1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ক্যাম্পে করোনায় প্রথম মৃত্যু

২ জুন ২০২০

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক রোহিঙ্গাসহ ৩৭ জনের মৃত্যু হয়েছে৷ এ নিয়ে দেশে মোট মৃত্যু ৭০৯ জন৷

রোহিঙ্গা ক্যাম্পে সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে নৌবাহিনীছবি: DW/Abdur Rahman

বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হয়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে সোমবার ৭১ বছরের এক বৃদ্ধা কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যান৷ পরে পরীক্ষায় জানা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন৷

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজার বরাত দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার এ খবর নিশ্চিত করে৷

সরকারি হিসাব অনুযায়ী রোহিঙ্গা শিবিরে এ পর্যন্ত অন্তত ২৯ জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে৷ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৩৪টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে আছে৷

রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যবিধি মানার সুযোগ কতটা?

03:47

This browser does not support the video element.

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের পর ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ করে দেওয়া হয়৷ তারপরও শিবিরে  সংক্রমণ আটকানো যায়নি৷

সারা দেশেও করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে৷ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের সর্বশেষ তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১১ জন নতুন রোগী শনাক্ত হয়৷ এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন৷ তাদের মধ্যে মোট ১১ হাজার ১২০ জন সুস্থ হয়ে উঠেছেন৷ এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৫২৩ জন৷

দেশে এখন সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫২টি পরীক্ষাগারে করোনা টেস্ট করা হয়৷ গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়৷ মোট নমুনা সংগ্রহ ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি৷

এদিন মারা যাওয়াদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং চার জন নারী৷

এসএনএল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ