লন্ডনে বাসার পরিবর্তে ময়লার কনটেইনারে বাস
১০ ফেব্রুয়ারি ২০২৫
কিন্তু হ্যারিসন মার্শাল নামের এক ব্যক্তি এত টাকা ভাড়া হিসেবে দিতে রাজি ছিলেন না৷ তাই এখন ময়লার কনটেইনারে থাকছেন তিনি৷ মানে, কনটেইনারকে থাকার উপযোগী করে সেখানে থাকছেন৷
কিন্তু ময়লার কনটেইনারে কি বাস করা আসলেই সম্ভব? আড়াই বর্গমিটারের এই ঘরে বাথরুম ও টয়লেট নেই৷ আপনি সেখানে থাকতে পারবেন? মনে হচ্ছে হ্যারিসন পারেন৷ কিন্তু এটি তিনি কেন চান?
পেশায় স্থপতি ও ডিজাইনার হ্যারিসন বলেন, ‘‘কয়েকবছর আগে কয়েকমাস বিদেশে থাকার পর যখন লন্ডনে ফিরে আসি তখন এই পরিকল্পনা মাথায় এসেছিল৷ কারণ, থাকার জন্য আমার একটা জায়গা দরকার ছিল৷ কিন্তু অন্য অনেকের মতোই আমার কাছে ভাড়া অনেক বেশি মনে হয়েছিল৷''
সে কারণে ২০২২ সালে কেন্দ্রীয় লন্ডনে ময়লা ফেলার এক কনটেইনারে থাকার সিদ্ধান্ত নেন হ্যারিসন৷
আর্ট অ্যান্ড আর্কিটেকচার ফাউন্ডেশন তাকে একটি স্থান দিয়েছিল৷ অবশ্যই অনেক সীমাবদ্ধতা ছিল৷ যেমন গোসল করতে তাকে স্থানীয় জিমে যেতে হয়৷
হ্যারিসন জানান, ‘‘পানি আসে আমার পরম দয়ালু প্রতিবেশীর কাছ থেকে, যিনি দেওয়ালের ওপাশে থাকেন৷ ওপাশ থেকে একটি পাইপ এখানে এনে তার সঙ্গে ট্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে৷ পানির কনটেইনারটা ছোট৷ দিনে সম্ভবত একবার ভর্তি করলেই হয়৷''
ময়লার কনটেইনারের উপরের অংশটি কাঠ দিয়ে তৈরি৷ সেখানে হ্যারিসনের বিছানার জন্য জায়গা করা হয়েছে৷ প্লাইউড দিয়ে তৈরি প্যানেলগুলোর কারণে থাকার জায়গাটি আরামদায়ক করা সম্ভব হয়েছে৷
হ্যারিসন বলেন, ‘‘এখানে ঘুমাতে আমার খুব আরাম লাগে৷ ছাদটা বাঁকানো হওয়ায় বিষয়টা খুব বেশি কফিনের মতো মনে হয় না৷ জায়গাটা ছোট হলেও বাক্সর মধ্যে থাকার মতো অনুভূতি হয় না৷ আমার মনে হয়, আকারটা এমন হওয়ার কারণে আমি কখনও মাথায় বাড়ি খাই না৷''
টয়লেটে যাওয়ার সময় হ্যারিসনের একটু কষ্ট হয়৷ কারণ সেটি বাহিরে৷
তবে কনটেইনারে থাকার সুবিধা হচ্ছে হ্যারিসন লন্ডনের কেন্দ্রে ভাড়া ছাড়াই থাকতে পারছেন৷ তিনি শুধু পানি ও বিদ্যুতের বিল দেন৷
এক হাজার ইউরো দিয়ে ময়লার কনটেইনারটি কিনেছেন হ্যারিসন৷ এরপর একে থাকার উপযোগী করতে আরও পাঁচ হাজার ইউরো বিনিয়োগ করেছেন৷ শুরুতে এখানে এক বছরের বেশি সময় থাকার পরিকল্পনা ছিল না৷ এরপর সেটি দুই বছর হয়ে এখন অনির্দিষ্টকাল হয়েছে৷ হ্যারিসন বলেন, ‘‘আমি স্থাপত্য, ডিজাইন ও নির্মাণ নিয়ে কাজ করি৷ তাই আমার মনে হয়েছিল এমন কিছু করা যেতে পারে যেটা দিয়ে আমি আরামে থাকার মতো কিছু বানাতে পারি৷ এবং এই প্রকল্পের মাধ্যমে আমি এমন ইস্যু নিয়ে কথা বলতে পারি, যা লাখ লাখ মানুষকে প্রভাবিত করছে৷''
খুব ছোট জায়গায় থাকলেও অন্য কাউকে নিয়ে ডিনার করার মতো জায়গা আছে হ্যারিসনের৷
সীমিত জায়গায় বসবাসের মানে কি সীমিত জীবনযাপন করা? হ্যারিসন বলেন, ‘‘একদিক দিয়ে এটা কম সীমিত, কারণ আমাকে প্রতিমাসে ভাড়া হিসেবে অনেক অর্থ গুনতে হচ্ছে না৷ আমি যে বেতন পাই, সেটি অনেক না হলেও, সেই অর্থ দিয়ে আমি অনেক কিছু করতে পারি, যেমন ঘুরতে যেতে পারি, বন্ধুদের সঙ্গে বেশি বেশি আড্ডা দিতে পারি৷ কিন্তু আমাকে যদি বেতনের ৬০ ভাগ ভাড়ায় দিয়ে দিতে হত তাহলে সেগুলো করা সম্ভব হত না৷''
আপনি কি এভাবে থাকতে পারতেন?
বা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন উচ্চ ভাড়ার শহরে বাস করার মতো এমন কোনো বিকল্প পরিকল্পনা কি আপনার কাছে আছে?
ইয়েন্স ফন লার্শার/জেডএইচ