1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

র‌্যাব বিলুপ্তির পক্ষে-বিপক্ষে

সমীর কুমার দে, ঢাকা১৫ মে ২০১৪

পুলিশের বিশেষায়িত ফোর্স র‌্যাব বিলুপ্তি নিয়ে পক্ষে-বিপক্ষে দাবি জোরালো হচ্ছে৷ রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরাও এ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন৷ সরকার ও প্রধান বিরোধী দলের নেতারা অবশ্য র‌্যাব বিলুপ্তির পক্ষে নন৷

সরকার ও প্রধান বিরোধী দলের নেতারা অবশ্য র‌্যাব বিলুপ্তির পক্ষে ননছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির নেতারা অবশ্য এই বাহিনীকে ঘাতকবাহিনী আখ্যা দিয়ে এর বিলুপ্তির দাবি করেছেন৷ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নারায়ণগঞ্জে গিয়ে এক ধাপ এগিয়ে বলেছেন, র‌্যাব বিলুপ্ত না করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবে৷ ওদিকে বিশিষ্টজনদের অনেকে র‌্যাব বিলুপ্ত করার পক্ষে মত দিয়েছেন৷ তাঁরা বলছেন, র‌্যাব নানা অপকর্মের সঙ্গে জড়িত৷ তাই এখন আর এই বাহিনীর প্রয়োজন নেই৷ এটা বিলুপ্ত করে দেয়াই ভালো৷

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘‘এলিট ফোর্স র‌্যাব বাহিনীকে বিলুপ্তি করা ঠিক হবে না৷'' বরং তিনি দোষী র‌্যাব সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে র‌্যাবকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন৷

বিএনপি যখন র‌্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে, প্রয়োজনে আন্দোলনে নামার হুমকি দিয়েছে, ঠিক সেই সময়ে র‌্যাব বহাল রাখার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় এই নেতা৷ বিবৃতিতে তিনি বলেন, গুটিকয়েক র‌্যাব সদস্যদের জন্য এই বাহিনীকে বিলুপ্ত করা ঠিক হবে না৷ র‌্যাব ইতোপূর্বে অনেক ভালো কাজ করেছে৷ ফলে দেশের আইন-শৃঙ্খলার অনেক উন্নতিও হয়েছে৷ তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবশ্যই নিতে হবে৷ অপরাধী যেই হোক, কারো প্রতি নমনীয় না হয়ে বিচারকাজ সঠিকভাবে পরিচালনা করতে হবে৷

রওশন এরশাদ বলেছেন, ‘‘এলিট ফোর্স র‌্যাব বাহিনীকে বিলুপ্তি করা ঠিক হবে না৷’’ছবি: Getty Images/AFP

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘নারায়ণগঞ্জে সাত খুনের পর চাকুরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তা রাষ্ট্রীয় ‘প্রোটেকশন' পাচ্ছে৷'' তিনি বলেন, ‘‘সরকার র‌্যাবকে দেশব্যাপী খুন-খারাপি চালিয়ে যাওয়ার নিজস্ব বাহিনীতে পরিণত করেছে৷ নারায়ণগঞ্জে সাত খুনের পর র‌্যাবের অভিযুক্ত তিন কর্মকর্তাদের সব সুযোগ-সুবিধা বহাল রেখে অবসর দেয়া হয়েছে৷ তারপরও এখনো তাদের গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়া হয়নি৷''

এর কারণ হিসাবে তিনি বলেন, ‘‘অভিযুক্ত র‌্যাব কর্মকর্তাদের একজন হলেন সরকারের প্রভাবশালী এক মন্ত্রীর জামাতা৷ সুতরাং রাষ্ট্রের প্রোটেকশন পেতে তাদের কোনো বিলম্ব হয়নি৷'' র‌্যাবের বিলুপ্তি সর্ম্পকে দলের অবস্থান আবারো তুলে ধরে তিনি বলেন, ‘‘প্রতিষ্ঠাকালে যে সুনাম অর্জন করেছিল র‌্যাব, তা আজ ভূতলে শায়িত হয়েছে৷ র‌্যাব এখন যেন মানুষের ঘুম কেড়ে নেয়ার মূর্তিমান বর্গি সেনা৷ র‌্যাব এখন রক্ষীবাহিনীর প্রেতাত্মা৷ দেশব্যাপী ‘সিরিয়াল কিলার'-এর নাম এখন র‌্যাব৷ তাই র‌্যাবের বিলুপ্তি প্রয়োজন৷''

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার নিজ নির্বাচনি এলাকা কুষ্টিয়ায় গিয়ে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘‘র‌্যাবের কিছু সদস্য যদি অপরাধ করে থাকে, তাদের একচুলও ছাড় দেয়া হবে না৷ তবে র‌্যাব বাতিলের কোনো প্রশ্নই আসে না৷''

তিনি বলেন, ‘‘খালেদা জিয়া যদি র‌্যাব বাতিলের কোনো আন্দোলনে যান, তবে তা কঠোর হস্তে দমন করা হবে৷'' খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘‘জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কতিপয় সদস্য গুলি করে হত্যা করে, এ জন্য কি তিনি সেনাবাহিনী বাতিলের প্রস্তাব দেবেন? পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে৷ তাহলে তিনি কি পুলিশ বাতিলেরও প্রস্তাব দেবেন?''

র‌্যাব বিলুপ্ত না করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবে: খালেদাছবি: DW/M. Mamun

তথ্যমন্ত্রী বলেন, ‘‘বেগম খালেদা জিয়া র‌্যাব বাতিলের যে প্রস্তাব দিয়েছেন, তা একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বজ্ঞানহীন, হঠকারী, রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্তমূলক উক্তি৷'' তিনি বলেন, ‘‘আজকের এই পরিস্থিতিতে যখন র‌্যাব ও পুলিশ জঙ্গি দমনে সফল হয়েছে, সে অবস্থায় র‌্যাব বাতিলের দাবি বাংলাদেশকে জঙ্গিদের কাছে ইজারা দেয়ার একটা চক্রান্ত৷''

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বা টিআইবি-র চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল বুধবার এক অনুষ্ঠানে বলেন, ‘‘সরকারের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না৷ জাতীয় শুদ্ধাচার ব্যবস্থা ঠিক রাখার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না৷ ফলে লিমনের মতো নিরীহ ছেলের বিরুদ্ধে এখনো মামলা চলছে৷ অন্যদিকে সাত খুনের আসামিরা গ্রেপ্তার না হয়ে ঘুরে বেড়াচ্ছেন৷''

প্রসঙ্গত, এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছিলেন, ‘‘র‌্যাব যেভাবে অপরাধে জড়িয়ে পড়েছে তাতে এই বাহিনী বিলুপ্ত করে দেয়াই ভালো৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ