জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর এক ফেসবুক পোস্টকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে বার্তা সংস্থা এপি জানায়, সকালে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগলে অন্তত ৪০০ ঘর ও দোকান পুড়ে যায়৷ কেউ হতাহত হয়েছে কিনা তা ইউএনএইচসিআর জানতে পারেনি৷ আগুন লাগার কারণও অজানা৷ তবে স্থানীয় সংবাদমধ্যমকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে৷ শরণার্থী ক্যাম্পের বাসিন্দারা ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো বলেও প্রতিবেদনে জানানো হয়৷
দৈনিক সমকাল এক প্রতিবেদনে ৩০০ ঘরে আগুন লেগে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে৷
এসিবি/কেএম (এপি)
গত ৩ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...
১৯৪৮ সালে স্বাধীন বার্মা রাষ্ট্রের জন্মের পর থেকে নিজভূমে অধিকার পাননি রোহিঙ্গা মুসলমানরা৷ সেনাবাহিনীর নির্যাতনের মুখে ১৯৭০ থেকে দেশ ছাড়তে শুরু করেন তারা, এ পর্যন্ত ১৭ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/D. Yasinমিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রাখাইন ছেড়ে বাংলাদেশে আসতে শুরু করেন রোহিঙ্গারা; এই সংখ্যা কিছু দিনের মধ্যে পৌঁছে যায় সাত লাখে৷ আর আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল আরও চার লাখ রোহিঙ্গা৷
ছবি: Reutersদুই লাখের মত রোহিঙ্গা বর্তমানে পাকিস্তানে বসবাস করছেন৷ ১৯৪২ সালে বর্মায় সামরিক অভিযানের পর তারা পাকিস্তানে যেতে শুরু করেন৷
ছবি: picture-alliance/AP Photo/D. Yasinমিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথ হিসেবে রোহিঙ্গারা থ্যাইল্যান্ডকে ট্রানজিট হিসেবে ব্যবহার করত৷ এই দেশটিতে এখন এক লাখ রোহিঙ্গার বসবাস৷
ছবি: picture-alliance/dpa/Y. Pruksarakইউএনএইচসিআর এর হিসেব অনুযায়ী ৫৯ হাজার রোহিঙ্গা মালয়েশিয়ায় রয়েছেন৷ দেশটি জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী না হওয়ার রোহিঙ্গাদের শরণার্থীদের স্বীকৃতি দেয়নি৷ এখন তারা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে৷
ছবি: Getty Images/Afp/C. Archambaultমিয়ানমার থেকে অবৈধভাবে ৪০ হাজার রোহিঙ্গা ভারতে গিয়ে বসবাস করছে৷ সীমান্তপথে ভারতে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গ, জম্মু ও আসামে বসবাস করছেন তারা৷
ছবি: picture-alliance/AP Photo/A. Qadriএশিয়ার দেশগুলোর বাইরে যুক্তরাষ্ট্রে ১৩ হাজারের মত রোহিঙ্গা বসবাস করছে৷ মিয়ানমারে নিপীড়নের শিকার এই জনগোষ্ঠীকে ২০০২ সাল থেকে সেখানে থাকতে দেওয়া হচ্ছে, বেশিরভাগ রোহিঙ্গা শরণার্থী শিকাগোতে বসবাস করে৷
ছবি: DW/A. Islam ইন্দোনেশিয়ায় ১১ হাজার ৯৪১ জন নিবন্ধিত রোহিঙ্গা মুসলিম শরণার্থী রয়েছে৷ মালয়েশিয়ার মতো ইন্দোনেশিয়াও জাতিসংঘের শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী না হওয়ায় তারা প্রথমে রোহিঙ্গাদের গ্রহণে অস্বীকৃতি জানায়৷ পরে এদের সাময়িকভাবে আশ্রয় দেয়৷
ছবি: DW/M. Mostqfigur Rahmanনেপালে এখন ২০০ জন রোহিঙ্গা বসবাস করছেন৷ বাংলাদেশে ও ভারত হয়ে এরা নেপালে চলে যায়৷
ছবি: picture-alliance/abaca/O. Elif Kizil