1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনে হামলাকারী কি অসুস্থ?

৪ আগস্ট ২০১৬

লন্ডনের রাসেল স্কয়ারে বুধবার রাতে এক ব্যক্তির ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক নারী, আহত হয়েছেন আরও ৫ জন৷ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ৷ তারা বলছে, ঐ কিশোরের মানসিক সমস্যা রয়েছে৷

Großbritannien Messerattacke in London
ছবি: Reuters/N. Hall

রাত সাড়ে ১০টায় রাসেল স্কয়ারে রাস্তায় ছুরি হাতে হামলা চালিয়ে ৬ জনকে আহত করে হামলাকারী৷ গুরুতর আহত এক নারী সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং সন্দেহভাজন ঐ কিশোরকে গ্রেফতার করে৷

লন্ডন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মার্ক রোওলি জানান, যে কিশোরকে আটক করা হয়েছে তার মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা৷ তবে এই ঘটনার সঙ্গে কোনও রকম জঙ্গি-যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবিরোধী বিভাগের গোয়েন্দারা৷ ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে ফরেন্সিক দল৷

সম্প্রতি ফ্রান্স ও জার্মানির জঙ্গি হামলার কথা মাথায় রেখে আরও ৬০০ সশস্ত্র পুলিশ বাহিনী লন্ডনের বিভিন্ন এলাকায় মোতায়নের কথা ঘোষণা করেছে স্কটল্যান্ড ইয়ার্ড৷

লন্ডনের মেয়র সাদিক খান বৃহস্পতিবার লন্ডনবাসীকে শান্ত থাকতে এবং আতঙ্কিত না হতে বলেছেন৷

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করার সময় ইলেকট্রিক শক গান ব্যবহার করেছিলো পুলিশ৷ সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, ঘটনাস্থলটি লন্ডন বিশ্ববিদ্যালয় ও মিউজিয়ামের খুব কাছে, যেখানে সবসময়ই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকে৷

২০০৫ সালের ৭ জুলাই এই রাসেল স্কোয়ারের কাছেই ট্যাভিস্টক স্কোয়ারে এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৫২ জন৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ