1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা শিবিরের অবস্থা ‘খুব খারাপ'

২০ এপ্রিল ২০১৮

মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মায়াত এই সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন৷ এরপর বৃহস্পতিবার ইয়াঙ্গনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গারা যেসব শরণার্থী শিবিরে আছেন সেগুলোর অবস্থা ‘খুবই খারাপ'৷

Rehana Khatun Rohingy
Rohingya Frau mit Kind
ছবি: Reuters/M. Ponir Hossain

তিনি বলেন, ‘‘দেখাতেই বিশ্বাস৷ আমরা দেখেছি শিবিরগুলোতে তাঁরা খুব খারাপ অবস্থায় আছে৷ আমাদের মূল উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা, কারণ শিগগিরই বর্ষাকাল শুরু হচ্ছে এবং যারা বাংলাদেশে পালিয়ে গেছে তাদের নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন৷''

মিয়ানমারের এই মন্ত্রী বলেন, যাঁরা ফিরে আসবেন তাঁরা প্রথমে ‘ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড' বা এনভিসি-র জন্য আবেদন করতে পারবেন৷ এরপর যাচাই প্রক্রিয়া শেষে যাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁরা পাঁচ মাসের মধ্যে সেই প্রক্রিয়া শুরু করতে পারবেন৷

এদিকে বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির এলাকায় প্রথম ভারি বৃষ্টিপাত হয়েছে৷ এতে শিবিবের মধ্যে চলাচলের রাস্তা কর্দমাক্ত হয়ে যাওয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হয়েছে বলে ত্রাণ কর্মীরা জানিয়েছেন৷

একটি ত্রাণ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা রেগিনা কাট্রাম্বোন জার্মান বার্তা সংস্থা ডিপিএকে বলেন, পাহাড়ের কোলে গাছ কেটে তৈরি করা শিবিরে বাস করছেন রোহিঙ্গারা৷ অতিবৃষ্টিতে সেগুলো ভেঙে পড়ার আশংকা রয়েছে৷ এছাড়া শিবির এলাকায় অস্থায়ীভাবে তৈরি করা সেতুর প্রায় ৭৫ শতাংশ ভেঙে পড়তে পারে৷ সেক্ষেত্রে লোকজন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷

সৈন্যদের আইন মানতে বললেন সেনাপ্রধান

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং সেনা সদস্যদের সামরিক ও আন্তর্জাতিক আইনকানুন মেনে চলার নির্দেশ দিয়েছেন৷ বৃহস্পতিবার সেনাপ্রধানের ফেসবুক পাতায় প্রকাশিত এক স্ট্যাটাসের অনুবাদ থেকে এই তথ্য জানা গেছে৷ সামরিক এক স্কুলে এই বক্তব্য দেন সেনাপ্রধান৷ এই সময় তিনি সম্প্রতি রোহিঙ্গা গণহত্যায় যুক্ত থাকার অভিযোগে দশ বছরের সাজাপ্রাপ্ত সাত সেনাসদস্যের কথা উল্লেখ করেন৷ গত সেপ্টেম্বরে রাখাইনের ইন ডিন গ্রামে ১০ জন রোহিঙ্গাকে হত্যায় ঐ সেনারা অংশ নিয়েছিলেন৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ