1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনে আবার আসছেন বোল্ট

৩১ মার্চ ২০১৩

লন্ডন অলিম্পিকের এক বছর হতে চললো৷ ইউসেইন বোল্টের সেই অতিমানবীয় দৌড়েরও বর্ষপূর্তি হতে চলেছে৷ এ উপলক্ষ্যে জ্যামাইকান স্প্রিন্টারকে আবার নিজেদের ট্র্যাকে দেখতে চেয়েছিল লন্ডন৷ সে আশা সম্ভবত পূরণ হচ্ছে৷

ছবি: Reuters

লন্ডন অলিম্পিক ২০১২-র উদ্বোধন হয়েছিল গত বছরের ২৭ জুলাই৷ এক বছর পূর্ণ হতেই ব্রিটেনের রাজধানীতে বসছে অ্যাথলেটিকসের আরেক বড় আয়োজন, ডায়মন্ড লিগ৷ অ্যাথলেটিকসের অনেক বড় বড় তারকা অংশ নেবেন এ আসরে৷ ব্রিটেনের দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে যে, গত বছর ওই শহরেই পুরুষদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সঙ্গে একটা রিলের সোনাও জিতে অলিম্পিক মাতানো ইউসেইন বোল্টও থাকছেন৷ অলিম্পিকের আগে বোল্ট সর্বশেষ লন্ডনে গিয়েছিলেন চার বছর আগে৷ তারপর থেকে আর যেতে না পারার কারণ ব্রিটেনের কর বিভাগের কড়াকড়ি৷ নিয়ম অনুযায়ী ব্রিটেনে বিদেশি ক্রীড়াবিদরা অংশ নিতে চাইলে মোট আয়ের বিপরীতে একটা মোটা অঙ্কের কর দিতে হয়৷ বোল্ট দিতে রাজি ছিলেন না৷ অবশেষে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডধারীকে দেখার আরেকটা সুযোগ ব্রিটেনবাসী পাচ্ছে আইন একটু শিথিল করায়৷ ডায়মন্ড লিগে অংশ নিতে ব্রিটেনে গেলে আর কর দিতে হবেনা বোল্ট বা অন্য কোনো বিদেশি ক্রীড়াবিদকে৷

লন্ডন আবারও এই দৃ্শ্য দেখতে পাবেছবি: Getty Images

তবে ২৬ ও ২৭ জুলাইয়ে লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ইউসেইন বোল্টের অংশগ্রহণ নিয়ে ক্ষীণ একটা সংশয় রয়ে গেছে ইউকে অ্যাথলেটিকসের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা না আসায়৷ ব্রিটেনের অ্যাথলেটিকস সংস্থাটি এক বিবৃতিতে শুধু জানিয়েছে বোল্টকে আনার খুব চেষ্টা করে যাচ্ছে তারা৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ