লন্ডনে আবার আসছেন বোল্ট
৩১ মার্চ ২০১৩লন্ডন অলিম্পিক ২০১২-র উদ্বোধন হয়েছিল গত বছরের ২৭ জুলাই৷ এক বছর পূর্ণ হতেই ব্রিটেনের রাজধানীতে বসছে অ্যাথলেটিকসের আরেক বড় আয়োজন, ডায়মন্ড লিগ৷ অ্যাথলেটিকসের অনেক বড় বড় তারকা অংশ নেবেন এ আসরে৷ ব্রিটেনের দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে যে, গত বছর ওই শহরেই পুরুষদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সঙ্গে একটা রিলের সোনাও জিতে অলিম্পিক মাতানো ইউসেইন বোল্টও থাকছেন৷ অলিম্পিকের আগে বোল্ট সর্বশেষ লন্ডনে গিয়েছিলেন চার বছর আগে৷ তারপর থেকে আর যেতে না পারার কারণ ব্রিটেনের কর বিভাগের কড়াকড়ি৷ নিয়ম অনুযায়ী ব্রিটেনে বিদেশি ক্রীড়াবিদরা অংশ নিতে চাইলে মোট আয়ের বিপরীতে একটা মোটা অঙ্কের কর দিতে হয়৷ বোল্ট দিতে রাজি ছিলেন না৷ অবশেষে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডধারীকে দেখার আরেকটা সুযোগ ব্রিটেনবাসী পাচ্ছে আইন একটু শিথিল করায়৷ ডায়মন্ড লিগে অংশ নিতে ব্রিটেনে গেলে আর কর দিতে হবেনা বোল্ট বা অন্য কোনো বিদেশি ক্রীড়াবিদকে৷
তবে ২৬ ও ২৭ জুলাইয়ে লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ইউসেইন বোল্টের অংশগ্রহণ নিয়ে ক্ষীণ একটা সংশয় রয়ে গেছে ইউকে অ্যাথলেটিকসের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা না আসায়৷ ব্রিটেনের অ্যাথলেটিকস সংস্থাটি এক বিবৃতিতে শুধু জানিয়েছে বোল্টকে আনার খুব চেষ্টা করে যাচ্ছে তারা৷
এসিবি/ডিজি (এএফপি)