1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক

২৮ জুলাই ২০১২

‘স্লামডগ মিলিওনেয়ার’ খ্যাত অস্কার বিজয়ী পরিচালক ড্যানি বয়েল-এর সৃষ্টিশীল বুদ্ধিদীপ্ত চমকপ্রদ উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে শুরু হলো বহুল আকাঙ্খিত লন্ডন অলিম্পিক আসর৷

Fireworks explode during the Opening Ceremony at the 2012 Summer Olympics, Friday, July 27, 2012, in London. (AP Photo/Paul Sancya)
ছবি: dapd

আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিতে ‘পুরোপুরি ব্রিটিশ ধাঁচের’ বহিপ্রকাশ ঘটল শুক্রবার৷

নির্ধারিত তিন ঘণ্টার চেয়ে ৪৫ মিনিট বেশি সময় নিয়ে অনুষ্ঠিত হলো আলো ঝলমল চমকে ভরপুর জমকালো উদ্বোধনী পর্ব৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিংবা রাজা-রানি হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে৷ পূর্ব লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত হয়ে প্রাচীন ইতিহাস-ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্র ধারার এই উৎসব উপভোগ করেছে প্রায় ৮০ হাজার মানুষ৷ এছাড়া টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখেছেন সারা বিশ্বের প্রায় চার বিলিয়ন দর্শক৷

লন্ডন অলিম্পিকের উদ্বোধনী উপলক্ষ্যে জেমস বন্ড খ্যাত চলচ্চিত্র তারকা ড্যানিয়েল ক্রেগ এর সাথে বড় পর্দায় হাজির হয়ে অভিনয়ে অভিষেক ঘটালেন ৮৬ বছর বয়সি রানি দ্বিতীয় এলিজাবেথ৷ সশরীরে অলিম্পিক স্টেডিয়ামে হাজির হওয়ার আগে বড় পর্দায় দেখানো হয় ০০৭ হিসেবে ক্রেগ এবং তাঁর সাথে রানি এলিজাবেথ হেলিকপ্টারে করে লন্ডনের আকাশে উড়ছেন৷ আয়োজকরা বলছেন, এটিই প্রথম রানির অভিনয়৷ তাই যুক্তরাজ্যের বহুল প্রচারিত পত্রিকা ‘দ্য সান' রানিকে অভিহিত করেছেন ‘বন্ড গার্ল' হিসেবে৷ আর ড্যানি বয়েলও স্বীকার করেছেন যে, ‘‘রানি এবার অন্য যে কোন সময়ের চেয়ে বেশি খোলামনে তাঁর সাথে এবং তাঁকে নিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন৷''

অলিম্পিকের পতাকাছবি: dapd

যাহোক, রানি দ্বিতীয় এলিজাবেথ ১৭ দিনের অলিম্পিক আসরের উদ্বোধনী ঘোষণা করেন এভাবে, ‘‘আমি আধুনিক যুগের ৩০তম অলিম্পিক আসরের শুভ উদ্বোধন করছি৷'' আর আন্তর্জাতিক অলিম্পিক পরিষদের প্রধান জ্যাক রোগ তাঁর বক্তৃতায় ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন, ‘‘পদকের চেয়ে চরিত্রই বেশি করে স্মরণীয় হয়ে থাকে৷ তাই মাদক পরিহার করুন৷ প্রতিপক্ষকে সম্মান করুন৷ মনে রাখবেন, আপনারাই দৃষ্টান্ত হয়ে থাকবেন৷ আপনারাই পরবর্তী প্রজন্মের জন্য প্রেরণার উৎস৷'' 

শুক্রবারের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বেশ স্তুতিবাক্য দেখা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে৷ ‘দ্য টাইমস' পত্রিকা শিরোনাম করেছে ‘বিশ্বের সবচেয়ে বড়মাপের অনুষ্ঠান'৷ ‘চমকময় রাত্রি' আখ্যা দিয়ে উদ্বোধনী পর্বে প্রশংসা করেছে ‘ডেইলি টেলিগ্রাফ'৷ ‘ইন্ডিপেন্ডেন্ট' লিখেছে ‘বিশ্বকে আলোকিত করল লন্ডন'৷ ফরাসি দৈনিক পত্রিকা ‘ল্য প্যরিসিয়ঁ' লিখেছে, এটি ছিল ‘ইতিহাস, চমক এবং আবেগ'এর সমন্বয়৷ আর অস্ট্রেলিয়ার ‘নিউজ লিমিটেড' এর মন্তব্য, ‘আধুনিক অলিম্পিক ইতিহাসে এটি ছিল সবচেয়ে আশ্চর্যজনক মুহূর্ত'৷ আর জার্মানির পত্রিকা ‘বিল্ড' লিখেছে, ‘একটি বিশাল উৎসব৷ কী দারুণ!'

এএইচ / আরআই (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ