1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উৎসবে মাতোয়ারা স্পেন

১০ মে ২০২১

করোনার ভয়াবহ প্রকোপ রুখতে ছয় মাসের লকডাউন কার্যকর করেছিল স্পেন সরকার৷ লকডাউন শেষ৷ তাই শনিবার থেকে স্পেন জুড়ে চলছে উৎসবের আনন্দ৷

Spanien, Barcelona | Nächtliche Ausgangssperre aufgehoben
ছবি: Jordi Boixareu/ZUMA/picture alliance

শনিবার মধ্যরাত থেকে স্পেনের ১৭টির অধিকাংশ অঞ্চলেই ফিরেছে স্বাভাবিক জীবন৷ তার মানে, সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত রেস্তোরাঁ খোলা৷ এক টেবিলে সর্বোচ্চ চার জন বসতে পারবেন, রেস্তোরাঁর ভেতরে শতকরা ৩০ ভাগ আসনে বসা যাবে- এমন নিয়ম থাকলেও এগুলোকে আর বড় করে দেখছেন না স্পেনবাসী৷ মুক্তমনে ঘোরা যাবে, ঘরের বাইরে চুটিয়ে আড্ডা দেয়া যাবে- এইটুকুই বা কম কিসে!

তাই ছয় মাসের লকডাউনের শেষের সূচণার আগেই বিভিন্ন শহরের রাস্তায় শুরু হয়ে যায় উদ্দাম নাচ-গান৷ যেন দেশজুড়ে আগেভাগেই শুরু হয়ে গেছে নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসব৷

বার্সেলোনার রাস্তায় আগেভাগেই ভিড় জমে যাওয়ায় কাজে নেমে পড়ে পুলিশ৷ ফলে ঘণ্টা দুয়েকের জন্য বাড়ি ফিরতে বাধ্য হন এমন একটি দিনের জন্য মুখিয়ে থাকা হাজারো মানুষ৷ রাত বারোটা বাজতেই আবার ফিরে আসেন তারা৷ শহরের কোণে কোণে, রাস্তায় রাস্তায় শুরু হয়ে যায় করোনার থাবা থেকে মুক্ত হয়ে খোলা আকাশের নীচে জীবন উপভোগের অনাবিল আনন্দ উদযাপন৷

ছবি: Jordi Boixareu/ZUMA/picture alliance

রাজধানী মাদ্রিদসহ স্পেনের অনেক শহরেরই তখন অভিন্ন চিত্র৷ মানুষের আনন্দে করোনাভাবনা যেন দেশছাড়া৷

লকডাউনের ছয়মাসে ১৭টি অঞ্চলের মানুষ নিজের অঞ্চল থেকে অন্য অঞ্চলে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের অনুমতি পাননি৷ শনিবার থেকে আন্ত-আঞ্চলিক ভ্রমণে আর কোনো বাধা নেই৷

তবে করোনায় সাড়ে তিন লাখ মানুষ সংক্রমতি হওয়া এবং প্রায় ৭৯ হাজার মানুষ মৃত্যু বরণ করা ইউরোপের এই দেশের সব অঞ্চল থেকে এখনো লকডাউন প্রত্যাহার করা হয়নি৷ বালেরিক আইল্যান্ডস, ক্যানারি আইল্যান্ডস, নাভারা এবং ভ্যালেন্সিয়ার মানুষ এখনো লকডাউনে ‘বন্দি'৷

ছবি: Emilio Morenatti/AP Photo/picture alliance

এসিবি/কেএম (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ