1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনা সদস্য প্রত্যাহারের আহ্বান

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ মে ২০১৪

ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করে নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা৷ তিনি অভিযোগ করেন, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে৷

ছবি: Getty Images/AFP

তবে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার আব্দুর রশিদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, এরকম বিছিন্ন কথা বলে পরিস্থিতিকে আরো জটিল করা হচ্ছে৷ র‌্যাবকে সঠিক পথে আনতে একটি সর্বাত্মক সংস্কার প্রয়োজন৷

র‌্যাবের মোট সদস্যের ৪০ ভাগ সেনা, নৌ এবং বিমানবাহিনীর৷ এছাড়া বিভিন্ন বিভাগের প্রধানরাও প্রথাগতভাবে সেনাবাহিনীর হয়ে থাকেন৷ যদিও র‌্যাব পুলিশ, সেনাবাহিনী এবং আনসার সদস্যদের সমন্বয়ে পুলিশের একটি আলাদা ব্যাটেলিয়ন, যা ২০০৪ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে৷

প্রতিষ্ঠার পর থেকে ক্রসফায়ারের কারণে র‌্যাব নিয়ে দেশে এবং দেশের বাইরে বিতর্ক চলছে৷ আর সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব চরম বিতর্কের মুখে পড়েছে৷ এই ঘটনায় র‌্যাবের তিনজন সেনা এবং নৌবাহিনীর কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে৷

নারায়ণগঞ্জের ঘটনার পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া র‌্যাব বাতিলের দাবি জানান৷ আর মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা র‌্যাব থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করে নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে৷ সেনাবাহিনীর উচিত হবে তাদের সব সদস্যকে র‌্যাব থেকে প্রত্যাহার করে নেওয়া৷ আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি সমুজ্জ্বল দেখতে চাই৷''

তবে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার আব্দুর রশিদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘র‌্যাব নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা নিয়ে বিচ্ছিন্ন কোনো প্রস্তাব দিয়ে লাভ নেই৷ একটি বিশেষজ্ঞ কমিটি করে র‌্যাবের সাংগঠনিক কাঠামো, আইনগত দিক, জবাবদিহিতাসহ সব বিষয় পর্যবেক্ষণ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে হবে৷ সেই প্রতিবেদনের আলোকেই র‌্যাবকে সংস্কার বা পুনর্গঠন করা যায়৷'' তিনি বলেন, ‘‘বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে র‌্যাব গঠন করা হয়েছে৷ এর সুবিধা এবং অসুবিধা বিশ্লেষণ করা দরকার৷ প্রয়োজনে র‌্যাবকে একটি পূর্ণাঙ্গ বাহিনী করে এর নিয়োগ, প্রশিক্ষণসহ নানা বিষয়কে স্থায়ী রূপ দেয়া যায়৷''

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব চরম বিতর্কের মুখে পড়েছেছবি: Getty Images/AFP

তিনি বলেন, ‘‘ক্রসফায়ার বা মানবাধিকার লঙ্ঘনের সমস্যা শুধু বাংলাদেশে নয়, ভারত, পাকিস্তান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে৷ তারা কিভাবে এই সমস্যা মোকাবিলা করছে তা আমাদের দেখা দরকার৷ আর ঐসব দেশেও বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে আলাদা বাহিনী আছে৷''

ব্রিগেডিয়ার রশিদ বলেন, ‘‘একটি বাহিনীর কতিপয় সদস্যের অপরাধে যেমন পুরো বাহিনীকে দায়ী করা যায় না৷ তেমনি বাহিনীর কার্যপদ্ধতি ও জবাবদিহিতার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, তাও দেখা প্রয়োজন৷ বিচ্ছিন্নভাবে দেখলে সমস্যার সমাধান হয় না বরং পরিস্থিতি আরো জটিল হয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ