1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিত অধিনায়ক, বিশ্রামে কোহলি, দলে বদল

১০ নভেম্বর ২০২১

টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি বিশ্রামে। দলে প্রচুর বদল।

টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ছবি: Getty Images/D. Sarkar

আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে রোহিত শর্মাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই  বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, তিনি আর অধিনায়ক থাকতে চান না। বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায় নেয়ার পর বিরাট কোহলি আসন্ন নিউজিল্যান্ড সিরিজে নেই। তাকে বিশ্রাম দেয়া হয়েছে।

শুধু তাই নয়, টিমে প্রচুর বদল করা হয়েছে। দলের সহ অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে। আইপিএলে ভালো খেলা বেশ কিছু তরুণ ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। কোহলির মতো বিশ্রাম দেয়া হয়েছে রবীন্দ্র জদেজা, বুমরা ও মহম্মদ শামিকেও। বুমরা বিশ্বকাপে ফর্মে ছিলেন না। বাদ পড়েছেন শার্দুল ঠাকুর। তার জায়গায় এসেছেন মহম্মদ সিরাজ। স্পিনার বরুণ চক্রবর্তীও বাদ পড়েছেন। বিশ্বকাপে তিনি প্রচুর সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল।

বিরাট কোহলি দলে নেই। তাকে বিশ্রাম দেয়া হয়েছে। ছবি: Getty Images/A. Davidson

এছাড়া দলে আছেন ভেঙ্কটেশ আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষদ প্যাটেল, শ্রেয়স আইয়ার, আবেশ খান, দীপক চাহার। বিশ্বকাপের দলে থাকা রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব,  ভুবনেশ্বর কুমার, ইশান কিশান সুযোগ পেয়েছেন।

এই নিউজিল্যান্ড সিরিজ থেকেই কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়। রাহুল বরাবরই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়ার পক্ষে। নাম নয়, ফর্ম দেখে ক্রিকেটারদের দলে নেয়ার পক্ষে। দল ঘোষণার পর দেখা যাচ্ছে রাহুলের সেই পছন্দ প্রাধান্য পেয়েছে।

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ