১৮৭৫ সাল থেকে লন্ডনে পার্লি রাজা ও রানিদের ঐতিহ্য আছে৷ তারা লন্ডনের বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব করেন৷ ভালো কাজের জন্য তারা তহবিল সংগ্রহ করেন৷ তাদের মধ্যে উত্তরসূরি নির্বাচনেরও চল আছে৷
বিজ্ঞাপন
বছরে একটি দিন ফসল কাটার উৎসব হিসেবে পালন করেন পার্লিরা৷ সেদিন তারা পার্লি নকশার পোশাক পরে গান, নাচ করেন৷ পার্লি রানি ক্যাটি বার্নস বলেন, ‘‘অনেক মানুষ আছেন যারা জানেন না, পার্লিরা আছেন৷ তারা আমাদের এখানে দেখতে পান এবং আমাদের সম্পর্কে জানতে পেরে তারা খুব আনন্দিত হন৷''
লন্ডনের শ্রমিক শ্রেণির আইকন হলেন পার্লিরা৷ উনিশ শতকে নকশা করা স্যুট পরে তারা দরিদ্রদের জন্য অর্থ সংগ্রহ করতেন৷ আজও তারা স্থানীয় দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করেন৷
অনেকদিন ধরে অর্থ তোলার রেকর্ড আছে ক্লাইভ বেনেটের৷ তিনি পার্লি সংস্কৃতি খুব ভালোভাবে তুলে ধরেন৷ পুরনো লন্ডনের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন তিনি৷ ক্লাইভ বলেন, ‘‘অনেকে বলেন এটা গোপন ভাষা৷ পুলিশ যদি আপনাকে ধরতে আসে তাহলে তাদের ফাঁকি দেওয়ার জন্য এটা বলা হয়৷ যেমন ‘কেইন অ্যান্ড এইবল' মানে হচ্ছে টেবিল, ‘জ্যাক দ্য রিপার' বলতে বোঝায় স্ট্রিপার৷ আর ‘কাপ্পা অফ রোজি লি' মানে হচ্ছে চা৷''
ফসল কাটার উৎসবে ফেরা যাক৷ পার্লিরা অর্থ সংগ্রহ করছেন৷ এভাবে তারা তহবিল সংগ্রহের আরো একটি সফল বছর পার করছেন৷ উৎসবের এক দর্শক বলেন, ‘‘সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, তরুণরা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে৷ তারা ঐতিহ্যবাহী পোশাক পরে প্রস্তুত হচ্ছে৷ সেটা না হলে এসব পুরনো রীতি ও গান, এবং আজ আমরা যা শুনছি সব একদিন হারিয়ে যাবে৷ বিষয়টা লজ্জার হবে৷''
পার্লিদের সংখ্যা কমে গেছে৷ আগে লন্ডনে তাদের সংখ্যা কয়েকশ ছিল৷ এখন আছে কয়েক ডজন৷
পার্লি রাজা জন ডাওয়েল বলেন, ‘‘লন্ডনের ছেলে হিসেবে এটা আমার ঐতিহ্যের একটি অংশ- ককনি বয়৷ লন্ডনের বাস, লন্ডনের ট্যাক্সি, লন্ডনের একজন পুলিশ কর্মকর্তার মতো আইকনিক একটা বিষয় হচ্ছে পার্লি রাজা ও রানি৷ আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখতে হবে৷ তা না হলে আমরা এটা হারিয়ে ফেলবো৷''
পার্লিদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের তরুণ সদস্যদের উপর৷ যেমন পার্লি রানি হতে এভি ওয়ালড্রেন দুই বছরের প্রশিক্ষণ শুরু করেছে৷ সামাজিক মাধ্যমে তিনি তার প্রশিক্ষণের বিষয় তুলে ধরছেন৷ এভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর আশা করছেন তিনি৷ এভি বলেন, ‘‘পার্লিরা বিলুপ্ত হলে আমার হৃদয় ভেঙে যাবে৷ আমার মনে হয় পার্লিরা এখন যেমন আছে সেভাবে এগিয়ে যাবে৷ তবে কিছু জিনিস আধুনিক করতে হবে৷ যেমন ইনস্টাগ্রাম ও সামাজিক মাধ্যমে সক্রিয় হতে হবে৷ সেই সঙ্গে পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে৷''
পার্লি রাজা ও রানিরা পার্লি সংস্কৃতির ধারক ও বাহক৷ তারা এই ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর৷
প্রতিবেদন: শার্লট চেলসম-পিল/জেডএইচ
প্রেমের কারণে যতবার বিব্রত ব্রিটিশ রাজপরিবার
প্রেম ও বিয়ের ঘটনায় একাধিকবার বিব্রত হতে হয়েছে ব্রিটিশ রাজপরিবারকে৷ এমনই কয়েকটি ঘটনা জানুন ছবিঘরে...
ছবি: picture-alliance/AP Photo/Mary McCartney/Queen Elizabeth II
চার্লস ও ক্যামিলা
বিয়ের ১২ বছর পর ১৯৯২ সালে লেডি ডায়ানার সাথে বিচ্ছেদ হয় যুবরাজ চার্লসের৷ মনোমালিন্য ছাড়াও এই বিচ্ছেদের পেছনে অন্যতম কারণ ছিল চার্লসের প্রাক্তন প্রেমিকা ক্যামিলা পার্কার বোলস৷ রাজপরিবারের অনিচ্ছা সত্ত্বেও ২০০৫ সালে ক্যামিলাকে বিয়ে করেন চার্লস৷ এই বিয়েতে উপস্থিত ছিলেননা চার্লসের মা রানী দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর পিতা ফিলিপও৷
ছবি: AP
ডায়ানা ও দোদি
চার্লসের সাথে বিবাহিত থাকাকালীন এবং বিচ্ছেদের পরেও একাধিক পুরুষের সাথে জুড়তে থাকে ডায়ানার নাম৷ এরমধ্যে সবচেয়ে আলোচিত মিশরের চলচ্চিত্র প্রযোজক দোদি ফায়েদের সাথে তাঁর সম্পর্ক৷ ১৯৯৭ সালে প্যারিসের যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা সেই গাড়িতে তাঁর সাথে ছিলেন ফায়েদও৷ ডায়ানার জীবনযাপন বিষয়ে ব্রিটিশ রাজপরিবারের অসন্তোষ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায়ই আলোচিত হয়েছে৷
ছবি: dapd
রাজকুমারী অ্যান
চার্লসের ছোট বোন রাজকুমারী অ্যানের সাথেও জড়িয়ে ছিল নানা পুরুষের নাম, যার মধ্যে অন্যতম ক্যামিলার সাবেক স্বামী অ্যান্ড্রু পার্কার বোলসও৷ এছাড়া, অ্যানের স্বামী মার্ক ফিলিপসের নামও জড়ায় নানা কেচ্ছার সাথে৷ শুধু তাই নয়, অ্যান-মার্ক বিচ্ছেদের ফলে সংবাদমাধ্যমে আলোচিত হয় ব্রিটিশ রাজপরিবারের বিচ্ছেদ-বিরোধিতা কমার প্রবণতা৷
ছবি: picture-alliance/dpa/PA Wire/G. Fuller
মার্গারেট ও পিটার টাউনসেন্ড
রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট বোন রাজকুমারী মার্গারেট৷ মার্গারেট প্রথম শিরোনামে আসেন পিটার টাউনসেন্ডের সাথে তাঁর প্রেমের কারণে৷ সেই সময় বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন কারো সাথে রাজপরিবারের সদস্যের বিয়ে হওয়া ছিল অসম্ভব৷ পরিবারের চাপে টাউনসেন্ডকে বিয়ে করতে অস্বীকার করেন মার্গারেট, কিন্তু পরবর্তীতে চিত্রগ্রাহক অ্যান্টনি আর্মস্ট্রং-জোনসের সাথে তাঁর বিয়েও সৃষ্টি করে বহু বিতর্ক৷
ছবি: AFP/Getty Images
অষ্টম এডোয়ার্ড ও ওয়ালিস সিম্পসন
মার্গারেটেরও আগে মার্কিন নাগরিক ও বিবাহ-বিচ্ছেদপ্রাপ্ত ওয়ালিস সিম্পসনকে বিয়ে করার জন্য রাজকর্তব্য থেকে সরে আসেন অষ্টম এডোয়ার্ড৷ সেই সময় রাজার আসনে বসতে চলা এডোয়ার্ডের এই পদক্ষেপ আলোড়ন তোলে৷ এর ফলে, তাঁর ছোট ভাই ষষ্ঠ জর্জ রাজা হন৷ এডোয়ার্ড-ওয়ালিসের বিবাহ এখনও রাজপরিবারের অন্যতম বিতর্কিত ঘটনা হিসাবে আলোচিত হয়৷
ছবি: picture-alliance/Photoshot
অ্যান্ড্রু
চার্লসের ছোট ভাই অ্যান্ড্রুরও পিছু ছাড়েনি বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা৷ যেমন মার্কিন অভিনেত্রী কু স্টার্কের সাথে তার সম্পর্ক৷ শুধু তাই নয়, পরবর্তীতে সারা ফার্গুসনকে বিয়ে করলেও কু স্টার্কের কন্যার ‘গডফাদার’ হন অ্যান্ড্রু, যা নতুন করে খবরের শিরোনামে নিয়ে আসে তাকে৷
ছবি: picture alliance/AP Photo/S. Tan
হ্যারি ও মেগান
মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের সাথে রাজপুত্র হ্যারির বিয়ের পর থেকেই চলছিল নানা রকমের জল্পনা৷ বুধবার একটি বিবৃতি দিয়ে তাঁরা জানান যে রাজকর্তব্য থেকে সরে আসতে চলেছেন তাঁরা৷ রাজপরিবারের সদস্য হিসাবে নিজেদের দায়িত্ব ছেড়ে ব্যক্তিগত জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান বলে জানান এই জুটি৷ ইতিমধ্যেই তাঁদের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস৷