গত রবিবার দিবাগত রাতে লন্ডনের ফিনসবেড়ি পার্ক মসজিদের কাছে ভ্যান হামলায় নিহত ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে পুলিশ৷ তাঁর নাম মাকরাম আলী (৫১)৷ ১০ বছর বয়সে তিনি বাংলাদেশ থেকে ব্রিটেনে গিয়েছিলেন৷
বিজ্ঞাপন
হামলার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ তবে তিনি ভ্যান হামলার কারণে, নাকি তার আগেই মারা গিয়েছিলেন তা নিয়ে আলোচনা চলছিল৷ কারণ, এক পায়ে সমস্যার কারণে মাকরামী আলী ভ্যান হামলা হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন৷
তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ ভ্যান হামলার কারণেই মাকরাম আলীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে৷ ‘‘ময়নাতদন্তের পর পাওয়া প্রাথমিক তথ্য বলছে, ‘বেশ কয়েকটি আঘাতের’ কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷’’
পুলিশের বিবৃতিতে মাকরাম আলীর পরিবারের বক্তব্যও উল্লেখ করা হয়েছে৷ তাঁর পরিবার বলছে, ‘‘পায়ের সমস্যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন৷ তারপর সেই সমস্যা কাটিয়ে উঠে বাসায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ কিন্তু তারপরই সেই মর্মান্তিক হামলার শিকার হন তিনি৷’’
চার মেয়ে ও দুই ছেলের বাবা ছিলেন মাকরাম আলী৷ দু'জন নাতি-নাতনিও ছিল তাঁর৷ বিবৃতিতে তাঁর সন্তানরা জানিয়েছে, ‘‘আমাদের বাবা শান্ত ও ভদ্রলোক ছিলেন৷ তাঁর কোনো শত্রু ছিল না৷ রাজনৈতিক ও সামাজিক আলোচনায় অংশ না নিয়ে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন৷’’
ভ্যান হামলারপর আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ এর মধ্যে তিনজন এখনও হাসপাতালে আছেন৷ দু’জনের অবস্থা আশংকাজনক৷
এই ঘটনায় ৪৭ বছর বয়সি ড্যারেন অসবর্নকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি ওয়েলসের রাজধানী কার্ডিফের বাসিন্দা৷ শুক্রবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ সম্পর্কিত হত্যার অভিযোগ আনা হয়েছে৷
এদিকে, বুধবার প্রিন্স চার্লস হামলাস্থল পরিদর্শনে গিয়েছিলেন৷ সেখানে তিনি সংশ্লিষ্টদের কাছে রানি দ্বিতীয় এলিজাবেথের সংহতি বার্তা পৌঁছে দেন৷ এই সময় পুলিশ আসা পর্যন্ত জনতার আক্রমণ থেকে হামলাকারীকে বাঁচানোয় মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদের প্রশংসা করেন৷
সংগীত: শোককে পরিণত করে শক্তিতে
ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের সম্মানে ও অর্থ সহায়তায় ৪ জুন ম্যানচেস্টারে ফের কনসার্টের আয়োজন করা হয়৷ প্রায় ৫০ হাজার সংগীত অনুরাগীর উপস্থিতিতে আরিয়ানা গ্রান্ডের কনসার্টটি জেগে ওঠার নতুন বার্তা দেয়৷
ছবি: picture alliance/AP Photo/O. Humphreys
হতাহতদের জন্য বিশেষ কনসার্ট
২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মার্কিন পপ সংগীত তারকা আরিয়ানার কনসার্টে আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হয়৷ আহত হয় ৬৪ জন৷ হতাহতদের সম্মানে এবং সহায়তায় ওল্ড ট্রাফোর্ডে ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ নামের এই কনসার্টে আরিয়ানার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন সংগীত তারকা৷
ছবি: picture alliance/AP Photo/O. Humphreys
শোককে শক্তিতে রূপান্তর
ম্যানচেস্টারে হামলার ১৩ দিন পর গত রবিবার আয়োজিত কনসার্টের মঞ্চে আরিয়ানা উঠে এলে শোক যেন শক্তিতে পরিণত হয়৷ সংগীত যেন শোকে শক্তির সঞ্চার করে৷
ছবি: Picture alliance/AP Photo/D. Hogan
আরিয়ানার বার্তা
উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে আরিয়ানা বলেন, এখানে সমবেত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ৷ বলেন,‘‘আমি আপনাদের খুব ভালোবাসি৷ আমি মনে করি, আপনারা যে ভালোবাসা ও ঐক্য প্রদর্শন করছেন, তা ওষুধের মতো কাজ করছে৷ এই মুহূর্তে বিশ্বের জন্য এটা জরুরি৷’’
ছবি: picture-alliance/AP/Dave Hogan
অন্য তারকাদের সঙ্গে আরিয়ানার পরিবেশনা
২৩ বছর বয়সি এই তারকা মাইলি সাইরাসের সঙ্গে গান পরিবেশন করেন৷
ছবি: picture-alliance/AP/Dave Hogan
মঞ্চে জাস্টিন
সংগীত পরিবেশ করছেন জাস্টিন বিবার৷
ছবি: picture-alliance/AP Photo/Dave Hogan
ফ্যারেলের সঙ্গে মাইলি
মাইলি সাইরাস আর ফ্যারেল উইলিয়মস এর অসাধারণ পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা৷
ব্রিটিশ সংগীত শিল্পী রবি উইলিয়ামস হঠাৎ আসেন মঞ্চে৷ তাঁর ‘স্ট্রং’ গানটির কিছু কথা পরিবর্তন করে তা ম্যানচেস্টারে হতাহতদের স্মরণে গান৷ ‘ম্যানচেস্টার উই আর স্ট্রং....উই আর স্টিল সিংগিং আওয়ার সং’৷
ছবি: Getty Images/Dave Hogan for One Love Manchester
সবাই একতাবদ্ধ
শনিবার রাতে লন্ডন ব্রিজে হামলার পর অনেকেই ভেবেছিলেন নিরাপত্তা ইস্যুতে কনসার্ট বাতিল করা হতে পারে৷ কিন্তু তারপরও এই সফল আয়োজনের জন্য ধন্যবাদ পাওয়া উচিত নিরাপত্তা কর্মকর্তাদের৷ আর তাই তাদের সঙ্গে এই ছবি৷
ছবি: Reuters/P. Noble
এক সঙ্গে এত তারকা শিল্পী
ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে এত তারার মেলা আগে বসেনি৷ তাই তো ক্রিকেট গ্রাউন্ডের বাইরেও দর্শকদের লম্বা লাইন৷
ছবি: Getty Images/AFP/A. Devlin
কঠোর নিরাপত্তা
ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে কনসার্ট উপলক্ষে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা৷
ছবি: Reuters/P. Noble
সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা
কনসার্টের অন্যতম বার্তা ছিল সন্ত্রাস প্রতিরোধ এবং এর বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া৷ বিশ্বব্যাপী টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে কোটি কোটি মানুষ সরাসরি দেখেছেন এই কনসার্ট৷
ছবি: picture-alliance/AP/Dave Hogan
একই দর্শকের উপস্থিতি
২২ মে অনুষ্ঠিত কনসার্টে যোগ দেওয়া দর্শকদের অনেকে রোববার, অর্থাৎ গতকাল রাতের কনসার্টেও উপস্থিত ছিলেন৷ আরিয়ানা যখন ‘ওয়ান লাস্ট টাইম’ গানটি গাইছিলেন, তখন অনেককেই কাঁদতে দেখা গেছে৷
ছবি: Picture-Alliance/dpa/J. Goodman/London News Pictures via ZUMA