1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন অলিম্পিকে জার্মানির সম্ভাবনার কথা

৩ জুলাই ২০১২

আর মাত্র ২৪ দিন৷ এরপর ২৭শে জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক৷ একমাস ফুটবল জ্বরে আক্রান্ত থাকার পর এবার ক্রীড়ামোদীদের লন্ডন অলিম্পিক নিয়ে মেতে উঠার পালা৷

ছবি: AP

ইউরো ২০১২ জার্মান সমর্থকদের কিছুটা হতাশ করেছে বৈকি৷ তবে এবার তাঁরা চেয়ে থাকবেন অ্যাথলেটদের দিকে৷ গত অলিম্পিকে ১৬টি স্বর্ণ সহ মোট ৪১টি পদক নিয়ে জার্মানির অবস্থান ছিল পাঁচ নম্বরে৷ এবার তার চেয়েও একটু ভালো করতে চায় জার্মানি...

লন্ডন অলিম্পিকে জার্মানির এবারের সম্ভাবনা যাঁদেরকে ঘিরে:

বেটি হাইডলার৷ চার কেজি ওজনের হ্যামার ‘থ্রো' করে থাকেন তিনি৷ গত বছর মে মাসে হ্যামারকে ৭৯.৪২ মিটার দূরে পাঠিয়ে বিশ্ব রেকর্ড গড়েন৷ তাই এবারের অলিম্পিক থেকে তিনি জার্মানিকে একটা সোনা এনে দেবেন, এমন আশা করছেন সবাই৷ হাইডলার'এর নিজের স্বপ্ন হচ্ছে, ইতিহাসের প্রথম নারী হিসেবে হ্যামারকে ৮০ মিটারের মাইলফলক পার করানো৷

চাকতির মতো দেখতে ‘ডিসকাস থ্রো' করে থাকেন রবার্ট হার্টিং৷ বিশ্ব রেকর্ডধারী হার্টিং এবার তাঁর প্রথম অলিম্পিক সোনা জেতার স্বপ্ন দেখছেন৷

ছবি: Reuters

পুরুষদের ‘শট পুট' খেলায় নতুন ‘সেনসেশন' হিসেবে আবির্ভূত হয়েছেন জার্মানির ২২ বছরের তরুণ ডাভিড স্টর্ল৷ ৭.২৬ কেজি ওজনের লোহার বলকে ২১.৭৮ মিটার দূরে পাঠিয়ে নিজের সেরা রেকর্ড করেছেন এই ইউরোপীয়ান চ্যাম্পিয়ন৷ তবে অলিম্পিকে তাকে লড়তে হবে অ্যামেরিকার রিসা হোফা'র সঙ্গে৷ যিনি গতমাসেই লোহার বলকে ২২ মিটার দূরে পাঠিয়েছেন৷

সাঁতারে মেয়েদের ৫০ এবং ১০০ মিটার ফ্রি-স্টাইলে নজর রাখতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রিট্টা স্টেফেন'এর দিকে৷ আর তাঁর ছেলেবন্ধু পাউল বিডেয়ারমান ২০০ ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে বিশ্ব রেকর্ডধারী৷ দেখা যাক, লন্ডন অলিম্পিকে তিনি এই দু'টো ইভেন্টে যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু মাইকেল ফেলপ্স আর রায়ান লোশটে'কে হারাতে পারেন কীনা৷

এছাড়া সাইক্লিং আর ঘোড়দৌঁড়েও জার্মানির অ্যাথলেটরা ভালো করবেন - সেই আশা করা হচ্ছে৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ