লকডাউনের বাজারে অসম্ভব কাজটাকে সফল করে ফেলেছেন তাঁরা। নিরঞ্জন ও ডানা বিয়ে করলেন ভারতের হরিয়ানায়।
বিজ্ঞাপন
হরিয়ানার বর, মেক্সিকোর কনে। তাঁদের প্রেম চলছিল অনেক দিন ধরে, লকডাউনের বাজারে বিয়েও হয়ে গেল। সকলে যখন করোনার হাত থেকে বাঁচার লড়াই চালাচ্ছেন, গোটা ভারত ঘরবন্দি, বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে, সব অনুষ্ঠান বাতিল, সেই সময়ে এই অভাবনীয় বিয়ে হয়েছে হরিয়ানার রোহটকে। আর এই ঘটনা দেখিয়ে দিয়েছে, ভালোবাসা থাকলে, ইচ্ছে থাকলে সবই সম্ভব, মায় করোনার বাজারে বিয়ে পর্যন্ত।
বলা যেতে পারে, একটা রেকর্ডই করে ফেলেছেন রোহটকের নিরঞ্জন কাশ্যপ এবং মেক্সিকোর ডানা জোহেরি অলিভেরোস। যবে থেকে ভারতে লকডাউন হয়েছে, তারপর আর কোনও বিয়ের অনুষ্ঠান হয়নি। কারণ, মন্দির, মসজিদ, গির্জা সব বন্ধ। ম্যারেজ রেজিস্টারের অফিস এবং আদালত বন্ধ। লোকে বাড়ির বাইরে পা দিতে পারছেন না, সেখানে বিয়ে হবে কী করে? তবে নিরঞ্জন ও ডানার বিয়েটা সম্ভব হয়েছে রোহটকের ডেপুটি ম্যাজিস্ট্রেটের জন্য। তিনি বিশেষ অনুমতি দিয়েছিলেন। তাই তাঁর অফিসে গিয়ে সইসাবুদ করে বিয়ে করেছেন নিরঞ্জন ও ডানা।
ভ্রমণের পথে বাধা সৃষ্টি করছে করোনা সংকট
করোনা সংকটের কারণে গোটা বিশ্বে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গেছে৷ বিশেষ করে ভ্রমণ ও পর্যটন ক্ষেত্র অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ অদূর ভবিষ্যতেও অনিশ্চয়তা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷
ছবি: picture-alliance/nordphoto/Bratic
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বন্ধ
১৭ই মার্চ থেকে এক মাসের জন্য ইইউ-র বহির্সীমানা বন্ধ করে দেওয়া হয়েছিল৷ সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে৷ ইইউ-র বাইরের কয়েকটি দেশসহ শেঙেন এলাকার বহির্সীমানাও বন্ধ রাখা হয়েছে৷
ছবি: picture-alliance/E. Cegarra
জার্মানিতে সতর্কতার মেয়াদ বাড়লো
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন, বিদেশ ভ্রমণে সতর্কতার মেয়াদ কমপক্ষে এপ্রিল মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে৷ তিনি টুইট বার্তায় জার্মানির মানুষকে বাসায় থেকে নিজের ও অন্যান্য মানুষের সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন৷ অনেক ভ্রমণ সংস্থাও এপ্রিল মাসের শেষ পর্যন্ত কার্যকলাপ বন্ধ রেখেছে৷ জার্মান সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বেশিরভাগ দেশের সঙ্গে সীমান্ত ৪ঠা মে পর্যন্ত বন্ধ রাখা হবে৷
ছবি: picture-alliance/nordphoto/Bratic
আটকে পড়া নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ
করোনা সংকট শুরু হবার পর থেকে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে আটকে পড়া দেড় লাখেরও বেশি জার্মান নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে৷ টিইউআই ভ্রমণ সংস্থার সূত্র অনুযায়ী এই উদ্যোগের ফলে প্রায় ৯৫ শতাংশ মানুষ দেশে ফিরে এসেছেন৷ বিশেষ করে মিশর, স্পেন, পর্তুগাল ও কেপ ভ্যার্দ দ্বীপপুঞ্জে বেশিরভাগ জার্মান নাগরিক আটকে পড়েছিলেন৷
ছবি: picture-alliance/dpa/C. Margais
ভারতে বন্ধ পর্যটন ভিসা
করোনা সংকটের জের ধরে ভারত সব পর্যটক ভিসা কমপক্ষে এক মাসের জন্য বাতিল করেছিল৷ একমাত্র যে সব বিদেশি আগে থেকেই দেশে ছিলেন, তাদের থাকার অনুমতি দিয়েছিল ভারত সরকার৷ আপাতত ৩রা মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে৷
ছবি: picture-alliance/NurPhoto/N. Kachroo
এশিয়ার পর্যটনে ধস
বিশেষ করে চীনা পর্যটকদের প্রবেশের উপর বিধিনিষেধের কারণে এশিয়ার অনেক পর্যটনকেন্দ্র সংকটে পড়েছে৷ যেমন টোকিওর সেনসো-জি মন্দির ও কম্বোডিয়ার আংকর ওয়াট মন্দিরে দর্শকদের সংখ্যা নাটকীয় মাত্রায় কমে গেছে৷ মার্চ মাসেই থাইল্যান্ডে পর্যটকদের সংখ্যা ৪৪ শতাংশ কমে গিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/M. Taga
অ্যামেরিকায় প্রবেশ নিষেধ
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে৷ ইটালি ও স্পেন করোনা সংকট সামলাতে হিমশিম খাচ্ছে৷ ফ্রান্স লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ ১৩ই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যে অ্যামেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা ততদিন চালু থাকবে, যতদিন না ইউরোপের দেশগুলিতে উন্নতির লক্ষণ দেখা না যায়৷
ছবি: picture-alliance/dpa/T. Stolyarova
মাইয়র্কা দ্বীপে দুশ্চিন্তা
পর্যটনের উপর অত্যন্ত নির্ভরশীল স্পেনের মাইয়র্কা দ্বীপ৷ পালমা শহরের রাজপ্রাসাদের সামনে এখন প্রায় কোনো মানুষই চোখে পড়ছে না৷ পর্যটকেরা ইস্টারের ছুটি কাটাতে সেখানে যেতে পারেন নি৷ বিশেষ করে জার্মানি ও ব্রিটেনে অনিশ্চয়তার কারণে এমনকি মরসুমের সময়েও অনেক হোটেল বন্ধ রাখতে হবে সেখানকার হোটেল সংগঠন আশঙ্কা করছে৷
ছবি: picture-alliance/GTRES/G3online
আশার আলো
সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতের উপর আলোর এক ইনস্টলেশন করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম ও মানবজাতির মধ্যে সংহতির বার্তা পাঠাচ্ছে৷ বিশ্বের অন্যান্য প্রান্তেও পর্যটকদের প্রিয় অনেক স্থানে এমন ইতিবাচক বার্তা তুলে ধরা হচ্ছে৷ যেমন মিশরের গির্জা পিরামিডের সামনে লেখা আছে ‘নিরাপদ থাকুন, বাসায় থাকুন’৷
ছবি: picture-alliance/KEYSTONE/V. Flauraud
অস্ট্রেলিয়ায় নাগরিকদের উপর নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ার সরকার অনির্দিষ্টকালের জন্য নাগরিকদের বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ প্রধানমন্ত্রী স্কট মরিসন বিদেশে অবস্থানরত সব অস্ট্রেলীয় নাগরিকদের দেশে ফেরার ডাক দিয়েছেন৷ অস্ট্রেলিয়ায় প্রবেশ করলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম বে কিছু দিন ধরে চালু রয়েছে৷
ছবি: picture-alliance/Zuma/Sopa/F. Rols
9 ছবি1 | 9
ফলে তিন বছর আগে থেকে তাঁদের যে প্রেম শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তা পরিণতি পেলো। নিরঞ্জন জানিয়েছেন, তাঁর সঙ্গে ডানার আলাপ বিদেশি ভাষা শিক্ষার একটি অ্যাপের মাধ্যমে। সেই পরিচয় থেকে প্রেম। তবে তখনও কেউ কাউকে মুখোমুখি দেখেননি। নিরঞ্জনকে দেখতে ডানাই চলে আসেন ২০১৭ সালে। এক বছর পরে তাঁরা ঠিক করেন, বিয়ে করবেন। ২০১৮তে মেক্সিকো ফিরে যান ডানা। বিয়ের জন্য ভারতে এসেছিলেন গত ১৭ ফেব্রুয়ারি। ২০ তারিখ তাঁরা নোটিস দেন। আসলে ডানা বিদেশিনী বলে বিশেষ বিবাহ আইন অনুসারে এক মাসের নোটিস দিতে হয়। ঠিক ছিল, তাঁরা মার্চের তৃতীয় সপ্তাহে বিয়ে করবেন। কিন্তু তার মধ্যে শুরু হলো লকডাউন। বিয়ে আটকে গেল। অগত্যা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করলেন তাঁরা। ডেপুটি ম্যাজিস্ট্রেট তখন বলেন, মোক্সিকোর দূতাবাস থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেলেই তিনি বিয়ের ব্যবস্থা করে দেবেন।
৯৯ বছর বয়সে 'তৃতীয় বিশ্বযুদ্ধ' জয়
কয়েকদিন পরেই বয়স হবে ১০০৷ শততম জন্মদিনটা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন টম মুর৷ নিজের বাগানে শুরু করেছিলেন কঠিন এক যুদ্ধ৷ ছবিঘরে তার সেই যুদ্ধ জয়ের গল্প...
ছবি: via Reuters
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরের নতুন 'যুদ্ধ'
ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন টম মুর৷ ৯৯ বছর বয়সে নতুন এক 'যুদ্ধ' শুরু করে এই প্রথম সাড়া জাগালেন সারাবিশ্বে৷ ব্রিটেনের স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, তাদের সহায়তায় অর্থ সংগ্রহ করতে নিজের বাগানে ১০০ বার হাঁটার ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘‘হিপের (নিতম্ব) হাড় ভেঙে গেলেও আমি থামবো না৷’’
ছবি: via Reuters
যাদের প্রতি কৃতজ্ঞ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা টম মুর বৃটেনের স্বাস্থ্য কর্মীদের প্রতি খুব কৃতজ্ঞ৷ জীবনে নানা সময়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে৷ দারুণ সেবা পেয়েছেন সব সময়৷ একবার হিপের হাড় ভেঙে যাওয়ায় স্বাস্থ্যকর্মীর খুব আন্তরিক সেবা দিয়ে সারিয়ে তুলেছিলেন তাকে৷ এবার ঋণ পরিশোধের পালা৷ শতবর্ষ পূর্তির আগে তাই রেডফোর্ড শায়ারের বাড়ির বাগানে হেঁটে পাঁচ লাখ পাউন্ড সংগ্রহ করতে চেয়েছিলেন তিনি৷
ছবি: Reuters/H. McKay
তার পাশে লাখো মানুষ
হিপের হাড় ভাঙার পর থেকে ওয়াকার ছাড়া হাঁটতে পারেন না 'ক্যাপ্টেন টম'৷ ২৫ মিটার দীর্ঘ বাগানে ৯৯ বছর বয়সে একশ' বার হাঁটতে বুকের পাটা লাগে৷ সেই সাহস আছে বলেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন৷ সাহসী এই অশীতিপর বৃদ্ধের হাঁটা দেখে মুগ্ধ হয়েছেন সারা বিশ্বের মানুষ৷ তারা টাকা পাঠানোয় পাঁচ লাখ পাউন্ডের তহবিল সংগ্রহ করতে চেয়ে ৩০ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেন টম মুর৷ ছবিতে তরুণ বয়সের টম মুর৷
ছবি: via Reuters
তবুও হাঁটছেন...
ভেবেছিলেন দশদিনে ১০০ বার হাঁটবেন৷ আশা ছিল এ সময়ে পাঁচ লাখ পাউন্ড উঠে যাবে এবং তাহলে আর হাঁটতে হবে না৷ কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে থেকে অভাবনীয় সাড়া পেয়ে 'ক্যাপ্টেন টম' খুব উজ্জীবিত৷ তার নতুন ঘোষণা, মানুষ চাইলে ১০০ বারের লক্ষ্য পূরণ হওয়ার পরও তিনি হাঁটবেন৷
ছবি: via Reuters
সবার নজর ৩০ এপ্রিলে
আগামী ৩০ এপ্রিল ১০০ বছর পূর্ণ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত এবং মিয়ানমারে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে কাজ করা টম মুর৷ সিভিল ইঞ্জিনিয়ার টম মুর তো 'তৃতীয় বিশ্বযুদ্ধে' জিতেই গেছেন, এখন শুধু শতবর্ষ পূরণের দিনে তাকে ‘হ্যাপি বার্থডে’ বলার অপেক্ষা৷ (ওপরের ছবিতে সেনাবাহিনীর পোশাকে তরুণ টম মুর৷)
ছবি: via Reuters
5 ছবি1 | 5
সেই সার্টিফিকেট এলো। কথা রাখলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাঁর অফিসে গলায় মালা ঝুলিয়ে সইসাবুদ সেরে ফেললেন নিরঞ্জন ও ডানা। খুশি নিরঞ্জনের পরিবার। খুশি ডানার মা, যিনি মেয়ের সঙ্গে হরিয়ানায় এসেছেন। ডানা বলেছেন, ''আমিও খুশি। আমার খুব ভালো লাগছে।'' নিরঞ্জনও একগাল হেসে জানিয়েছেন, ''আমাদের প্রেম সফল হলো। লকডাউনের মধ্যেও বিয়ে হলো। এর থেকে ভালো খবর আর কী হতে পারে।''
মেক্সিকোয় ফেরার টিকিট কাটা ছিলো আগেই। তা বাতিল করতে হয়েছে। এখন নতুন করে ৫ মে ফেরার টিকিট কেটেছেন ডানা। ততদিন লকডাউনের মধ্যে রোহটকের বাড়িতেই মধুচন্দ্রিমা করবেন তাঁরা। অবশ্য ৫ তারিখ বিমান চলাচল শুরু হলে তবেই ফিরতে পারবেন ডানারা। এ সব নিয়ে তাঁরা এখন ভাবছেন না। করোনা ও লকডাউনের বাজারে বিয়েটা সেরে ফেলতে পারার আনন্দেই তাঁরা মশগুল।