1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় প্যারালিম্পিক

৯ সেপ্টেম্বর ২০১২

অবশেষে লন্ডন থেকে অলিম্পিক পুরোপুরি বিদায় নিচ্ছে৷ বাংলাদেশ সময় আজ রবিবার মধ্যরাত পেরিয়ে সোমবার দেড়টায় শুরু হবে প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠান৷

Bosnia and Herzegovina team members celebrate after winning their Sitting Volleyball gold medal match against Iran at the London 2012 Paralympic Games September 8, 2012. REUTERS/Toby Melville (BRITAIN - Tags: SPORT OLYMPICS VOLLEYBALL TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

২০১২ সালের অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক হিসেবে লন্ডনের নাম ঘোষণা করা হয়েছিল সাত বছর আগে ২০০৫ সালে৷ সেই থেকে এই দুটি মহাযজ্ঞ আয়োজনের জন্য একের পর এক ব্যবস্থা নিতে থাকে লন্ডন শহর কর্তৃপক্ষসহ পুরো দেশ৷ কেননা সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে জড়িয়ে থাকে ঐ শহর বা দেশের সুনাম৷ লন্ডন তথা ব্রিটেন বাসীও সেই ২০০৫ সাল থেকে অপেক্ষা করেছিল বিশ্বের নামকরা অ্যাথলেটদের তাদের শহরে স্বাগত জানাতে৷

অবশেষে ২৭ জুলাই উদ্বোধন হয় লন্ডন অলিম্পিকের৷ আর শেষ হয় ১২ আগস্ট৷ সেটা ছিল শারীরিকভাবে সুস্থ অ্যাথলেটদের প্রতিযোগিতা৷

এরপর মাঝখানে ১৭ দিনের বিরতি শেষে ২৯ আগস্ট থেকে শুরু হয় প্রতিবন্ধীদের অলিম্পিক৷ আজ ৯ সেপ্টেম্বের সেটা শেষ হচ্ছে৷

প্যারালিম্পিকের ইতিহাস ৫২ বছরের৷ এবারকার প্রতিযোগিতায় ১৬৫টি দেশের প্রায় ৪,২০০ অ্যাথলেট অংশ নিয়েছেন৷ এদের মধ্যে সম্ভবত সবচেয়ে আলোচিত অ্যাথলেট হলেন দক্ষিণ আফ্রিকার অস্কার পিস্টোরিয়াস৷ কেননা ‘ব্লেড রানার' নামে পরিচিত এই অ্যাথলেট এবার প্যারালিম্পিকের আগে মূল অলিম্পিকে সুস্থ, স্বাভাবিক অ্যাথলেটদের সঙ্গেও দৌড়েছেন৷

প্যারালিম্পিকে নিজের প্রিয় ‘টি৪৪ ৪০০ মিটার' ইভেন্টে একমাত্র অ্যাথলেট হিসেবে ৫০ সেকেন্ডের কমে দৌড়িয়ে সোনা জয় করেছেন৷

একেক দলে পাঁচজন করে খেলা ফুটবলে ব্রাজিল ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে সোনা জিতেছে৷ এই নিয়ে প্যারালিম্পিকে তৃতীয়বারের মতো এই ইভেন্ট অনুষ্ঠিত হলো৷ আর তিনবারই সেরা হয়েছে ব্রাজিল৷

পুরুষ ভলিবলের ফাইনালে চার বছর আগে ইরানের কাছে হারের প্রতিশোধ নিয়েছে বসনিয়া-হারজেগোভিনা৷

অলিম্পিক আর প্যারালিম্পিকের পরবর্তী আসর বসবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে, ২০১৬ সালে৷

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ