1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ-আওয়ামী লীগ সংঘর্ষে কিশোরের মৃত্যু

২২ ফেব্রুয়ারি ২০২৩

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় লক্ষ্মীপুরে ১৪ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে৷ আহত হয়েছেন পুলিশসহ অন্তত ১২ জন৷ জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে বুধবার সকালে শুরু হওয়া এ সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/E.Topcu

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বরুয়া ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষটি হয়েছিল৷'

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে প্রকাশ, মেঘনা নদী থেকে জেগে ওঠা খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে বলে জানিয়েছে পুলিশ৷

বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম৷

নিহত রাসেল চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা৷

স্থানীয়দের বরাতে পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মেঘনা নদী থেকে জেগে উঠা খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহজালাল রাহুল ও আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছে৷

এই বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এতে ধারালো অস্ত্রের আঘাতে কিশোর রাসেল গুরুতর আহত হয়৷

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজকে জানান লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন৷

পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম আরো বলেন, সংঘর্ষের  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ৷ এ সময় ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে৷ 

সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম৷

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ