1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনীতির প্রবৃদ্ধি

১০ মার্চ ২০১২

বাংলাদেশের অর্থনীতি চলতি বছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবেনা বলে মনে করেন অর্থনীতিবিদরা৷ তারা মনে করেন অর্থনীতি যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তা সামাল দেয়া সম্ভব৷ তবে কমাতে হবে সরকারি ব্যয়৷

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. জায়েদ বখত মনে করেন দেশের অর্থনীতি বেশ চাপের মুখেই আছে৷ যাকে সঙ্কট না বলে তিনি দেখছেন চ্যালেঞ্জ হিসেবে৷ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, টাকার অবমূল্যায়ন এখন প্রধান চ্যালেঞ্জ৷

সর্বশেষ হিসেব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে আমদানি খাতে খরচ হয়েছে দুই হাজার ১০০ কোটি ডলার৷ আর এর বিপরীতে রফতানি আয় এক হাজার ৪০০ কোটি ডলার৷ বিদেশ থেকে রেমিটেন্স এসেছে ৭০০ কোটি ডলার৷ ডলারের দাম কিছুটা কমতে শুরু করেছে৷ তবে রেমিটেন্স বাড়লেও রফতানি কমেছে দুই ভাগ৷ আর মুদ্রাস্ফীতি দুই অংকের কোঠায় রয়েছে৷ আসছে গ্রীস্মে বিদ্যুতের চাহিদা বাড়বে৷ আর এজন্য বাড়বে জ্বালানির আমদানি৷ বাড়তি খরচ মেটাতে গিয়ে টান পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে৷ ভর্তুকি কমালে বা জ্বালানির দাম বাড়ালে মুদ্রাস্ফীতি আরো বাড়বে৷ এই পরিস্থিতিতে সাবেক অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম মনে করেন চলতি বাজেটে প্রবৃদ্ধির যে ৭ ভাগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবেনা৷

বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ায় মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাচামালের আমদানি কমেছে৷ যা শিল্প উৎপাদনকে বাধাগ্রস্ত করছে৷ ড. জায়েদ বখত মনে করেন অর্থনীতির এই চ্যালেঞ্জ মোকাবেলায় বৈদেশিক ঋণের প্রবাহ যেমন বাড়াতে হবে৷ তেমনি বাড়াতে হবে এর ব্যবহার৷ দক্ষতার অভাবে ঋণ ব্যবহারের গতি আশাব্যঞ্জক নয়৷

আর ড. মির্জা আজিজুল ইসলাম মনে করেন সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে৷ সরকারকে হতে হবে মিতব্যয়ী৷

তাঁরা দু'জনই মনে করেন, বাংলাদেশের অর্থনীতি এখন যে চ্যালেঞ্জের মুখে আছে তা কাটিয়ে ওঠা সম্ভব৷এর জন্য আরো প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এবং গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ