1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেকায়দায় বায়ার্ন

৫ অক্টোবর ২০১২

টানা ছয় ম্যাচে জেতার পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হেরে বায়ার্ন মিউনিখের অবস্থা এখন যেন পচা শামুকে পা কাটার মতো না হয়, সেজন্য সতর্ক করে দিয়েছেন ক্লাবের চেয়ারম্যান রুমিনিগে৷ খেলোয়াড়দের মনোবল ফেরানোর চেষ্টা করছেন তিনি৷

Munich's Franck Ribery reacts during the Champions League Group F soccer match between FC Bate Borisov and FC Bayern Munich at the Dinamo stadium in Minsk, Belarus, 02 October 2012. Photo: Andreas Gebert dpa
Champions League BATE Borisov - Bayern Münchenছবি: picture-alliance/dpa

গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে সর্বশেষ হেরেছিলো বায়ার্ন মিউনিখ৷ এরপর টানা দশটি প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে প্রথম হারলো তারা বাটে বরিসভের কাছে৷ তাও ৩-১ গোলের মতো বড় ব্যবধানে৷ তবে মিন্সকের সেই হারকে ভুলে পর আবারও জয়ে ধারায় ফিরতে হবে, দলের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন কার্ল হাইনৎস রুমিনিগে৷ শনিবার লিগ ম্যাচে হফেনহাইমের বিরুদ্ধে খেলবে বায়ার্ন মিউনিখ৷ সেই ব্যাপারে দলের অন্যতম এই কর্তাব্যক্তি বললেন, ‘‘এটা গুরুত্বপূর্ণ যে আমরা হফেনহাইমের বিরুদ্ধে কোনো ধরণের ছাড় দেবো না৷ যাতে বিপক্ষ বুঝতে পারে যে আমরা ম্যাচে হারলেও পরাজিত হইনি৷ আমার মতে, ওই খেলায় হারার পরও আমরা যাতে লক্ষ্যচ্যুত না হই সেটা নিশ্চিত করা খুবই জরুরি'', বলেন রুমিনিগে৷ এদিকে দলের কোচ ইউপ হেইনকেস আর ক্রীড়া পরিচালক মাথিয়াস জামারের মধ্যে মতানৈক্য নিয়ে সম্প্রতি বেশ খবর শোনা যাচ্ছে৷

উল্লেখ্য, বুন্ডেসলিগার প্রথম ছয়টি ম্যাচের সবগুলো জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে তারা৷ ডর্টমুন্ড রয়েছে তৃতীয় অবস্থানে৷ তারা অবশ্য চ্যম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে৷ গোটা ম্যাচে মার্কো রয়েসের গোলে এগিয়ে থাকলেও নব্বই মিনিটের পেনাল্টিতে গোল খেয়ে ড্র করে হলুদ জার্সিরা৷ এদিকে বুন্ডেসলিগার পরের ম্যাচে তারা খেলতে যাচ্ছে হ্যানোভারের বিপক্ষে৷ সর্বশেষ ম্যাচে ম্যোনশেনগ্লাডবাখকে তারা হারিয়েছে ৫-০ গোলে৷

আরআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ