি৷
স্বাধীন কমিশন গঠনের আহ্বান
রাখাইন রাজ্য রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতন, নিপীড়নের অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে মিয়ানমারের ৪১টি সংগঠন৷ এর মধ্যে নারী অধিকার বিষয়ক সংস্থা সহ আছে মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান৷ বুধবার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানায়৷
এর আগে অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করেছিল মিয়ানমার সরকার৷ চলতি মাসের শুরুতে প্রকাশিত ঐ কমিশনের প্রতিবেদনটি মানবাধিকার সংস্থাগুলোর কাছে ‘হাস্যকর' মনে হয়েছিল৷ কারণ কমিশন বলেছিল, রোহিঙ্গাদের উপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্যাতন চালানোর অভিযোগ নাকি সত্য নয়৷
এদিকে, মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়াংহি লী রাখাইন রাজ্যে তাঁর তদন্ত বিষয়ক সফর শুক্রবার শেষ করবেন বলে জানা গেছে৷
জেডএইচ/ডিজি (এপি, রয়টার্স, ডিপিএ)
বাংলাদেশে আসা রোহিঙ্গাদের কথা
জাতিসংঘের ত্রাণকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নভেম্বরের ১৯ থেকে ২১ তারিখ, এই তিনদিনে বাংলাদেশে মিয়ানমার থেকে শত শত রোহিঙ্গা প্রবেশ করেছে৷
ছবি: Reuters/M.P.Hossain
সহিংসতা
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ৮৬ জন প্রাণ হারিয়েছে৷ গৃহহীন হয়েছে প্রায় ৩০ হাজার জন৷ অক্টোবরের ২৭ তারিখে তোলা এই ছবিতে ঐ রাজ্যের একটি গ্রামের বাজার দেখা যাচ্ছে, যেটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল৷ শিশুরা সেখান থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করছে৷
ছবি: Reuters/Soe Zeya Tun
পালিয়ে বাঁচা
সহিসংতা থেকে বাঁচতে নভেম্বরের ১৯ থেকে ২১ তারিখ শত শত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণকর্মীরা৷ উপরের ছবিটি ২১ নভেম্বরের৷ কক্সবাজারের কুটুপালাং শরণার্থী কেন্দ্রে বসবাসরত রোহিঙ্গা নারীরা নতুন আসা শরণার্থীদের দেখছেন৷
ছবি: Reuters/M.P.Hossain
নতুন শরণার্থী
মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পার হয়ে কুটুপালাং শরণার্থী কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন নতুন শরণার্থীরা৷
ছবি: Reuters/M.P.Hossain
ধরা পড়ায় কান্না
অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাদের ধরেছে৷ মুসলিম নারী ও তাঁর সন্তানরা তাই কাঁদছেন৷
ছবি: Reuters/M.P.Hossain
অপেক্ষা
কুটুপালাং ক্যাম্পে ঢোকার অপেক্ষায় নতুন আসা রোহিঙ্গারা৷
ছবি: Reuters/M.P.Hossain
সন্তানসহ মা
মুসলিম এই রোহিঙ্গা নারী তাঁর সন্তানকে নিয়ে কুটুপালাং শিবিরে ঢোকার অপেক্ষায় আছেন৷
ছবি: Reuters/M.P.Hossain
শরণার্থী শিশু
কুটুপালাং শরণার্থী কেন্দ্রের রোহিঙ্গা শিশুরা স্কুলে পড়াশোনার ফাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে৷
ছবি: Reuters/M.P.Hossain
আদি বাসিন্দা
কুটুপালাং ক্যাম্পে নিজেদের বাড়িতে শিশুরা৷
ছবি: Reuters/M.P.Hossain
বাড়ির আঙিনায়
একজন রোহিঙ্গা নারী তাঁর সন্তানদের সঙ্গে নিয়ে কুটুপালাং শরণার্থী শিবিরে তাঁর বাড়ির সামনে বসে আছেন৷