1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা বিষয়ে তদন্ত করার আবেদন

২৬ জুন ২০১৯

আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসির কৌঁসুলি ফাতু বেনসুদা মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে যাওয়ার কারণ খুঁজতে পূর্ণ তদন্ত করতে চেয়ে আবেদন করেছেন৷ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি প্যানেল গঠন করেছে আইসিসি৷

Rohingya Krise in Bangladesch
ছবি: DW/M.M. Rahman

বুধবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, কৌঁসুলি বেনসুদার কাছ থেকে আবেদন পাওয়ার পর তিন বিচারকের সমম্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে৷ বেনসুদার আবেদনের ব্যাপারে তাঁরা সিদ্ধান্ত জানাবেন৷

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর নির্যাতনের যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে তদন্তের আগ্রহ দেখান আইসিসির কৌঁসুলি বেনসুদা৷ তবে মিয়ানমার আইসিসির সদস্য না হওয়ায় তাদেরকে বিচারের আওতায় আনা যাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বছরের এপ্রিলে আইসিসির কাছে একটি শুনানি আয়োজনের আবেদন করেছিলেন তিনি৷

এরপর ৬ সেপ্টেম্বর এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত জানায় আইসিসি৷ তারও দুই সপ্তাহ পর ১৮ সেপ্টেম্বর প্রাথমিক তদন্ত শুরুর ঘোষণা দেন বেনসুদা৷ সেই সময় তিনি জানিয়েছিলেন ,মিয়ানমার সেনাবাহিনীর যেসব কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে – যেমন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, হত্যা, যৌন সহিংসতা, গুম, ধ্বংস ও লুন্ঠন – সেসব বিষয়ে তদন্ত করবেন তিনি৷

১৫ ফেব্রুয়ারি জার্মানি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বেনসুদা৷ এরপর মার্চ মাসে তথ্য সংগ্রহ করতে বাংলাদেশ সফর করে আইসিসির একটি দল৷

প্রাথমিক তদন্ত শেষে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে পূর্ণ তদন্ত করার সুযোগ চেয়ে ১২ জুন আইসিসির কাছে আবেদন করেন বেনসুদা৷ তারপরই প্যানেল গঠনের বিষয়টি জানালো আইসিসি৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ