1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন অলিম্পিক

১২ আগস্ট ২০১২

আর সব অলিম্পিকের মত লন্ডন আসরের সেরা তারকা কে, সেটা নিয়ে শুরু হয়েছে হিসাব-নিকাশ৷ আর বেইজিং এর মত লন্ডন অলিম্পিকেও এই ক্ষেত্রে বড় একটি মিল দেখা যাচ্ছে, সেটা হলো ফেল্পস আর বোল্ট৷

ছবি: dapd

অলিম্পিকের শুরুটা হয় সাঁতার দিয়ে আর শেষ হয় দৌড় দিয়ে৷ তাই পাদপ্রদীপটা শুরুতে মাইকেল ফেল্পসের দিকে থাকলেও শেষের দিকে বোল্টই থাকেন সবার নজরে৷ একজন পুলের সম্রাট, অন্যজন ট্র্যাকের কিংবদন্তী৷ তবে পদক জয়ের হিসেব ধরলে ফেল্পস চলে গেছেন ইতিহাসের পাতায়৷ তবে বোল্টও রয়েছেন তার সঙ্গেই৷

বেইজিং অলিম্পিকের তুলনায় মাত্র অর্ধেক সোনা জিতেছেন মার্কিন সাঁতারু ফেল্পস৷ আর তাতেই ব্যক্তিগত সাফল্যে লন্ডনে আর বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি৷ চারটি সোনা আর দুটি রূপা নিয়ে মোট ছয়টি পদক এবার ঝুলছে ফেল্পসের গলায়৷ শুরুর দুটি ইভেন্টে হেরে গেলেও শেষের দিকে ফেল্পস হয়ে ওঠেন অপ্রতিরোধ্য৷ তাই পুলের সেরা সাঁতারু তিনিই৷ অন্যদিকে সাঁতারের মত এত ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ হয় না ট্র্যাকের স্প্রিন্টারদের৷ তাই তিনটি স্বর্ণপদক নিয়ে ফেল্পসের চেয়ে পিছিয়ে রয়েছেন জ্যামাইকান ইউসেইন বোল্ট৷ কিন্তু যে তিনটিতে দৌড়েছেন সবগুলোতেই ইতিহাস তৈরি করেছেন এই ২৫ বছর বয়সী দৌড়বিদ৷ তাই আরেক দিক দিয়ে তিনি ফেল্পসকে পেছনে ফেলেছেন, কারণ সাফল্যের শতকরা হিসেবে তিনি শতভাগ সফল৷

এবারের আসরের অন্যতম আলোচিত চরিত্র বোল্টছবি: Getty Images

এবারের অলিম্পিকই ছিলো মাইকেল ফেল্পসের শেষ অলিম্পিক৷ বেইজিং এর আট সোনা জয়ের তুলনায় এবারের চার সোনা জয় হয়তো অনেক কম৷ তবে অলিম্পিকের ইতিহাসে মোট ২২টি পদক জেতার রেকর্ড এখন তাঁর, যার মধ্যে ১৮টিই স্বর্ণপদক৷ সর্বকালের সেরা অলিম্পিয়ান হয়তো ফেল্পসকেই বলতে হবে সেজন্য৷ আসরের আগেই জানিয়ে দিয়েছিলেন এই অলিম্পিকই শেষ, তাই আগামী রিও ডি জেনিরোর আসরে আর দেখা যাবে না মাইকেল ফেল্পসকে৷ সেদিক থেকে অবশ্য বোল্টের আরও কিছুটা সময় আছে৷ টানা দুটি আসরে মোট ছয়টি স্বর্ণপদক জিতলেন তিনি৷ ইতিহাসে এই প্রথম কেউ টানা দুটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার সেরা হলো৷ তবে আগামী অলিম্পিকে এই রেকর্ড ধরে রাখতে পারবেন কিনা সেটি নিয়ে তাঁর নিজেরই সন্দেহ রয়েছে৷ যেই ইয়োহান ব্লেককে দুইবার হারিয়ে এই অর্জন ধরে রাখলেন বোল্ট আগামী অলিম্পিকের আসরে সেই ব্লেকের বয়স হবে ২৬৷ তাই বোল্ট নিজেই স্বীকার করেছেন এই অলিম্পিকই সম্ভবত তাঁর সেরা সময়৷ অর্থাৎ বেইজিং ও লন্ডনের পর আগামীতে ব্রাজিলে বিশ্ববাসী হয়তো নতুন কোন অলিম্পিক তারকার অভ্যুদয় দেখবেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ