রোহিঙ্গা বিষয়ে তদন্ত করার আবেদন
২৬ জুন ২০১৯বুধবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, কৌঁসুলি বেনসুদার কাছ থেকে আবেদন পাওয়ার পর তিন বিচারকের সমম্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে৷ বেনসুদার আবেদনের ব্যাপারে তাঁরা সিদ্ধান্ত জানাবেন৷
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর নির্যাতনের যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে তদন্তের আগ্রহ দেখান আইসিসির কৌঁসুলি বেনসুদা৷ তবে মিয়ানমার আইসিসির সদস্য না হওয়ায় তাদেরকে বিচারের আওতায় আনা যাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বছরের এপ্রিলে আইসিসির কাছে একটি শুনানি আয়োজনের আবেদন করেছিলেন তিনি৷
এরপর ৬ সেপ্টেম্বর এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত জানায় আইসিসি৷ তারও দুই সপ্তাহ পর ১৮ সেপ্টেম্বর প্রাথমিক তদন্ত শুরুর ঘোষণা দেন বেনসুদা৷ সেই সময় তিনি জানিয়েছিলেন ,মিয়ানমার সেনাবাহিনীর যেসব কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে – যেমন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, হত্যা, যৌন সহিংসতা, গুম, ধ্বংস ও লুন্ঠন – সেসব বিষয়ে তদন্ত করবেন তিনি৷
১৫ ফেব্রুয়ারি জার্মানি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বেনসুদা৷ এরপর মার্চ মাসে তথ্য সংগ্রহ করতে বাংলাদেশ সফর করে আইসিসির একটি দল৷
প্রাথমিক তদন্ত শেষে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে পূর্ণ তদন্ত করার সুযোগ চেয়ে ১২ জুন আইসিসির কাছে আবেদন করেন বেনসুদা৷ তারপরই প্যানেল গঠনের বিষয়টি জানালো আইসিসি৷
জেডএইচ/কেএম (রয়টার্স)