শুধু রানে ফেরাই নয়, আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা শতরান করলেন। রশিদ খানদের সহজেই হারালো ভারত।
বিজ্ঞাপন
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন শূন্য। আর আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের অধিনায়ক রহিত শর্মা স্বমহিমায়। ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক নয়, রোহিত খেললেন টি-টোয়েন্টির মেজাজে। ৩০ বলে ৫০ রান এবং ৬৩ বলে শতরান করলেন। নিজের ৩১তম শতরান করার সঙ্গে সঙ্গে একটা রেকর্ডও করে ফেললেন রোহিত। সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড।
ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে রোহিতের ছয়ের সংখ্যা হলো ৫৫৫। ক্রিস গেলের ৫৫৩টি ছয়ের রেকর্ড দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভেঙে দিলেন রোহিত। ৪৭৩ ইনিংস খেলে ৫৫৫টি ছয়। তাকে হিটম্যান বলা হবে না তো কাকে বলা হবে!
অরুণ জেটলি স্টেডিয়াম হলো বিরাট কোহলির ঘরের মাঠ। দিল্লির ছেলে কোহলির ঘরের মাঠে রোহিত এদিন আফগানিস্তানের বোলারদের বেধড়ক মারলেন। ভারতের অধিনায়কের হাত থেকে বেরিয়ে এলো দৃষ্টিনন্দন হুক, পুল, ড্রাইভ। ৮৪ বল খেলে ১৩১ রান করে রোহিত আউট হন।
গত ম্যাচে শূন্য করেছিলেন ইশান কিশানও। আফগানিস্তানের বিরুদ্ধে তিনিও রানে ফিরলেন। রোহিতের সঙ্গে ওপেনিং করতে নেমে ৪৭ বলে ৪৭ রান করেন।
আর ঘরের মাঠে অর্ধশতরান করেন বিরাট কোহলি। ৫৫ রান করে নট আউট থাকেন কোহলি। ৩৫ ওভারেই ২৩৫ রান করে ম্যাচ জিতে যায় ভারত।
দিল্লির এই উইকেট হলো ব্যাটিং সহায়ক। টসে জিতে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত এখানে অশ্বিনের জায়গায় শার্দুল ঠাকুরকে দলে নিয়েছিল। চার পেসার ও দুই স্পিনার নিয়ে আক্রমণ করে ভারত। তবে এদিনও টিমে মহম্মদ শামির জায়গা হয়নি, যা নিয়ে ক্ষুব্ধ গাভাস্কার।
এর মধ্যে সবচেয়ে বেশি রান দিলেন মহম্মদ সিরাজ। কিছুদিন আগেও খুবই ভালো বল করছিলেন। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে একেবারেই ফর্মে ছিলেন না সিরাজ। বরং বুমরা এখানে ৩৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।
আফগানিস্তান ৫০ ওভারে ২৭২ রান তোলে। হাসমতউল্লাহ করেন সবচেয়ে বেশি ৮০ রান। কিন্তু দিল্লির পিচে ভারতের এই ব্যাটিং লাইন আপের সামনে ২৭২ রান যথেষ্ট ছিল না।
কে জিতবে ক্রিকেট বিশ্বকাপ?
অস্ট্রেলিয়ার সামনে এবার ডাবল হ্যাট্রিকের সুযোগ৷ ভারত রয়েছে হ্যাট্রিক পূরণের আশায়৷ কার আশা পূরণ হবে? নাকি বাকি চার সাবেক চ্যাম্পিয়ন বা নতুন কোনো দেশ জিতবে এবারের বিশ্বকাপ? দেখুন সাবেক ক্রিকেটাররা কী বলছেন...
ছবি: Satyajit Shaw/DW
ডেল স্টেইন, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকার সাবেক ফাস্টবোলারের কাছে জানতে চাওয়া হয়েছিল এবার কোন দুটি দেশ ফাইনালে উঠতে পারে? বা কোন দেশ জিততে পারে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ? জবাবে স্টেইন বলেছেন, নিজের দেশ সাউথ আফ্রিকা এবার প্রথমবারের মতো ফাইনালে উঠবে বলে তার ধারণা৷ এছাড়া রোহিত শর্মার ভারতও চতুর্থবারের মতো ফাইনালে উঠতে পারে বলে মনে হচ্ছে তার৷ কে জিতবে তা অবশ্য বলেননি৷
ছবি: AP
শেন ওয়াটসন, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন ফাইনাল কে খেলবে সে সম্পর্কে কিছু বলেননি৷ তিনি অনেকটা ভবিষ্যদ্বাণীর মতো করে বলেছেন, এবার সেমিফাইনালে খেলতে পারে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এবং পাকিস্তান৷
ছবি: Avijit Das/ZUMA Wire/IMAGO
জ্যাক ক্যালিস, সাউথ আফ্রিকা
জ্যাক ক্যালিসের ভবিষদ্বাণী একদিক থেকে স্বদেশি স্টেইনের সঙ্গে মিলেছে, অন্যদিকে মিলেছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গে৷ ওয়াটসনের মতো ক্যালিসও বলেছেন সম্ভাব্য সেমিফাইনালিস্টদের নাম৷ স্টেইনের মতো ক্যালিসও নিজের দেশকে নিয়ে আশাবাদী৷ তাই প্রোটিয়াদের সেমিফাইনালে দেখছেন তিনি৷ ক্যালিসের মতে, এবারের আসরের সম্ভাব্য অন্য সেমিফাইনালিস্টরা হলো ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া৷
ছবি: Getty Images/B. Durrant
সুনীল গাভাস্কার, ভারত
ভারতের সাবেক অধিনায়ক, ওপেনার এবং বর্তমানে ধারাভাষ্যকার গাভাস্কার কিন্তু রোহিত শর্মার দলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছেন না৷ তার মতে, এবার টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড৷
ছবি: Anshuman Poyrekar/Hindustan Times/IMAGO
ইরফান পাঠান, ভারত
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান কিন্তু গাভাস্কারের মতো ভাবছেন না৷ তিনি মনে করেন, এবার রোহিত শর্মার হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি৷ ফাইনালে কাকে হারাবে ভারত? ইরফান পাঠান তা বলেননি৷
ছবি: Dinodia Photo/IMAGO
মঈন খান, পাকিস্তান
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মঈন খানও ফাইনালে কোন দুটি দল উঠতে পারে এবং কার হাতে উঠতে পারে ট্রফি- সে সম্পর্কে কিছু বলেননি৷ খুব হিসেব কষে শুধু শেষ চারে ওঠার সম্ভাবনা কোন চারটি দেশের সবচেয়ে বেশি তা-ই শুধু বলেছেন তিনি৷ মঈন মনে করছেন, এবার সেমিফাইনালে উঠবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান৷
ছবি: Photoshot/Avalon/IMAGO
মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা
টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরনও গণমাধ্যমকে বলেছেন, ভারত যে সেমিফাইনালে উঠবে সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই৷ তার মতে, সেমিফাইনালের বাকি তিনটি দেশ হবে ইংল্যান্ড,অস্ট্রেলিয়া এবং ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়া কোনো দেশ৷ ‘ওয়াইল্ড কার্ড’ মানে? তাহলে কি বাংলাদেশকে শেষ চারে আশা করছেন মুরালিধরন? নাকি তার দেশ শ্রীলঙ্কাকে?
ছবি: Hindustan Times/IMAGO
ওয়াকার ইউনিস, পাকিস্তান
সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার ওয়াকার ইউনিসের কথা শুনলে তার দেশের ক্রিকেটপ্রেমীরা হয়ত মন খারাপ করবেন৷ ওয়াকার যে ফাইনালের দুটি দলের মাঝে বাবর আজমের পাকিস্তানকে দেখছেন না! তিনি মনে করেন, এবার ফাইনাল খেলবে ভারত এবং ইংল্যান্ড৷
ছবি: IMAGO
8 ছবি1 | 8
দুই ম্যাচে জয় পাওয়ার পর আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। পাকিস্তানও গত ম্যাচে জয় পেয়েছে। ফলে দুই দলের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
পাকিস্তান ইতিমধ্যেই আমেদাবাদ পৌঁছে গেছে। ভারত বৃহস্পতিবার যাবে। তারপর শনিবার মহারণে নামবে দুই দেশ।