বাংলাদেশের দক্ষিণের ১৭ জেলার মানুষ এবার রোয়ানুর পর বন্যার কবলে পড়েছে৷ একমাস আগে ঘূর্ণিঝড়ের আঘাতে ঘরবাড়ি হারানো মানুষরা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি৷ এরমধ্যে এই মৌসুমী বন্যা তাদের আরো বিপদের মধ্যে ঠেলে দিয়েছে৷
বিজ্ঞাপন
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চলতি বছরে ভারি বৃষ্টিপাতের কারণে এরইমধ্যে কোনো কোনো এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বর্ষাকাল শুরু হওয়ায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে৷ পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে৷ আর যারা রোয়ানুতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই বন্যার কবলে পড়ছেন সবার আগে৷
এক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই আরেক দুর্যোগে পড়তে যাচ্ছে বাংলাদেশের মানুষ৷ তাই তাদের জন্য জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি৷ তারা এমন অবস্থায় আরো মানবিক সাহায্য প্রয়োজনীয়তার কথা বলছে৷
রেড ক্রিসেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বাংলাদেশে সমূদ্র তীরবর্তী অঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন৷ আর ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৩ লাখ মানুষ৷’
এম এ আহাদ চৌধুরী
বাংলাদেশ রেড ক্রিসেন্টের প্রধান কর্মকর্তা আজমত উল্লাহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘ঘূর্ণিঝড়ের সময় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়৷ ঝড়ের কারণে সমূদ্রের উঁচু ঢেউয়ের সঙ্গে সঙ্গে ভূমিধসও দেখা দেয়৷''
ঘূর্ণিঝড়ের কারণে কৃষিজমিতে লবণাক্ততা সৃষ্টি হয়েছে৷ অনেকের আয়-রোজগারের একমাত্র উপায় নৌকা ও জাল নষ্ট হয়েছে৷ অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে৷ এছাড়া পানীয় জল এবং খাবারের স্বল্পতা দেখা দিয়েছে৷
দক্ষিণের জেলা ভোলার স্থানীয় সাংবাদিক এম এ আহাদ চৌধুরী তুহিন ডয়চে ভেলেকে জানান, ভোলার মনপুরা ও তজুমদ্দিসহ কয়েকটি উপজেলার মানুষ রোয়ানুতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ এখন আবার পানি বেড়ে বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এর সঙ্গে আছে নিয়মিত নদীভাঙন৷ তিনি বলেন, ‘‘জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ত্রান সহায়তা দেয়া হচ্ছে তবে তা পর্যাপ্ত নয়৷''
পিরোজপুর জেলার সাংবাদিক দেবদাস মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘পিরোজপুরের পাথরঘাটা, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলায় রোয়ানুর পর ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে৷ ফসল নষ্ট হয়ে গেছে৷ পানি পচে গেছে৷ নানা ধরণের রোগ, বিশেষ করে চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷''
দেবাশিষ মজুমদার
তিনি জানান, ‘‘এর সঙ্গে আছে লবনাক্ততা৷ পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷''
দেবদাস জানান, ‘‘এই বর্ষায় পিরোজপুর এলাকায় এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ তবে ভারী বর্ষায় পানি বাড়লে পরিস্থিতি খারপ হবে, কারণ, বেরিবাঁধগুলোর অবস্থা বেশ খারাপ৷''
রেড ক্রিসেন্ট জানায়, শুধু ঘূর্ণিঝড়ই নয়, জলবায়ু পরিবর্তনের কারণেও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে এই সময়ে পানির ঢেউয়ের উচ্চতা বেড়েছে৷ গত বছর একই সময়ে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়েছিল তিন ফুট, এবার তা বেড়ে দাঁড়িয়েছে চার থেকে পাঁচ ফুট৷
বাংলাদেশ রেড ক্রিসেন্টের প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক দুর্গতদের জন্য কাজ করছেন৷ তবে হাজার হাজার মানুষের দুর্দশা লাঘবের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায় এড়িয়ে যাচ্ছে বলে দাবি করেছে রেড ক্রিসেন্ট৷
বন্যা ও প্রবল বর্ষণের কবলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান
ঘূর্ণিঝড় কোমেন সরাসরি আঘাত না হানলেও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ৷ বন্যায় ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের কিছু অঞ্চলের জনজীবন বিপন্ন৷ প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা৷ এ নিয়েই আজকের ছবিঘর৷
ছবি: Getty Images/AFP/Ye Aung Thu
কোমেন আসার আগে
ঘূর্ণঝড় কোমেন-এর আগমনের পূর্বাভাষ বাংলাদেশের কিছু অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছিল৷ উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়৷ তারপরও ঝড়ো হাওয়া এবং প্রবল বর্ষণে মারা যান অন্তত পাঁচজন, গৃহহারা হয়েছেন কয়েক হাজার মানুষ৷ কোমেন আঘাত হানলে ক্ষতি অনেক ব্যাপক হতো৷ ওপরের ছবিটি কোমেন বাংলাদেশকে অতিক্রম করার আগের৷ কক্সবাজার সমুদ্রসৈকত থেকে সাগরের দিকে তাকিয়ে আছেন শঙ্কিত এক উদ্ধার কর্মকর্তা৷
ছবি: Getty Images/Strdel
আতঙ্কের মাঝেই বসবাস
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজারের এই গ্রামের মানুষগুলো কোমেন-এর আঘাত থেকে বাঁচলেও বিপর্যয় থেকে পুরোপুরি বাঁচতে পারেনি৷ বাড়ির পাশের বাঁধটি পানির তোড়ে ভেঙে গেছে৷ বসতভিটাও যেন সাগরগর্ভে না যায়, আপাতত এই তাঁদের প্রার্থনা৷
ছবি: Getty Images/Str
বর্ষায় ঢাকা যেমন, কলকাতাও তেমন
একটু বৃষ্টি হলেই ঢাকার অলি-গলি-রাজপথ চলে যায় পানির নীচে৷ জনদুর্ভোগ ওঠে চরমে৷ পশ্চিমবঙ্গের কলকাতারও একই হাল৷ ঘূর্ণিঝড় কোমেন-এর প্রভাবে শুরু হওয়া বর্ষণে সেখানেও ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের রাস্তা আর চেনা যায় না, দেখে মনে হয় শহরের বুকে এ যেন এক নদী৷
ছবি: Getty Images/D. Chakraborty
বাস যেন জলযান...
ভারতের পশ্চিমবঙ্গ এখন বন্যার কবলে৷ বন্যায় এ রাজ্যে এ পর্যন্ত অন্তত ৭০ জন মারা গেছেন৷ কলকাতার রাস্তায় এখনো থই থই পানি৷ চলন্ত বাস দেখে মনে হয় যেন বাসসদৃশ কোনো জলযান! ছবিটি ১ আগস্টের৷
ছবি: Getty Images/onali Pal Chaudhury/
ভাসছে বহরমপুর
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জনপদও বন্যায় বিপর্যস্ত৷ পথঘাটে শুধু পানি আর পানি৷
ছবি: Getty Images/Strdel
ভাঙা রাস্তা...
ভারতে বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৮০৷ সারা দেশে অসংখ্য বাড়ি-ঘর ভেসে গেছে, রাস্তা-ঘাটেরও ক্ষতি হয়েছে ব্যাপক৷ আহমেদাবাদে হাইওয়ের কোনো কোনো অংশের এখন এই অবস্থা৷ রাস্তা ভেঙে চুরমার, অবশ্য তবুও চলছে যাতায়াত৷
ছবি: Reuters/A. Dave
ধুঁকছে মনিপুর
বন্যার পানির তোড়ে মনিপুরের থোউবাল জেলার রাস্তা থেকে ড্রেনে পড়েছে গাড়ি৷ গাড়িটিকে তোলার চেষ্টা চলছে৷ মনিপুর রাজ্যের অবস্থাও ভয়াবহ৷ সেখানে ভূমিধসে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে৷
বন্যায় পাকিস্তানে এ পর্যন্ত মারা গেছে ১২০ জন৷ ছবিতে পাকিস্তানের বন্যায় ভেঙে পড়া একটি ব্রিজ৷
ছবি: picture-alliance/dpa/H, K. Farooqi
আন্তর্জাতিক সহায়তা চায় মিয়ানমার
ঘূর্ণিঝড় এবং বন্যায় মিয়ানমারেও মৃতের সংখ্যা বাড়ছে৷ বন্যায় এ পর্যন্ত মারা গেছে ৪৭ জন৷ সরকারি তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২ লাখ ১০ হাজার মানুষ৷ বন্যা দুর্গত এলাকায় হেলিকপ্টারে ত্রাণ সামগ্রি পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী৷ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ত্রাণ তৎপরতায় নিজেদের অদক্ষতা এবং অক্ষমতা স্বীকার করে ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে মিয়ানমার সরকার৷