1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

র‌্যাবের গুলিতে পা হারোনো সেই লিমন বিয়ে করলেন

৩ সেপ্টেম্বর ২০২১

দশ বছর আগে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের গুলিতে পা হারিয়েছিল ঝালকাঠির লিমন৷ সে ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল৷ সেই লিমন হোসেন বিয়ে করলেন৷

দশ বছর আগে র‌্যাবের গুলিতে পা হারিয়েছিল লিমন হোসেনছবি: DW

পা হারানো লিমন এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সহকারী প্রভাষক৷ তিনি ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের পছন্দে তিনি বিয়ে করেছেন৷ বৃহস্পতিবার তার গায়ে হলুদ হয়েছে, শুক্রবার বিয়ের অনুষ্ঠান৷

লিমন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদরে বাড়ি গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে৷ কনে যশোর জেলার অভয়নগর উপজেলার নওপাড়া এলাকার টিটু মোল্লার মেয়ে রাবেয়া বশরী৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাবেয়া বলেন, ‘‘লিমন সীমাহীন সংগ্রাম করে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন৷ দাম্পত্য জীবনেও তিনি দায়িত্বশীল হবেন৷ তাই এ বিয়েতে রাজি হয়েছি৷''

এখনো বিচার পাননি ঝালকাঠির লিমন

03:17

This browser does not support the video element.

২০১১ সালের ২৩ মার্চ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় লিমনের পা হারানোর ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়৷ এক অভিযানে লিমন গুলিবিদ্ধ হওয়ার পর তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছিল র‌্যাব৷ পরে ২০১৩ সালের ২৯ জুলাই এবং ২০১৪ সালের ১৬ অক্টোবর র‌্যাবের করা মামলা দুটি থেকে লিমনকে অব্যহতি দেয় আদালত৷ তবে ঝালকাঠি আদালতে র‌্যাবের বিরুদ্ধে লিমনের মা হেনোয়ারা বেগমের দায়ের করা মামলাটি এখনো চলছে৷

লিমন হোসেন বলেন, ‘‘সবসময় গরিব বাবা-মাকে সাহস দিয়েছি৷ মানুষের সহযোগিতায় পড়াশোনা করেছি, আজ আমি স্বাবলম্বী৷ আমার এই জীবনযুদ্ধের পেছনে মানবাধিকার সংগঠন এবং মিডিয়ার বড় অবদান রয়েছে৷''

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ