1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনে হামলাকারী জেল খাটা অপরাধী 

৩০ নভেম্বর ২০১৯

শুক্রবার লন্ডনে ছুরিকাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন৷ হামলাকারী অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ৷ 

England London Bridge Schießerei
ছবি: picture-alliance/dpa/PA/D. Lipinski

শুক্রবার স্থানীয় সময় বেলা প্রায় দুইটার দিকে এই হামলার ঘটনা ঘটে৷ লন্ডন ব্রিজের উত্তর প্রান্তে ফিশমঙ্গার্স হল নামের একটি সম্মেলন কেন্দ্রে ছুরি নিয়ে হামলা চালায় এক যুবক৷ এতে দুইজন নিহত ও তিনজন আহত হন৷ এর আগে হামলাকারী সম্মেলন কেন্দ্রটিতে হাজত শিক্ষা নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷

হামলা চালানোর সময় তার গায়ে নকল বিস্ফোরক বাধা ছিল৷ খবর পেয়ে পাশের ব্রিজের উপরে থাকা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ তাদের গুলিতে মারা যায় ২৮ বছর বয়সী হামলাকারী৷

ইসলামিক জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে এর আগে তিনি জেল খেটেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের পুলিশ৷ ‘‘২০১২ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিল৷ ২০১৮ সালে সে জেল থেকে মুক্তি পায়,'' বলেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিল বসু৷ কর্তৃপক্ষ এটিকে ‘সন্ত্রাসী ঘটনা' হিসেবে দেখছে বলেই জানান তিনি৷

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘এই ধরনের গুরুতর ও সহিংস একজন অপরাধীকে দ্রুত জেল থেকে বের হতে দেয়াটি ছিল বড় ভুল৷'' এমন সন্ত্রাসীরা যাতে যথাযথ শাস্তি পায় সেটি নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি৷

এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনার মুখে পড়ছে ব্রিটিশ সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ জেল খাটা একজন অপরাধী কীভাবে এমন হামলা চালাতে সক্ষম হয়েছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে৷

এর আগে ২০১৭ সালের জুনে একই স্থানে একটি ভ্যান নিয়ে পথচারীদের উপর হামলা চালায় তিন ব্যক্তি৷ 

এফএস/এআই (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ