1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন, বাড়ল শপিংমল খোলার সময়

২৮ এপ্রিল ২০২১

৫মে পর্যন্ত চলমান লকডাউনের বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার৷ এবারের আদেশে দোকান ও শপিংমল খোলার সময় বাড়ানো হলো৷

প্রতীকী ছবিছবি: Sazzad Hossain

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগে বিধিনিষেধের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানো হল৷ এবারের আদেশে দোকান ও শপিংমল খোলার সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখার কথা বলা হলেও গণপরিবহন ও অফিসের ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল থাকছে৷

প্রজ্ঞাপনে সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তের কথাও চলমান বিধিনিষেধের তালিকায় যুক্ত করা হয়েছে৷

করোনাভাইরাসে ঊর্ধ্বগতি রোধে ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপে জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়ার ক্ষেত্রে ‘সর্বাত্মক' লকডাউন দেওয়া হয়৷ সে মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত চলার কথা থাকলেও এখন তা আরও এক সপ্তাহ বাড়ানো হল৷  

লকডাউনের শুরুতে  শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ‘জীবন-জীবিকার কথা বিবেচনা করে' ২৫ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়৷ এবার তা বাড়িয়ে বিকেল ৪টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়৷

কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ