1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনে গ্রেপ্তার অনেক, চলছে অভিযান

৫ জুন ২০১৭

শনিবার রাতে লন্ডন ব্রিজে হামলার পর রবিবার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে৷ আটকদের একজনকে পরে ছেড়ে দেয়া হয়৷ সোমবার ভোরে আটক করা হয়েছে আরও কয়েকজনকে৷ হামলায় আহত ২১ জনের অবস্থা এখনো আশংকাজনক৷

ছবি: picture alliance/ZUMAPRESS.com/V. Flores

শনিবার রাতের সন্ত্রাসী হামলায় নিহত ৭ জনের মধ্যে একজন ক্যানাডার ও একজন ফরাসি নাগরিক৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রবিবার নিশ্চিত করেছেন যে, হামলায় দুই জার্মান নাগরিক আহত হয়েছেন৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক৷ আহতদের মধ্যে স্প্যানিশ, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিকও রয়েছেন৷ ক্যানাডা আর অস্ট্রেলিয়ার সরকার নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তাদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে৷

লন্ডনের মেয়র সাদিক খান ব্রিটেনের অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা এই হামলায় ভয় না পেয়ে বৃহস্পতিবারের নির্বাচনে ভোট দেয়৷ তিনি বলেছেন, সন্ত্রাসীরা ভোট দেয়া, অর্থাৎ গণতন্ত্রকে ঘৃণা করে৷ তিনি ঘোষণা দেন, সোমবার সন্ধ্যায় লন্ডন ব্রিজে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালানো হবে৷

নিহতদের প্রতি শ্রদ্ধাছবি: Getty Images/AFP/D. Leal-Olivas

ঐ হামলায় আহত ৪৮ জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে৷ ফলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে৷ আহত ৩৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ তাদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর৷ লন্ডন ট্রান্সপোর্ট পুলিশের এক কর্মকর্তা, যিনি কেবল একটি লাঠি হাতে সন্ত্রাসীদের মোকাবিলা করতে গিয়েছিলেন, তিনি মুখে, পায়ে এবং মাথায় ছুরির গভীর ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷

শনিবার রাতের হামলার পেছনে কাদের সমর্থন বা ইন্ধন রয়েছে তা জানতে তদন্ত করছে লন্ডন পুলিশ৷ লন্ডনের পুলিশ বাহিনীর প্রধান জানান, ‘‘তারা অন্য কারো সাথে মিলে এই কাজ করেছে কিনা এটা জানা আমাদের জন্য ভীষণ জরুরি৷ ''

তিনি আরো জানান, ‘‘পূর্ব লন্ডনে বেশ কিছু জায়গায় আমরা তল্লাশি করছি, অনেক আলামত সংগ্রহ করেছি৷ সোমবার ভোরেও অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে৷'' এদিকে এ হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ভোর সোয়া চারটার দিকে লন্ডন ব্রিজের পাশে দুটি এলাকা নিউহ্যাম ও বার্কিংয়ে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ড অভিযান চালায়৷ সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে তারা৷ এর আগে রবিবার অভিযান চালিয়ে পুলিশ ৭ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে, যাদের বয়স ১৯ থেকে ৬০ বছর৷ পরে এক ৫৫ বছরের বৃদ্ধকে ছেড়ে দেয়া হয়েছে৷

রবিবার সরকারের ‘কোবরা' এমারজেন্সি কমিটির সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এক বিবৃতিতে বলেন, ‘‘যা হচ্ছে, সেটাকে এভাবে চলতে দেয়া যায় না৷ হামলাকারীরা কেবল ম্যানচেস্টার বা ওয়েস্ট মিনিস্টারে হামলার পরিকল্পনাই করেনি, তারা চেয়েছে তাদের ইসলামী সন্ত্রাসবাদের আদর্শ অন্যদের উপর চাপিয়ে দিতে, তারা চায় পশ্চিমা বিশ্বের গণতন্ত্র ও মূল্যবোধে আঘাত হানতে৷'' 

গত শনিবার রাতে লন্ডন ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর ভ্যান উঠিয়ে দেয় সন্ত্রাসীরা৷ এরপর তারা কিছু দূর এগিয়ে বারা মার্কেট এলাকায় এলোপাথাড়ি ছুরি হামলা চালায়৷ পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন হামলাকারী নিহত হয়েছে৷

আগামী ৮ই জুন যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন৷ সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে রবিবার যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছিল প্রধান দলগুলো৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ