1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন হামলায় নিহত ৭

৪ জুন ২০১৭

নির্বাচনের মাত্র চার দিন আগে আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন৷ শনিবার রাতে লন্ডন ব্রিজে ভ্যান চালিয়ে ছুরি নিয়ে হামলায় নিহত হয় ছয়জন৷ পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী৷ আহত ৪৮ জন৷

ছবি: picture alliance/AP Photo/G.Sciotto

এখন পর্যন্ত যা জানা গেছে:

শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী৷  এর পরপরই তারা সাদা রঙের ওই ভ্যান থেকে ছুরি হাতে বেরিয়ে আসে এবং কাছের বারা মার্কেট এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালায়৷ সাপ্তাহিক ছুটির রাত হওয়ায় টেমস ব্রিজের দক্ষিণ দিকে ওই এলাকায় সে সময় বেশ ভিড় ছিল৷ হামলায় নিহত হয় ছয়জন৷ আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে আরও ৪৮ জনকে৷ হামলা শুরুর ৮ মিনিটের মাথায় বারা মার্কেট এলাকায় তিন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয় বলে ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মার্ক রাউলি জানিয়েছেন৷ হামলাকারীদের শরীরে ক্যানিস্তারের মত কিছু বাধা দেখে প্রথমে সুইসাইডাল ভেস্ট বলে ভাবা হলেও পরে দেখা যায় সেগুলো ভুয়া৷

London Bridge attack witness describes incident

01:58

This browser does not support the video element.

এক প্রত্যক্ষদর্শী মার্ক রবার্ট সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ‘ভ্যানটা এদিক দিয়ে যাওয়ার পর ছয় জন মানুষ মাটিতে পড়েছিল, দেখে মনে হচ্ছিল তারা অনেক মানুষকে মারতে চায়৷ আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করবো৷'

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে'র অফিস জানিয়েছে তিনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং সব খবর জানছেন৷ আজ জরুরি বৈঠক ডেকেছেন তিনি৷

বিরোধী নেতা জেরেমি কর্বিন এই ঘটনাকে নৃশংস এবং ভয়াবহ বলে উল্লেখ করেছেন৷

লন্ডনের মেয়র সাদিক খান এই ঘটনাকে লন্ডনের সাধারণ জনগণের উপর কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করেছেন৷ তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট টুইটারে লিখেছেন, ‘‘আমরা লন্ডনের মানুষের পাশে আছি৷ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে দাঁড়াবো৷'' তাঁর টুইটে ম্যার্কেলের বিবৃতির উল্লেখ রয়েছে, যেখানে ম্যার্কেল এই হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ এছাড়া বলেছেন, জার্মানি যুক্তরাজ্যের পাশে আছে এবং যেকোন সন্ত্রাসের বিরুদ্ধে তারা লড়াই করে যাবেন৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টেলিফোনে সমবেদনা জানিয়েছেন৷ তিনি বলেছেন, তাঁর ‘ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে আসা মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেবে৷'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য ইউরোপ সফর শেষ করে দেশে ফিরেছেন৷ তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন টুইটারে৷

প্রথমে ২০ বা ৩০ জন আহতের খবর জানা গেলেও লন্ডনে অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিয়ে যাওয়া আহতদের সংখ্যা ৪৮ জন বলে জানিয়েছে৷

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, এই হামলার ঘটনায় ক্যানাডাবাসী লন্ডনের সাথে আছে, এটাকে দুঃখজনক খবর বলে উল্লেখ করেছেন তিনি৷

ডয়চে ভেলের যুক্তরাজ্য প্রতিনিধি বিরজিট মাস টুইটারে লিখেছেন ম্যানচেস্টার ঘটনার মতোই এই হামলায় লন্ডনবাসীরা যাদের সাহায্য প্রয়োজন তাদের থাকার জায়গা, খাবার দেয়ার প্রস্তাব দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

লন্ডন হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পপ শিল্পী আরিয়ানা গ্র্যান্ডে৷ গত মাসেই ম্যানচেস্টারে তার কনসার্ট চলাকালে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়৷

লন্ডন পুলিশের টুইট, যেখানে তারা জানাচ্ছেন, লন্ডন ব্রিজ এবং বারা মার্কেটে হামলায় ৬ জন নিহত হয়েছে৷ ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মার্ক রাউলি সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কর্মকর্তাদের গুলিতে তিন পুরুষ হামলাকারী নিহত হয়েছে এবং তাদের বিশ্বাস এই ঘটনায় আর কোন হামলাকারী ছিল না৷ এরপরও তারা তদন্ত চালিয়ে যাবেন বলে জানিয়েছেন৷

শনিবার রাতে কথা বলতে গিয়ে রাউলি জানান, পুলিশের বিশ্বাস সন্ত্রাসীরা সাদা রঙের ভ্যানটি লন্ডন ব্রিজের ফুটপাতের উপর দিয়ে গিয়ে বারা মার্কেটে মানুষের উপর ভ্যান চালিয়ে দেয় ও রেস্তোরাঁ আর বারে ঢুকে ছুরি নিয়ে হামলা করে৷ সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন এবং বারা মার্কেটেই হামলাকারীদের উপর গুলি চালান৷ আগামী দিনগুলোতে লন্ডনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান রাউলি৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডি ডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ