1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রোহিঙ্গা শিশুরাও আমার শিশুর মতো'

১৬ ফেব্রুয়ারি ২০১৮

টুইটারে রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর জন্য নিজের শিশুদের ছবি আপলোড করলেন ফুটবলস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তাঁর টুইট ইতিমধ্যএই ভাইরাল হয়ে গিয়েছে৷

Cristiano Ronaldo mit Sohn Cristiano Jr.
নিজের এক সন্তানের সঙ্গে রোনাল্ডো (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa/AP/H. Ammar

‘আমরা প্রত্যেকে আমাদের শিশুদের ভালোবাসি৷ আসুন, পাশে দাঁড়াই রোহিঙ্গা শিশুদের৷' টুইটারে এমনই এক টুইট করে সাড়া ফেলে দিয়েছেন সুপারস্টার রোনাল্ডে৷ টুইটে পাশাপাশি দু'টি ছবি আপলোড করেছেন তিনি৷ একদিকে খালি পায়ে শিশুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন এক রোহিঙ্গা বাবা, অন্যদিকে নিজের ৪ সন্তানকে নিয়ে বসে আছেন রোনাল্ডো

রোনাল্ডোর টুইট সোশ্যাল মিডিয়াতে আসার পরেই ভাইরাল হয়ে যায়৷ অনেকেই তাঁকে সমর্থন করে টুইটটি শেয়ার করতে থাকেন৷ এই প্রথম রোনাল্ডোর মতো কোনো ফুটবলস্টার রোহিঙ্গা সমস্যা নিয়ে সরাসরি মন্তব্য করলেন, আবেদন জানালেন রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর৷

২০১৫ সালের আগস্টের পর থেকে রোহিঙ্গারা আবার তাঁদের দেশ মিয়ানমার ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নিচ্ছেন৷ সবচেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে৷ মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় অন্তত প্রায় ৭ হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ৷ নিহতদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে৷

ঘটনার সূত্রপাত, রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের একটি সংগঠন মিয়ানমারের ৩০টি পুলিশ ফাঁড়ি আক্রমণ করার পর৷ মিয়ানমার সেনাবাহিনী শক্ত হাতে সন্ত্রাসীদের দমনের নামে একের পর এক রোহিঙ্গা গ্রামে আক্রমণ চালায়৷

সম্ভবত সেই সমস্ত খবরই রোনাল্ডোকে নাড়িয়ে দেয়৷ রোহিঙ্গা শিশুদের বাস্তবিক অবস্থার কাহিনি পড়ে এবং ছবি দেখে এমন একটি পোস্ট করেন তিনি৷ মাঠে এবং মাঠের বাইরে বরাবরই আবেগপ্রবণ বলে পরিচিত রোনাল্ডো৷ তিনি কাঁদেন, হাসেন, রাগ প্রকাশ করেন৷ রোহিঙ্গা শিশুদের নিয়ে রোনাল্ডোর টুইট সেই আবেগেরই আরেকরকম বহিঃপ্রকাশ৷

 

এসজি/এসিবি (রয়টার্স/এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ