1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নৌ পরিবহন

৩ আগস্ট ২০১২

সামনে আসছে ঈদ৷ নাড়ির টানে বাড়ি ফিরতে চাইবেন সবাই৷ দক্ষিণাঞ্চলে যাদের বাড়ি তাদের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম লঞ্চ৷ কিন্তু মাধ্যম হিসেবে এটা কতটা নিরাপদ?

Eine überfüllte Fähre verlässt am 4.12.2002 auf dem Buriganga-Fluss Dhaka. Tausende Einwohner der Hauptstadt von Bangladesch fahren derzeit zurück zu ihren Familien auf das Land, um mit ihnen am 6.12. das Eid al-Fitr-Fest zu feiern, das das Ende des Fastenmonats Ramadan markiert. Schlagworte Verkehr, Schiffahrt, Schifffahrt, Schiffe, Transporte, fähre, überfüllt, voll, menschenmenge, Passagiere
Bangladesch Dhaka Überfüllte Fähreছবি: picture-alliance / dpa/dpaweb

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট'এর নৌ স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম কুমার সাহা বলেন, তাঁর জানা মতে সরকার এবার লঞ্চ দুর্ঘটনা এড়াতে কয়েকটি পদক্ষেপ নিয়েছে৷ যেমন লঞ্চ ছাড়ার আগে কতজন যাত্রী উঠলো সেটা গুণে দেখা হবে৷ এছাড়া ম্যাজিস্ট্রেট ঘাঁটে উপস্থিত থেকে লঞ্চ চলাচলের ক্ষেত্রে কোনো অংসগতি হচ্ছে কিনা – সেটা লক্ষ্য রাখবেন৷ গতবারও সরকার এ ধরণের পদক্ষেপ নিয়েছিল৷ ফলে দুর্ঘটনা এড়ানো গেছে৷

ড. সাহা বলেন, ঈদের সময় যাত্রীদের সংখ্যা দুই থেকে তিনগুন বেড়ে যায়৷ তাই এসময় অতিরিক্ত সাবধানতার প্রয়োজন৷ তবে অন্যান্য সময় বিশেষ করে দুর্যোগের সময় যদি সরকার কড়া নজরদারির ব্যবস্থা করে তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবেনা৷

বুয়েট'এর এই শিক্ষক বলেন, ফিটনেসবিহীন লঞ্চ যেন নদীতে নামতে না পারে সেটা তদারক করে নৌ অধিদপ্তর৷ সেজন্য তাদের কয়েকজন পরিদর্শক রয়েছে৷ তবে সংখ্যাটা এতই অপ্রতুল যে তাদের পক্ষে সব লঞ্চ পরীক্ষা করে দেখাটা সম্ভব নয়৷

তিনি বলেন, বুয়েট'এর একটা জরিপে লঞ্চগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে৷ এর মধ্যে একেবারে শেষে, মানে ‘ডি' ক্যাটাগরিতে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো একেবারেই চলাচলের অযোগ্য৷ এবং দুর্ঘটনার কারণ সেগুলোই৷ সরকারের উচিত ঐ লঞ্চগুলোর চলাচলের অনুমতি বাতিল করে দেয়া৷

ড. সাহা বলেন, সরকারি পর্যায়ে কয়েকটি লঞ্চ রয়েছে৷ তবে সেগুলো অনেক পুরনো৷ মূলত আর্থিক কারণে সরকার লঞ্চের সংখ্যা বাড়াতে পারছে না বলে মনে করেন তিনি৷

সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ