1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ফেরাতে উদ্যোগী হতে হবে বাংলাদেশকে: সুচি

২১ আগস্ট ২০১৮

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ বাংলাদেশকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি৷ তবে কবে নাগাদ এ প্রক্রিয়া শুরু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দিতে রাজী হননি তিনি৷

Myanmar Aung San Suu Kyi
ছবি: picture-alliance/AP Photo/Khin Maung Win

সিঙ্গাপুরে দেয়া এক বক্তৃতায় সুচি বলেন, ‘‘যারা ফিরতে চায়, তাদের ফেরাতে বাংলাদেশকেই ব্যবস্থা নিতে হবে৷ আমরা শুধু তাদেরকে সীমান্তে স্বাগত জানাতে পারি৷''

মিয়ানমারে ফেরত যেতে আগ্রহী রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যাপারে আলোকপাত না করলেও তিনি বল ঠেলে দিলেন বাংলাদেশের কোর্টেই৷ বললেন, ‘‘বাংলাদেশকেও সিদ্ধান্ত নিতে হবে কত তাড়াতাড়ি তারা এ প্রক্রিয়া শুরু করতে চায়৷''

মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসবাদ এখনো বড় হুমকি এবং এর কারণে পুরো অঞ্চল ‘হুমকির মুখে' রয়েছে বলে মনে করেন দেশটির নেত্রী অং সান সুচি৷

সিঙ্গাপুরে দেয়া এক বক্তৃতায় সুচি বলেন, ‘‘রাখাইন রাজ্যে মানবিক সংকট শুরু হওয়ার মূলে ছিল সন্ত্রাসী কার্যক্রম৷ এবং এখনো তা সমানভাবে বিদ্যমান৷''

তিনি বলেন, ‘‘দ্রুত এই নিরাপত্তা হুমকি মোকাবেলা করা না হলে সাম্প্রদায়িক সহিংসতা চলতেই থাকবে৷ এই হুমকি শুধু মিয়ানমারের জন্য নয়, এই অঞ্চলের অন্যান্য দেশের জন্যও ভয়াবহ ফল বয়ে আনতে পারে৷''

গণতন্ত্রের জন্য মিয়ানমারের সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো এই নোবেলবিজয়ীকে৷ কিন্তু রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাসহিংসতার বিরোধিতা করতে ব্যর্থ হওয়ায় এখন তাঁর সমালোচনায় মুখর বিশ্ব৷ রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতাকে জাতিসংঘ এরই মধ্যে ‘জাতিগত নিধন' বলে উল্লেখ করেছে৷

গত বছর সাত লাখ রোহিঙ্গা মুসলিম বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমার থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করে৷ মিয়ানমার অবশ্য বরাবরই  সব অভিযোগ অস্বীকার করে আসছে৷ বরং রোহিঙ্গাদেরই পালটা ‘সন্ত্রাসী' ও ‘জঙ্গি' বলে আখ্যা দিয়ে আসছে দেশটির সেনাবাহিনী ও সরকার৷

এডিকে/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ