রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসওর গোলাগুলিতে নিহত ৫
৭ জুলাই ২০২৩বিজ্ঞাপন
শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে উখিয়ার আট ডব্লিউ ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনা ঘটে।
এবিপিএন আট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমীর জাফর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলিতে ঘটনাস্থলে তিন জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন।
নিহতদের সবাই আরসার সদস্য বলে জানা গেছে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। একজনের পরিচয় পাওয়া যায়নি।
আমীর জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, "রোহিঙ্গা সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে।’’
জেকে/কেএম (ডেইলি স্টার)