1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাজ্য

লন্ডনের যে রেস্টুরেন্টে অসহায় ব্যক্তিদের কাজ দেয়া হয়েছে

২৬ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি অভিজাত এলাকা সেন্ট্রাল লন্ডনে নতুন একটি রেস্টুরেন্ট চালু হয়েছে৷ নাম ‘হোম কিচেন’৷ সেখানে সমাজের অসহায় মানুষদের চাকরি দেওয়া হয়েছে৷ তার আগে তাদের রান্না থেকে শুরু করে অতিথিদের সেবা দেওয়া, সব কাজ শেখানো হয়েছে৷

হোম কিচেন কিছুটা দানের উপর চলছে৷ তাই শুরুতেই যে তাদের লাভ করতে হবে এমন নয়৷
হোম কিচেনে কাজ করছেন দুই কর্মীছবি: DW

রেস্টুরেন্টের ওয়েটার জেরেমি কোটস বলেন, ‘‘আমার মতো অনেকে ছোটবেলায় স্থিতিশীল জীবন ও পরিবার পায়নি৷ এমন মানুষেরা জীবনের কোনো উদ্দেশ্য না থাকায়, কোনো নেটওয়ার্ক না থাকায় সহজে হারিয়ে যেতে পারেন৷ এই অবস্থায় সবাইকে নিজের চেষ্টা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে৷''

হোম কিচেন সেই নেটওয়ার্ক হতে চায়৷

এই প্রকল্পের অন্যতম ব্যক্তি শেফ অ্যাডাম সিমন্ডস৷ বছর কয়েক আগে তার নিজেরও এমন কঠিন সময় পার হতে হয়েছে এবং তখন তাকে প্রায় রাস্তায় বসবাসের উপক্রম হতে হয়েছিল৷ সিমন্ডস বলেন, ‘‘সবারই সুযোগ পাওয়ার অধিকার আছে৷ মানুষ রাস্তায় অনেক গৃহহীন ও সমস্যায় থাকা মানুষ দেখে৷ তারা শুধু তাদের বাহিরটা দেখতে পান, ভেতরেরটা না৷ তারা বুঝতে পারেন না, কেন তারা রাস্তায়৷ মানুষ নিজ ইচ্ছায় রাস্তায় থাকতে চায় না৷ পরিস্থিতির কারণে তাদের সেখানে থাকতে হয়৷'' 

লন্ডনে অসহায় মানুষদের ‘হোম কিচেন’

04:30

This browser does not support the video element.

পল, যিনি তার নামের শেষ অংশটি প্রকাশ করতে চান না, তিনি অনেকটা সময় জেলে ছিলেন৷ সেখানে রান্না শিখেছেন৷ তিনি বলেন, ‘‘যখন জেলে ছিলাম তখন আমি আমার নিজের একটি থাকার জায়গা, নিজের ক্যাফে চাইতাম৷ সেটা আমার স্বপ্ন ছিল৷ কিন্তু যখন জেল থেকে বের হলাম তখন মনে হলো, জেলে থাকার কারণে আমার হয়ত সেসব পাওয়া সম্ভব হবে না- কারণ আপনি একজন সাবেক অপরাধী৷ কিন্তু এখানকার মানুষেরা আমার মতো মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন৷ আমার জন্য এটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার৷ আমি নিজেকে চিমটি কেটে বোঝার চেষ্টা করেছি, এটা সত্যিই ঘটছে?''

মেনুতে কাঁকড়া, সবজি আর মাছ আছে৷ ছয় পদের খাবারের দাম কম নয়৷ তাই অতিথিরা কি অনবদ্য সেবা আশা করেন না? অ্যাডাম সিমন্ডস বলেন, ‘‘হ্যাঁ, আমাদের সেবা দেওয়ার গতি ধীর হতে পারে, কিছু ভুলও হতে পারে৷ তবে আশা করছি, যারা ঐ দরজা দিয়ে ঢুকবেন তারা বিষয়টি বুঝতে পারবেন এবং মেনে নিবেন যে, খাবারের জন্য তাদের আরও ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হতে পারে৷''

হোম কিচেন কিছুটা দানের উপর চলছে৷ তাই শুরুতেই যে তাদের লাভ করতে হবে এমন নয়৷ তবে ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে চাইলে অতিথিরা যেন সন্তুষ্ট হন সেটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ৷

লিন্ডা ফার্স্টেনডিক নামের একজন অতিথি বলেন, ‘‘আমার মনে হয়, আইডিয়াটা দারুণ৷ আমি আশা করবো তারা এখান থেকে শিখে নিজেদের আরও অনেক দূর নিয়ে যাবে৷ তারা যদি ভবিষ্যতে ক্যাটারিংয়ে যেতে চায় তাহলে একেবারে নীচ থেকে কাজ শিখে উপরে যাওয়া ভালো৷''

সেখানকার অনেক কর্মী সেটিই চান৷ জেরেমি কোটস আজ মন দিয়ে কাজ করছেন৷ ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী৷

জেরেমি কোটস বলেন, ‘‘আমি ব্ল্যাক হোলের মতো৷ আমি সবকিছু শিখতে চাই এবং তারপর আমাকে পুরোপুরি তৈরি করতে চাই, দক্ষ হয়ে উঠতে চাই৷ এরপর সম্ভবত ভবিষ্যতে এটাকে পেশা হিসেবে নিতে চাইবো৷''

লুকিয়ে থাকা মেধাবীদের লালনপালন করতে চায় হোম কিচেন৷ সেখানে কাজ করা সবার দক্ষতা বাড়াতে সহায়ক হতে চায় তারা৷

বির্গিট মাস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ