1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা নিয়ে লাভ লোকসানের হিসাব!

১৬ অক্টোবর ২০১৭

রোহিঙ্গারা শেখ হাসিনার জন্য আশীর্বাদ – এমন মন্তব্য করেছেন একজন আওয়ামী লীগ নেতা৷ এটা কি আসলেই আশীর্বাদ? যদি হয়, তাহলে এর ব্যাখ্যা কী? বিশ্লেষক এবং রাজনৈতিক বিরোধীরাই বা কী বলছেন এ মন্তব্য নিয়ে?

Bangladesch Rohingya Flüchtlinge im Camp Cox's Bazar
ছবি: REUTERS

রবিবার ঢাকায় এক অনুষ্ঠানের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, ‘‘অনেকে বলছে রোহিঙ্গারা আসছেন শেখ হাসিনার জন্য অভিশাপ হয়ে৷ তবে আমি বলবো, রোহিঙ্গারা বাংলাদেশে আসছেন শেখ হাসিনার জন্য আর্শীবাদ হয়ে৷''

সোমবার ডয়চে ভেলেকে আহমেদ হোসেন অবশ্য তাঁর এই কথার ব্যাখ্যাও দেন৷ বলেন, ‘‘অনেকে মনে করেছিলেন, শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে ঝামেলায় পড়ে যাবেন৷ এমনকি মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশ-সীমা লঙ্ঘন করে সংঘাতের উসকানি দিয়েছিল৷ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ফাঁদে পা দেননি৷ তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন এবং বিশ্বকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, এটা সারা বিশ্বের একটি মানবিক সংকট৷ নিরাপত্তা পরিষদে তিনবার বৈঠক হয়েছে এই ইস্যুতে৷ বিশ্ব নেতৃবৃন্দ রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে৷''

আহমেদ হোসেন

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘রোহিঙ্গা ইস্যুতে মানবিক অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন৷ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিশ্ব নেতারা শেখ হাসিনার প্রশংসা করছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাদার অফ হিউম্যানিটি' উপাধি পেয়েছেন৷ এই উপাধি তাঁকে দিয়েছে বিশ্ব মিডিয়া৷

যারা এই ইস্যু নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, যারা ধর্মীয় উগ্রবাদীদের উসকানি দিয়ে বলতে চেয়েছিল শেখ হাসিনার মুসলামনদের জন্য দরদ নাই, তারা ব্যর্থ হয়েছে৷ শেখ হাসিনার কাছে মুসলিম, হিন্দু বা অন্য কোনো ধর্ম নয়, বড় মানবতা৷''

তিনি আরো বলেন, ‘‘অং সান সু চির জায়গা নিয়েছেন প্রধানমন্ত্রী৷ আগে সু চি ছিলেন প্রশংসিত৷ কিন্তু এখন তিনি নিন্দিত৷ আর আমাদের প্রধানরমন্ত্রী আজ মানবতার জন্য প্রশংসিত৷''

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আযম খান ডয়চে ভেলেকে বলেন,‘‘রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার না করে রাজনৈতিক ফায়দা লোটার কাজে ব্যস্ত বাংলাদেশ৷ ফলে এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দেখা দেবে৷

আহমেদ আজম খান

This browser does not support the audio element.

আওয়ামী লীগ সরকার চিন, ভারত, রাশিয়া এবং অ্যামেরিকাকে এই সমস্যা নিয়ে এক কাতারে আনতে ব্যর্থ হয়েছে৷ তাছাড়া এই সংকটের সমাধান না হলে এই রোহিঙ্গারাই আমাদের সংকটে ফেলবে৷ ১৬ কোটি মানুষকেই সরকার খাওয়াতে পরছে না৷ এর মধ্যে আরো ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদির ধরে কীভাবে খাওয়াবে বাংলাদেশ?''

তিনি আরো বলেন, ‘‘সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ৷ তারা এখন আত্মপ্রচারে লিপ্ত৷ তারা এটা নিয়ে রাজনীতি করছে৷ কিন্তু রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রয়োজন জাতীয় ঐক্য৷ তা না করে এই সরকার সমস্যা জিইয়ে রেখে রাজনৈতিব ফায়দা লুটতে চায়৷''

রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘রোহিঙ্গাদের নিয়ে রাজনৈতিক লাভ-লোকসানের হিসাব করা অনুচিত৷ এটা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা ঠিক নয়৷ রোহিঙ্গারা জাতিগত নিপীড়নের শিকার, গণহত্যার শিকার৷ তারা রাষ্ট্রীয় নির্যাতনের শিকার৷ তাঁদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অবশ্যই মানবিকতার পরিচয় নিয়েছে৷ এখন কাজ হলো, তাঁরা যাতে তাঁদের অধিকার নিয়ে সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, তার ব্যবস্থা করা৷ এটা কারুর আশীর্বাদ বা অভিশাপের বিষয় নয়৷''

ইমতিয়াজ আহমেদ

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘কোনো নেতা বা কেউ যদি এটা নিয়ে লাভ-লোকসানের হিসাব করেন, তাহলে বলতে হবে যে তাঁর রাজনৈতিক পরিপক্কতার অভাব আছে৷ কারণ এ ধরনের ঘটনার শিকার যে কোনো দেশের মানুষ হতে পারেন৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের বড় ধরনে্র ভূমিকা নিতে হবে৷ কিন্তু বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরো ‘স্পিডি' হওয়া উচিত বলে আমি মনে করি৷ বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে৷ কিন্তু সেটা আরো জোরদার করা প্রয়োজন৷ এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে, তারা এটাকে কীভাবে আরো জোরদার করবে৷''

প্রসঙ্গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন থেকে অন্ততপক্ষে সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে৷ এর আগে থেকেই অবশ্য আরো চার লাখ রোহিঙ্গা আছে বাংলাদেশে৷

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনের মন্তব্য সম্পর্কে আপনার ভাবনা কী? লিখুন মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ