1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

র‌্যাব কাউকে হত্যা করে না: সাহারা খাতুন

১১ মে ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন সুপ্রিম কোর্ট৷ তবে, আরো দুটি জাতীয় নির্বাচন করা যাবে এই ব্যবস্থায়৷ এদিকে, ব়্যাবের হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ এসব নিয়েই আলোচনা গণমাধ্যমে৷

Sahara Khatun is the home minister of Bangladesh Government.
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে শিরোনাম করেছে অধিকাংশ পত্রিকা৷ দৈনিক ইত্তেফাক লিখেছে, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল'৷ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠ জানাচ্ছে, ‘দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হতে পারে, সে ক্ষেত্রে বিদায়ী প্রধান বিচারপতিদের বাদ রাখার সুপারিশ'৷ তাছাড়া এই ব্যবস্থা বাতিলের কারণ হিসেবে সর্বোচ্চ আদালত বলেছেন, ত্রয়োদশ সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক৷

প্রতিক্রিয়া

‘রাজনীতিবিদদের মতে, এই রায় দূরদর্শী ও যুগান্তকারী' - শিরোনাম দৈনিক যুগান্তর পত্রিকার৷ একই দৈনিকের আরেক শিরোনাম, ‘রায় রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করবে: বিএনপি'৷ রায় নিয়ে রাজনীতিবিদরা পরস্পর বিরোধী মন্তব্য করেছেন৷ আইনজীবী ড. কামাল হোসেন অবশ্য বলেছেন, এই রায় বিচার বিভাগকে বিতর্কিত করার হাত থেকে রক্ষা করবে৷

আহত লিমন ঢাকায়

দৈনিক প্রথম আলো'র শিরোনাম, ‘অনেক টানাহেঁচড়ার পর লিমন আবার ঢাকায়'৷ প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে ব়্যাবের গুলিতে আহত লিমন৷ গতকাল বরিশালের ডাক্তাররা লিমনকে ঢাকার বদলে তার বাড়িতে ফেরত পাঠাতে চেয়েছিল৷ কিন্তু লিমনের পরিবারের আপত্তির মুখে সে চেষ্টা ব্যর্থ হয়৷ সবশেষে আবার ঢাকার পঙ্গু হাসপাতালে ফিরেছেন লিমন৷

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড

এছাড়া ব়্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ এই নিয়ে দৈনিক সমকাল এর শিরোনাম, ‘ব়্যাবকে সামলান নইলে বিলোপ করুন'৷ নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি দাবি করেছে, বাংলাদেশ সরকার র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অবশ্য হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাঁর মন্তব্য প্রকাশ করেছে এভাবে, ‘‘র‌্যাব কাউকে হত্যা করে না, সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি ছোঁড়া হলেই র‌্যাব আত্মরক্ষায় গুলি করে''৷ তাছাড়া ব়্যাবের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হয় বলেও জানিয়েছেন সাহারা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ