1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসওর গোলাগুলিতে নিহত ৫

৭ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন।

Bangladesh I Rohingya Refugee Camp in Cox's Bazar
মিয়ানমার থেকে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়৷ ফাইল ফটো৷ ছবি: Kazi Salahuddin Razu/NurPhoto/picture alliance

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে উখিয়ার আট ডব্লিউ ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

এবিপিএন আট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমীর জাফর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলিতে ঘটনাস্থলে তিন জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন।

নিহতদের সবাই আরসার সদস্য বলে জানা গেছে।

নিজেদের কথা শোনাতে লড়ছে রোহিঙ্গা নারীরা

15:35

This browser does not support the video element.

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। একজনের পরিচয় পাওয়া যায়নি।

আমীর জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, "রোহিঙ্গা সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে।’’

জেকে/কেএম (ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ