বুধবার লন্ডনে সন্ত্রাসী হামলার তদন্য যখন পুরোদমে চলছে, তখন তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে৷ এদিকে হামলাকারী সম্পর্কে সরকারি সূত্রে আরও তথ্য জানা যাচ্ছে৷
বিজ্ঞাপন
ইসলামিক স্টেট-এর প্রচারণা সংস্থা ‘আমাক’ এই দাবি করেছে৷ তাদের সূত্র অনুযায়ী হামলাকারী ইসলামিক স্টেট-এরই এক যোদ্ধা৷ আইএস-এর ডাকে সাড়া দিয়ে সে এই কাজ চালিয়েছে৷ তবে আততায়ীর নাম বা তার সঙ্গে আইএস-এর যোগাযোগ সম্পর্কে অন্য কোনো খবর জানায়নি আইএস৷
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়েছেন, আততায়ীর জন্ম ব্রিটেনেই এবং সে উগ্র ইসলামপন্থি ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিল৷ কয়েক বছর আগে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইফাইভ তার উপর তদন্ত চালিয়েছিল৷ তবে সম্প্রতি তার ষড়যন্ত্রের কোনো আভাস পাওয়া যায়নি৷
প্রত্যক্ষদর্শীরা এখনো তাদের বিহ্বলতা কাটিয়ে উঠছে পারছে না৷ গোটা চিত্র ক্রমশঃ স্পষ্ট হয়ে ওঠার পর তারা ঘটনার ভয়াবহতা বুঝতে পারছেন৷
ওয়েস্টমিনস্টার সেতুর উপর গাড়ি চালিয়ে নির্বিচারে পথচারীদের ধাক্কা দেবার ঘটনার সময়ে সেখান দিয়ে যাচ্ছিলেন পোল্যান্ডের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকর্স্কি৷ তিনি নিজে মোবাইল ফোনের ক্যামেরায় কিছু দৃশ্য ধরে রাখেন৷
গোটা বিশ্বে এই হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে৷ বলেছেন, এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও শহরের মানুষ সন্ত্রাসবাদের সামনে মাথা নত করবে না৷
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়ারের একটি টুইটার বার্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে৷ তিনি লন্ডনের মেয়র সাদিক খানের একটি পুরানো সাক্ষাৎকারের উদ্ধৃতি নিয়ে তীর্যক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন৷
লন্ডনে ‘সন্ত্রাসী হামলা’ সম্পর্কে আমরা যা জানি
লন্ডনে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর এবং পার্লামেন্টের বাইরে হামলায় আততায়ীসহ অন্তত চার ব্যক্তি নিহত হয়েছে৷ পুলিশ এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বিবেচনায় করে তদন্ত করছে এবং ইতোমধ্যে অন্তত সাতজনকে গ্রেপ্তার করেছে৷
ছবি: Reuters/E. Keogh
গুলির শব্দ
বুধবার গ্রিনিচ মানসময় ১৫:০০-টার অল্প কিছুক্ষণ আগে লন্ডন পার্লামেন্টের সামনে গুলি এবং চিৎকারের শব্দ শোনা যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কর্তৃপক্ষ দ্রুত সেখানে পৌঁছায়৷ হাউস অফ কমন্সও পুরোপুরি বন্ধ করে দেয়া হয়৷ ঘটনার প্রাথমিক খবরগুলো প্রকাশ করতে থাকে ঘটনাস্থলে আটকে পরা রাজনীতিবিট কভার করা সাংবাদিকরা৷
ছবি: Reuters/E. Keogh
ওয়েস্টমিনিস্টার ব্রিজে হতাহত
প্রাথমিক খবরে জানা যায়, পার্লামেন্টের সামনে ছাড়াও ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর একটি গাড়ি বেশ কয়েকজনকে চাপা দেয়৷ গাড়িটি ‘বিগ বেন’-এর সামনে একটি গেটে ধাক্কা খেয়ে থেমে যায়৷
ছবি: Reuters/T.Melville
পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ
ঘটনার পর ওয়েস্টমিনিস্টার প্যালেস ঘিরে ফেলে পুলিশ৷ গণমাধ্যমও জানাতে থাকে যে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়৷ পুলিশও তাকে লক্ষ্য করে গুলি চালায়৷ তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি৷
ছবি: Reuters/S. Wermuth
লন্ডনের শহরতলীর কেন্দ্রস্থলে হামলা
হামলার পরপরই লন্ডনের ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার দিকে যাওয়া সব বাসের গতিপথ বদলে দেয়৷ ওয়েস্টমিনিস্টার সিটিতে রয়েছে গুরুত্বপূর্ণ সব সরকারি কার্যালয় এবং এটি শহরের অন্যতম পর্যটন কেন্দ্রও বটে৷ সেখানে কর্মরত কর্মীরা এদিন বিকল্প পথে বাড়ি ফিরেছেন৷
ছবি: Google Maps
আন্তর্জাতিক নেতাদের প্রতিক্রিয়া
ওয়েস্টমিনিস্টারে হামলার পর আন্তর্জাতিক নেতারা শোক প্রকাশ করেছেন৷ জার্মান চ্যান্সেল আঙ্গেলা ম্যার্কেল সব রকম সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সংগ্রামে যুক্তরাজ্যের পাশে থাকার অঙ্গীকার পুর্নব্যক্ত করেছেন৷ স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজেনও তাঁর সমবেদনা প্রকাশ করেছেন এবং স্কটিশ সংসদে দ্বিতীয় স্বাধীনতা বিষয়ক গণভোট নিয়ে বিতর্কও বাতিল করা হয়েছে৷
ছবি: Reuters/K. Pfaffenbach
নিহত অন্তত চার, আহত অনেক
হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দলে ছেয়ে যায়৷ হেলিকপ্টার এবং ড্রোন ঘটনাস্থলে উড়তে দেখা যায়৷ বৃহস্পতিবার পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ওয়েস্টমিনিস্টারে হামলায় প্রাণ হারিয়েছে একজন পুলিশ, দুই বেসামরিক নাগরিক এবং আততায়ীসহ মোট চার ব্যক্তি৷ এছাড়া আহত হয়েছেন অনেকে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷
ছবি: Reuters/S.Wermuth
হামলাকারী কে?
ওয়েস্টমিনিস্টারে হামলার দায় কেউ এখনো স্বীকার করেনি৷ আর পুলিশের তরফ থেকে বিষয়টির তদন্ত করা হচ্ছে এবং এখন অবধি সাতজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে৷ এই বিষয়ে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকতে এবং ঘটনার ছবি বা ভিডিও ইন্টারনেটে প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেছে লন্ডন পুলিশ৷