1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন অলিম্পিক

৩ আগস্ট ২০১২

একদিকে সাঁতারে জার্মান দলের ভরাডুবি৷ অন্যদিকে নৌকাবাইচে তাদের এবার রোখে কে! অথচ রোয়িং'এর মতো নির্দোষ স্পোর্টেও জল ছেড়ে পাড়ে এলেই কেলেঙ্কারি কিছু কম ঘটে না৷

ছবি: AP

ভালো খবরটা দিয়েই শুরু করা যাক৷ মেন্স কোয়াড স্কালস, মানে পুরুষদের চারদাঁড়ের নৌকোয় জার্মানরা সোনা জিতল ক্রোয়েশীয়দের হারিয়ে, যে ক্রোয়েশীয়রা গোটা মরশুমটা ধরে জার্মানদের হারিয়ে আসছিল৷ এ মরশুমের তিনটি বিশ্বকাপ রেসে জার্মানি ক্রোয়েশিয়ার পরে দ্বিতীয় হয়েছে৷ কিন্তু শুক্রবার ডর্নি লেকে আধা পথ যেতে না যেতেই জার্মানরা আধ-নৌকো এগিয়ে৷ পরে সে দূরত্ব স্বচ্ছন্দে বাড়িয়ে তারা চ্যাম্পিয়নের কায়দায় রেসটি জেতে৷ দ্বিতীয় ক্রোয়েশিয়া৷ তৃতীয় অস্ট্রেলিয়া৷

জার্মান দলে ছিলেন কার্ল শুলৎসে, ফিলিপ ভেন্ডে, লরিৎস শোফ এবং টিম গ্রোমান৷ এর আগেই আমরা কোয়ালিফায়িং থেকে ফাইনালে বিভিন্ন রেসে বিভিন্ন জার্মান বোটের দাপট দেখেছি৷ তাহলে কি এবার ফুটবলের মতোই বলতে হবে, রোয়িং হলো এমন একটা বাইচ যেখানে অনেকগুলো নৌকা দৌড়ে নামে, কিন্তু শেষমেষ জার্মানরাই জেতে?

জার্মান রোয়িং টিমছবি: picture-alliance/dpa

চাঁদের কলঙ্ক

ঐ জার্মান রোয়িং দলেরই এক মহিলা সদস্যকে কিন্তু অলিম্পিক ভিলেজ ছাড়তে হল অপর একটি কারণে৷ মহিলাদের আটদাঁড়ের নৌকার মাল্লা নাদিয়া ড্রিগাল্লা'র নাকি স্বদেশে এক উগ্র দক্ষিণপন্থির সঙ্গে যোগাযোগ ছিল৷ সেই উগ্র দক্ষিণপন্থি গতবছর পুবের রস্টক শহর থেকে চরম দক্ষিণপন্থি এনপিডি দলের হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন৷

খবরটা জানাজানি হওয়ার পর জার্মানির শেফ দ্য মিশন মিশায়েল ফেস্পার ড্রিগাল্লা'র সঙ্গে একান্তে কথা বলেন৷ অতঃপর ২৩-বছর-বয়সী নাদিয়া অলিম্পিক ভিলেজ ছেড়ে চলে যান৷ নাদিয়া দৃশ্যত বলেন যে, সংশ্লিষ্ট ব্যক্তির মনোভাব বা মতবাদ, তিনি কোনোটাই সমর্থন করেন না৷ অপরদিকে ফেস্পার বলেন যে, তিনি গণতন্ত্রের কয়েকটি বুনিয়াদি নীতি সম্পর্কে নাদিয়ার অবস্থানের বিষয়ে নিশ্চিত হতে চেয়েছিলেন৷

আরেক রোয়ার, আরেক কেলেঙ্কারি

এ ঘটনাও আটদাঁড়ের নৌকার এক মাল্লাকে নিয়ে৷ তবে নৌকাটি অস্ট্রেলিয়ার এবং মাল্লাটি পুরুষ৷ জশ বুথ বুধবার মেন্স এইটের ফাইনালের পর কিছুটা বেশি মাতামাতি করে ফেলেছিলেন৷ এমনকি কয়েক পাত্র পান করার পর তিনি দৃশ্যত দুটি দোকানের কাচ ভেঙে ফেলেন৷ ফলে এবার তাঁকে ১,৪০০ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হচ্ছে৷ বুথ নিজেও দোকানের মালিকদের কাছে ক্ষমাপ্রার্থনা করবেন বলে প্রকাশ৷ ওদিকে অস্ট্রেলিয়া বুধবারের ফাইনালে ষষ্ঠ স্থানের বেশি এগোতে পারেনি৷ তাহলে জিতেছে কারা?

আর কারা? জার্মানরা৷

এসি / ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ