1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লকডাউনে’ অনাহারে পথের কবুতর

২ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের কারণে প্রায় পুরো বিশ্ব ‘লকডাউন' হয়ে আছে৷ সচেতনতা আর নিষেধাজ্ঞার কারণে রাস্তাঘাট জনশূন্য৷ এ অবস্থায় ‍মানুষের দেওয়া খাবারের উপর নির্ভরশীল রাস্তার পশুপাখি অনাহারে মরতে বসার ঝুঁকিতে৷

ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst

বন শহর ভিত্তিক ‘জার্মান অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এ বিষয়ে সতর্ক করে বলেছে, জনশূন্য সিটিসেন্টারগুলোতে হাজার হাজার কবুতর খাবারের অভাবে মারা যেতে পারে৷

মানুষ না থাকায় পথচারীদের দেওয়া খাবারের উপর নির্ভরশীল এসব কবুতর এখন ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে৷

দাতব্য সংস্থাটির বিশেষজ্ঞ লিওনি ভেগৎজেন দ্য এক্সপ্রেস পত্রিকাকে বলেন, ‘‘কবুতর সহজে নিজের অভ্যাস বদলাতে পারে না৷ তাই সেগুলো সিটিসেন্টার ছেড়ে যাবে না৷ দ্রুত খাবারের ব্যবস্থা করা না হলে সেগুলো অনাহারে মারা যাবে৷

তার উপর এখন ডিম থেকে বাচ্চা জন্মের সময়৷ মা পাখি খাবার যোগাড় করতে না পারলে বাচ্চাগুলো হয়তো বাসার মধ্যেই মারা পড়বে৷’’

কবুতরের খাবারের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে সেখানে তাদের নিয়মিত খাবার দেওয়া আহ্বান জানান তিনি৷ প্রাণী অধিকার সুরক্ষা কর্মী ও স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণের কাজটি করতে পারবেন৷

জার্মানির অনেক শহরেই কবুতর অনেক বেড়ে গেছে এবং সেগুলো নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে৷ তাই বলে সেগুলোকে এভাবে মরতে দেওয়া উচিত হবে না বলে মনে করেন ভেগৎজেন৷ বলেন, ‘‘একসময় মানুষই কবুতরগুলোকে শহরে নিয়ে এসেছিল৷ এখন সেগুলোকে রক্ষা করাও আমাদের বিশেষ দায়িত্ব৷’’

নিক মার্টিন/এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ