1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন হামলার দায় স্বীকার করলো আইএস

২৩ মার্চ ২০১৭

বুধবার লন্ডনে সন্ত্রাসী হামলার তদন্য যখন পুরোদমে চলছে, তখন তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে৷ এদিকে হামলাকারী সম্পর্কে সরকারি সূত্রে আরও তথ্য জানা যাচ্ছে৷

লন্ডন হামলা
ছবি: Getty Images/C. Court

ইসলামিক স্টেট-এর প্রচারণা সংস্থা ‘আমাক’ এই দাবি করেছে৷ তাদের সূত্র অনুযায়ী হামলাকারী ইসলামিক স্টেট-এরই এক যোদ্ধা৷ আইএস-এর ডাকে সাড়া দিয়ে সে এই কাজ চালিয়েছে৷ তবে আততায়ীর নাম বা তার সঙ্গে আইএস-এর যোগাযোগ সম্পর্কে অন্য কোনো খবর জানায়নি আইএস৷

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়েছেন, আততায়ীর জন্ম ব্রিটেনেই এবং সে উগ্র ইসলামপন্থি ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিল৷ কয়েক বছর আগে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইফাইভ তার উপর তদন্ত চালিয়েছিল৷ তবে সম্প্রতি তার ষড়যন্ত্রের কোনো আভাস পাওয়া যায়নি৷

পুলিশ এর মধ্যে লন্ডন ও বার্মিংহ্যাম শহরের ৬টি জায়গায় তল্লাশী চালিয়ে ৮ জনকে আটক করেছে৷ এখনো পর্যন্ত জানা গেছে যে, এই হামলায় এক পুলিশ অফিসার ও আততায়ী সহ ৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে৷ পুলিশ আততায়ীকে গুলি করে হত্যা করে৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক৷

প্রত্যক্ষদর্শীরা এখনো তাদের বিহ্বলতা কাটিয়ে উঠছে পারছে না৷ গোটা চিত্র ক্রমশঃ স্পষ্ট হয়ে ওঠার পর তারা ঘটনার ভয়াবহতা বুঝতে পারছেন৷

ওয়েস্টমিনস্টার সেতুর উপর গাড়ি চালিয়ে নির্বিচারে পথচারীদের ধাক্কা দেবার ঘটনার সময়ে সেখান দিয়ে যাচ্ছিলেন পোল্যান্ডের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকর্স্কি৷ তিনি নিজে মোবাইল ফোনের ক্যামেরায় কিছু দৃশ্য ধরে রাখেন৷

গোটা বিশ্বে এই হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে৷ বলেছেন, এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও শহরের মানুষ সন্ত্রাসবাদের সামনে মাথা নত করবে না৷

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়ারের একটি টুইটার বার্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে৷ তিনি লন্ডনের মেয়র সাদিক খানের একটি পুরানো সাক্ষাৎকারের উদ্ধৃতি নিয়ে তীর্যক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন৷

এসবি/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ